Woven - Knit Fabrics কেনার মার্কেটের ঠিকানা জেনে রাখুন | Fabrics Market - Textile Lab | Textile Learning Blog
ওভেন ফেব্রিক বায়ারের স্যাম্পল সাবমিট  করতে অনেকেই সদর ঘাট থেকে কাপড় কেনেন যার যার কনস্ট্রাকশন ঠিক মতো মেলে না , সুসম্পর্কের কারনে অনেকে এটা সাবমিট করতে পারেন । 




মুলত যেটা করনীয় আপনি সদরঘাট বা ইসলামপুর থেকে যদি পারেন কিনলেন  তা না হয় আপনি নরসিংদী মাধবদী থেকে একচুয়াল গ্রে ফেব্রিক কিনে আপনি যে কোন ওভেন ফেব্রিকের সাপ্লাইয়ার এর QC এর সাথে হাত করে তাকে তাদের প্যাডে সোয়াচ লাগিয়ে স্যাম্পল ডাইং করিয়ে নিতে পারেন ।  এর চেয়ে আর সহজ উপায় আর হতে পারে না ।  এর জন্য আপনি কিছু QC এর নাম্বার জরুরী প্রয়োজনে ফোনে রেখে দিতে পারেন । 


১. ইসলামপুরের বিক্রমপুর সুপার মার্কেট দোতলায় পকেটিং টিসি পাওয়া যাবে । 

২. গুলশনারা সিটি নবাববাড়ি গ্রে ফেব্রিক, ডেনিম পাবেন এখনে । 

৩. টুংগীর আশরাফ সেতু সুপার মার্কেটে গ্রে ফেব্রিক + ডাইং করা ফেব্রিক । 

৪. মাধবদীর রাইন ওকে মার্কেট এটা ওভেন ডাইং ফেক্টরির ভেতরে অন্যতম সেরা মার্কেট  ।  এটা মাধবদী পুরাতন বাস স্টেন্ড এর সাথেই ।  ৫ হাজারের মতো দোকান আছে এখানে ২ তলায় দুই সাটারে এক দোকান করে প্রচুর ।  মাধবদীর প্রায় সব ফেক্টরির দোকান আছে এখানে । 

 এখানে  মুলত দালালদের দৌরত্য বেশি এরা ফেক্টরির কাছ থেকে আপনাকে ফেব্রিক কিনে দিবে মুলত গ্রে ফেব্রিকের প্রাইস থেকে ২ টাকা ১ টাকা করে কমিশন নেয় । তবে আপনার ফেক্টরির নিজস্ব দোকান পরিচিত থাকলে সরাসরি টেক্সটাইল মিল থেকে কাপড় কেনা যাবে ।  ফেক্টরি থেকে কিনলে আপনি এক লটের ফেব্রিক পাবেন  দালালদের কাছ থেকে কিনলে এরা এই ফেক্টরির ৫০০০ অন্যটার ৫০০০ দিবে যার ফলে হবে সেডিং । 

এখনে ফেব্রিকের মুল কস্ট সেইম কিন্ত কেও যদি দাম কম দেয় আপনার বুঝতে হবে এর ভেতরে ২-৪ টা সুতা কম আছে । 
১০৪×৫৮/২০×২০ টুইল 
১০৮×৫৮/২০×২০ টুইল 

১০৮×৫৮/২০×২০ টুইল ৮৫ টাকা   হলেও টাকা কম নিবে কিন্ত আপনকে ৪ সুতা প্রতি ইঞ্চিতে কন দিবে ।   এই কারনে ফেব্রিক কেনার সময় আপনি কাউন্টিং গ্লাস নিবেন এবং ৪-৫ থান খুলে চেক দিবেন কোয়ালিটি। 
৫.

নীটের জন্য আপনি কোনাবাড়ির, কাসিমপুর রোড জেলখানার উল্টাদিকের গলিতে  নতুন বাজারের ফেব্রিক মার্কেটে ।  আপনি স্যাম্পলের জন্য ফেব্রিক সর্ট কোয়ানটিটির জন্য ফেব্রিক কিনতে পারেন ।  যাবার সময় সোয়াচ নিয়ে যাবেন ।  এখানে কাপড় কেনার অনেক দোকান আছে । 

অথবা কিনতে পারেন নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট।

আপনাদের পরিচিত এমন কেও থাকলে প্লেইস থাকলে এড্রেস কমেন্টস করেন আমরা পোস্টের সাথে এড করে দিচ্ছি ।

Woven - Knit Fabrics কেনার মার্কেটের ঠিকানা জেনে রাখুন | Fabrics Market

ওভেন ফেব্রিক বায়ারের স্যাম্পল সাবমিট  করতে অনেকেই সদর ঘাট থেকে কাপড় কেনেন যার যার কনস্ট্রাকশন ঠিক মতো মেলে না , সুসম্পর্কের কারনে অনেকে এটা সাবমিট করতে পারেন । 




মুলত যেটা করনীয় আপনি সদরঘাট বা ইসলামপুর থেকে যদি পারেন কিনলেন  তা না হয় আপনি নরসিংদী মাধবদী থেকে একচুয়াল গ্রে ফেব্রিক কিনে আপনি যে কোন ওভেন ফেব্রিকের সাপ্লাইয়ার এর QC এর সাথে হাত করে তাকে তাদের প্যাডে সোয়াচ লাগিয়ে স্যাম্পল ডাইং করিয়ে নিতে পারেন ।  এর চেয়ে আর সহজ উপায় আর হতে পারে না ।  এর জন্য আপনি কিছু QC এর নাম্বার জরুরী প্রয়োজনে ফোনে রেখে দিতে পারেন । 


১. ইসলামপুরের বিক্রমপুর সুপার মার্কেট দোতলায় পকেটিং টিসি পাওয়া যাবে । 

২. গুলশনারা সিটি নবাববাড়ি গ্রে ফেব্রিক, ডেনিম পাবেন এখনে । 

৩. টুংগীর আশরাফ সেতু সুপার মার্কেটে গ্রে ফেব্রিক + ডাইং করা ফেব্রিক । 

৪. মাধবদীর রাইন ওকে মার্কেট এটা ওভেন ডাইং ফেক্টরির ভেতরে অন্যতম সেরা মার্কেট  ।  এটা মাধবদী পুরাতন বাস স্টেন্ড এর সাথেই ।  ৫ হাজারের মতো দোকান আছে এখানে ২ তলায় দুই সাটারে এক দোকান করে প্রচুর ।  মাধবদীর প্রায় সব ফেক্টরির দোকান আছে এখানে । 

 এখানে  মুলত দালালদের দৌরত্য বেশি এরা ফেক্টরির কাছ থেকে আপনাকে ফেব্রিক কিনে দিবে মুলত গ্রে ফেব্রিকের প্রাইস থেকে ২ টাকা ১ টাকা করে কমিশন নেয় । তবে আপনার ফেক্টরির নিজস্ব দোকান পরিচিত থাকলে সরাসরি টেক্সটাইল মিল থেকে কাপড় কেনা যাবে ।  ফেক্টরি থেকে কিনলে আপনি এক লটের ফেব্রিক পাবেন  দালালদের কাছ থেকে কিনলে এরা এই ফেক্টরির ৫০০০ অন্যটার ৫০০০ দিবে যার ফলে হবে সেডিং । 

এখনে ফেব্রিকের মুল কস্ট সেইম কিন্ত কেও যদি দাম কম দেয় আপনার বুঝতে হবে এর ভেতরে ২-৪ টা সুতা কম আছে । 
১০৪×৫৮/২০×২০ টুইল 
১০৮×৫৮/২০×২০ টুইল 

১০৮×৫৮/২০×২০ টুইল ৮৫ টাকা   হলেও টাকা কম নিবে কিন্ত আপনকে ৪ সুতা প্রতি ইঞ্চিতে কন দিবে ।   এই কারনে ফেব্রিক কেনার সময় আপনি কাউন্টিং গ্লাস নিবেন এবং ৪-৫ থান খুলে চেক দিবেন কোয়ালিটি। 
৫.

নীটের জন্য আপনি কোনাবাড়ির, কাসিমপুর রোড জেলখানার উল্টাদিকের গলিতে  নতুন বাজারের ফেব্রিক মার্কেটে ।  আপনি স্যাম্পলের জন্য ফেব্রিক সর্ট কোয়ানটিটির জন্য ফেব্রিক কিনতে পারেন ।  যাবার সময় সোয়াচ নিয়ে যাবেন ।  এখানে কাপড় কেনার অনেক দোকান আছে । 

অথবা কিনতে পারেন নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট।

আপনাদের পরিচিত এমন কেও থাকলে প্লেইস থাকলে এড্রেস কমেন্টস করেন আমরা পোস্টের সাথে এড করে দিচ্ছি ।

৩টি মন্তব্য:

utpal Mazumder বলেছেন...

amar ekti butique house ashe, butique ar jonno 100 gass febric nite parvo, amake advice karle upakita hoibo.

sultana বলেছেন...

hello , ami fabric kine woven printing korte cai , ami beadshhet korar jonno lot fabric kina printing korte cai , kivabe details janbo, help me please

jewel বলেছেন...

গবেষণামুলক পোষ্ট এর জন্য লেখককে ধন্যবাদ।