টেক্সটাইল বিজনেস করতে আগে জানতে হবে ফেব্রিক প্রাইস | Textile Business - Textile Lab | Textile Learning Blog
একজন সাপ্লাইয়ার এর ক্লেইম সলভ করতে গিয়ে আমরা শুনলাম একটা অভিজ্ঞতা তাকে তার ফেব্রিক সাপ্লাইয়ার  ১২৮×৬০ / ২০×১৬ টুইল ৩ কালার গার্মেন্টস মালিকের কাছে গজ প্রতি ২০০ টাকা নিয়ে ৬ হাজার গজ  শেষ তাকে বলে যে তার অনেক লস  হয়েছে তাকে আরো ৭০ হাজার দিতে হবে , গার্মেন্টস মালিক তাতেও রাজি ।  কিন্ত উইভিং ফল্ট এবং এক রোলে ২ পিস থাকার কারনে তাদের ক্লেইমের জন্য তারা ডাকছিলো ডাইং করা ফেক্টরির লোকজন কে । 

মুলত ১২০ গজের রোলে ফল্ট থাকার কারনে তাকে কেটে একটা রোলে দেয়া হয়েছিলো যা তারা মনে করেছে রিজেক্ট ফেব্রিক ঢুকিয়ে দিয়েছিলো ।  আর এদের সেড নাকি ঠিক নাই ।  এরা রোল কাটিং করে সব সোয়াচ টেবিলে ফেলে একটা ডানে একটা বামে, একটা উলটা করে রেখাছিলো যার গ্রেইন লাইন না মিলে সেড এমন দেখাচ্ছিলো । পরে তাদের সাজিয়ে দেয়া হয় এখন তারা বলে ঠিক আছে সেড । 

আর ২০০ টাকা গজে মাথা মারা হয়েছিলো তার ১২৮×৬০ / ২০×১৬ গ্রে কাপড়  মাধবদী ৮০-১০০ টাকা মেক্সিমাম ডাইং চার্জ মেক্সিমাম ২৮-৩০ আর যাতায়াত মেক্সিমাম ৫ টা গজ  ধরেন ১৪০ টাকা ধরে নিলেন ১০ টাকা সাপ্লাইয়ার প্রফিট ।  এমন রেইট রেগুলার চলে এখানে কেও ২ টাকা কম হলে এটা সাপ্লাইয়ার এর নিজের গাইটে যাবে । 

আপনার প্রাইস সম্পর্কে আইডিয়া না থাকলে টেক্সটাইল বিজনেস আপনার জন্য না আপনি চাইলে ইজিলি মার্কেট প্রাইস ভেরিফাই করে নিতে পারেন ।  

বিদ্রঃ
মার্কেট রেইট এবং বিজনেস পলিসি, টেকনিক্যাল কোন আইডিয়া লাগলে আপনারা আমাদের পেইজে গ্রুপের আমাদের নক করবেন আমরা সাধ্যের সর্বোচ্চ চেস্টা করবো হেল্প করার ।



টেক্সটাইল বিজনেস করতে আগে জানতে হবে ফেব্রিক প্রাইস | Textile Business

একজন সাপ্লাইয়ার এর ক্লেইম সলভ করতে গিয়ে আমরা শুনলাম একটা অভিজ্ঞতা তাকে তার ফেব্রিক সাপ্লাইয়ার  ১২৮×৬০ / ২০×১৬ টুইল ৩ কালার গার্মেন্টস মালিকের কাছে গজ প্রতি ২০০ টাকা নিয়ে ৬ হাজার গজ  শেষ তাকে বলে যে তার অনেক লস  হয়েছে তাকে আরো ৭০ হাজার দিতে হবে , গার্মেন্টস মালিক তাতেও রাজি ।  কিন্ত উইভিং ফল্ট এবং এক রোলে ২ পিস থাকার কারনে তাদের ক্লেইমের জন্য তারা ডাকছিলো ডাইং করা ফেক্টরির লোকজন কে । 

মুলত ১২০ গজের রোলে ফল্ট থাকার কারনে তাকে কেটে একটা রোলে দেয়া হয়েছিলো যা তারা মনে করেছে রিজেক্ট ফেব্রিক ঢুকিয়ে দিয়েছিলো ।  আর এদের সেড নাকি ঠিক নাই ।  এরা রোল কাটিং করে সব সোয়াচ টেবিলে ফেলে একটা ডানে একটা বামে, একটা উলটা করে রেখাছিলো যার গ্রেইন লাইন না মিলে সেড এমন দেখাচ্ছিলো । পরে তাদের সাজিয়ে দেয়া হয় এখন তারা বলে ঠিক আছে সেড । 

আর ২০০ টাকা গজে মাথা মারা হয়েছিলো তার ১২৮×৬০ / ২০×১৬ গ্রে কাপড়  মাধবদী ৮০-১০০ টাকা মেক্সিমাম ডাইং চার্জ মেক্সিমাম ২৮-৩০ আর যাতায়াত মেক্সিমাম ৫ টা গজ  ধরেন ১৪০ টাকা ধরে নিলেন ১০ টাকা সাপ্লাইয়ার প্রফিট ।  এমন রেইট রেগুলার চলে এখানে কেও ২ টাকা কম হলে এটা সাপ্লাইয়ার এর নিজের গাইটে যাবে । 

আপনার প্রাইস সম্পর্কে আইডিয়া না থাকলে টেক্সটাইল বিজনেস আপনার জন্য না আপনি চাইলে ইজিলি মার্কেট প্রাইস ভেরিফাই করে নিতে পারেন ।  

বিদ্রঃ
মার্কেট রেইট এবং বিজনেস পলিসি, টেকনিক্যাল কোন আইডিয়া লাগলে আপনারা আমাদের পেইজে গ্রুপের আমাদের নক করবেন আমরা সাধ্যের সর্বোচ্চ চেস্টা করবো হেল্প করার ।



২টি মন্তব্য:

Hridoy বলেছেন...

Hlw.. Ami apnader akjon regular follower. amr kisu prosno asa ter modhha holo apnara jodi aktu nirdisto vaba tula dhorla jmn part by parttahola aonk subidha hoba. jmn first knit thread then dyieng ai vaba. asa kori bujhata parasi. dhonnobad

Akhil বলেছেন...

Apnader sathe kivabe jogajog korte parbo?