RFD Fabrics কেনার ক্ষত্রে সতর্কতা - Textile Lab | Textile Learning Blog
RFD 128×60/20×16 Tw স্টক বিক্রি করতে প্রাইস চায় ৮৫ টাকা গজ চেয়েছিলো, একজন অভিজ্ঞ বললো এটার দাম ৬০ টাকা মেক্সিমাম, কারন জিজ্ঞেস করাতে উন বললেন যে কোন আরেফডি আপনি ডাইং করতে গেলে ডাইং ম্যানেজমেন্ট আগে মার্সারাইজ করিয়ে নেবে ।  কারন পুরাতন কাপড় ডেম্প থাকে ড্রপ থাকে যার ফলে তারা মার্সারাইজ করিয়ে ৬ টাকা বিল ধরিয়ে দেবে ।  এই ভর্তুকি যে কিনবে তার উপর পড়বে ।  তাই আপনারা পুরাতন RFD করা কাপড় কিনলে তা ওভার ডাইং এর প্রোগ্রাম থাকলে তার রেইট -১০ টাকা তার চাওয়ার চেয়ে কমিয়ে বলবেন ।





 RFD  নরমালি কেও কিনতে চায় না এতে পলিস্টার ইয়ার্ন মিক্স থাকতে পারে তাই কিনতে চাইলে ৫ মিটার নিয়ে আগে ডাইং করিয়ে কোয়ালিটি এপ্রুভ করিয়ে পরে কেনা উচিৎ ।

RFD Fabrics কেনার ক্ষত্রে সতর্কতা

RFD 128×60/20×16 Tw স্টক বিক্রি করতে প্রাইস চায় ৮৫ টাকা গজ চেয়েছিলো, একজন অভিজ্ঞ বললো এটার দাম ৬০ টাকা মেক্সিমাম, কারন জিজ্ঞেস করাতে উন বললেন যে কোন আরেফডি আপনি ডাইং করতে গেলে ডাইং ম্যানেজমেন্ট আগে মার্সারাইজ করিয়ে নেবে ।  কারন পুরাতন কাপড় ডেম্প থাকে ড্রপ থাকে যার ফলে তারা মার্সারাইজ করিয়ে ৬ টাকা বিল ধরিয়ে দেবে ।  এই ভর্তুকি যে কিনবে তার উপর পড়বে ।  তাই আপনারা পুরাতন RFD করা কাপড় কিনলে তা ওভার ডাইং এর প্রোগ্রাম থাকলে তার রেইট -১০ টাকা তার চাওয়ার চেয়ে কমিয়ে বলবেন ।





 RFD  নরমালি কেও কিনতে চায় না এতে পলিস্টার ইয়ার্ন মিক্স থাকতে পারে তাই কিনতে চাইলে ৫ মিটার নিয়ে আগে ডাইং করিয়ে কোয়ালিটি এপ্রুভ করিয়ে পরে কেনা উচিৎ ।

কোন মন্তব্য নেই: