বুটেক্সের এডমিশন প্রস্তুতি : Math, Chemistry, English - Textile Lab | Textile Learning Blog


English preparation

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এডমিশন পরীক্ষার ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ইংরেজি বিষয় থেকে থাকবে ২০ নম্বর।


এখন সবার প্রশ্ন হচ্ছে এই ইংলিশের  ২০ নম্বর কিভাবে থাকবে এবং কোন কোন টপিকের ভিত্তিতে থাকবে?

সাধারণত ইংলিশে সব প্রশ্ন Grammatical হয়ে থাকবে। প্রশ্ন গুলো হবে ১-২ নম্বরের এবং কিছু অংশে ভাগ থাকতে পারে। Grammar এর বেসিক ভালো থাকলে ইংলিশে ভালো একটা মার্কস উঠানো সম্ভব হবে সহজেই। বুটেক্সের ইংলিশের প্রশ্ন তেমন কঠিন হয় না। মূলত যে সকল বিষয় থেকে প্রশ্ন আসবে-


✅Parts of speech (১-২)টি
✅Voice change - (১)টি
✅Narration -(১)টি
✅Translation [Bangla to English] - (১)টি
✅Re-write Sentences/ Completing Sentence - (১-২)টি
✅Meaning of phrases & idioms - (১-২)টি
✅ Transformation [Positive, Negative, Interrogative, conditionals etc.] - (২-৩)টি
✅ Changing Degree- (২)টি
✅ Synonym & Antonym -(১)টি
✅ Tag Question- (১)টি
✅ Using Article- (১)টি
✅ Preposition- (১)টি
✅ Modifier- (১)টি
✅ Right form of verbs- (১)টি

এই টপিক গুলোর মধ্যে exceptional যেসব নিয়ম আছে সে গুলা সব ভালো ভাবে দেখতে হবে। এবং শেষ কথা, last but not least প্রশ্নব্যাংকের বিগত প্রশ্ন গুলো অবশ্যই সলভ করতে হবে তাহলেই প্রস্তুতি পরিপূর্ণ হবে এবং পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ।

সবার জন্যে রইলো শুভ কামনা। ♥


- Saad Bin Robbani
Department of Environmental Science & Engineering
BUTEX batch 45



Chemistry Preparation


** কেমিস্ট্রিতে ম্যাথ এবং ছোটোখাটো থিওরি প্রশ্ন দুইটাই থাকে। থিওরি যেকোনো জায়গা থেকে দিতে পারে। এটা নিয়ে পর্টিকুলারলি বলা যায় না। তাও মোটামুটি ইম্পর্ট্যান্ট থিওরি গুলো দেখলে কমন পাওয়া যেতে পারে। আর বেসিক থেকেও অনেক থিওরি লেখা যায়।


বইয়ের বাইরের কোনো থিওরি থাকে না।

** শুধুমাত্র যৌগের সংকেত লেখার একটা প্রশ্ন থাকে। বইয়ের + বইয়ের বাইরের কমন কিছু সংকেত দেওয়া হয়।


** ফুল ফর্ম লিখতে দেয় অনেক সময়।
যেমন: CFC, DNA এগুলার ফুল ফর্ম।


** ম্যাথ এর ক্ষেত্রে নানা রকম এককে মান দেওয়া হয় অনেক সময়। তাই ম্যাথ করার সময় এককের দিকে খেয়াল রাখতে হবে।


** অবশ্যই কোনো প্রশ্নের উত্তর না পারলে তা নিয়ে বসে থেকে সময় নষ্ট করবে না।


** Partial Marking থাকে। তাই কোনো প্রশ্নের উত্তর যতটুকু পারো লেখে আসবে।


// এই সাজেশন বিগত বছরগুলোর রিটেন প্রশ্ন দেখে করা হয়েছে।


১. ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার  ( Safe Use of Laboratory):


সাধারণত প্রশ্ন হয় না।  দিলেও ছোটোখাটো সহজ প্রশ্নগুলো দিতে পারে।


* পরিষ্কারক মিশ্রণ, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, রাইডার ধ্রুবকের ম্যাথ ,কোন সিম্বল কোন ঝুঁকি নির্দেশ করে এগুলো জানা থাকা ভালো।


* টিংচার আয়োডিন কি - একটা কমন প্রশ্ন যা অনেক ভার্সিটির কোশ্চেন ব্যাংকে দেখা যায়।


2️⃣ গুণগত রসায়ন  (Qualitative Chemistry): অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার।


* হাইড্রোজেন বর্ণালী সিরিজ ও তার ম্যাথ।


*কোয়ান্টাম সংখ্যা ও অরবিটালের জ্যামিতিক আকৃতি।


* শিখা পরীক্ষা - HCl কেন ব্যবহার করা হয়, প্রদর্শিত বর্ণ।শনাক্তকরণে বিকারক, সৃষ্ট যৌগের নাম।

* দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের ম্যাথ।


* থিওরির জন্য আউফবাউ, হুন্ড ও পাউলির বর্জন নীতি, জাল নোট শনাক্ত করার মূলনীতি জানা থাকা উচিত।


* সম আয়ন প্রভাব।


* শক্তি বিকিরণ নির্ণয়, ডি ব্রগলির সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে সাধারণত আসে না। তাও চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিক , তাই বাদ দেওয়া উচিত না।

3️⃣ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন (Periodic Properties and Bonding in Elements): ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* এখান থেকে প্রচুর থিওরিটিক্যাল প্রশ্ন সম্ভব।


ইন্টার পরীক্ষার জন্য যেগুলো পড়ানো হয়  ওগুলো জানা মাস্ট।


যেমন: H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন?


* অম্লধর্মী , উভধর্মী অক্সাইড


* রঙিন যৌগ গঠন


* সব পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায় সারণীর ডানে বামে ও উপরে নিচে কেন বাড়ে কমে এবং সেই অনুযায়ী মৌলের ক্রম।


(গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আকার, আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বেশি ইম্পর্ট্যান্ট)


* ক্ষার ধাতু, মৃৎক্ষার, মুদ্রা ধাতু, অবস্থান্তর মৌল।


* সিগমা বন্ড, পাই বন্ড।


* সংকরায়ণ - কেন হয়, কিভাবে হয়, সন্নিবেশ সংখ্যা, যৌগের গঠন আকৃতি।


* ফাজানের নীতি


* প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে ইকোয়েশন হিসাব।

4️⃣ রাসায়নিক পরিবর্তন (Chemical Changes):অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।

* বিক্রিয়ার হারের ম্যাথ।


* সক্রিয়ন শক্তির ম্যাথ (very important)

* সাম্যাবস্থা, লা শাতেলিয়ারের নীতি, তাপমাত্রা চাপ ও ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব।


* ভর ক্রিয়ার সূত্র, Kp and Kc এর ম্যাথ।


* অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবকের (Ka, Kb) ম্যাথ।


* pH, pOH এর ম্যাথ (very important).
* বাফার - সংজ্ঞা, ক্রিয়া কৌশল, ম্যাথ।


* রক্তের pH, স্কিনের pH অনেক সময় থিওরিতে আসে।


* এনথালপির ম্যাথ।


* প্রশমন তাপগুলোর মান।


* সংগঠন তাপের ম্যাথ।

5️⃣ কর্মমুখী রসায়ন (Vocational Chemistry): সাধারণত প্রশ্ন হয় না।


* কিউরিং কি, রাসায়নিক ফুড প্রিজারভেটিভস কত প্রকার, ফরমালিন, কলয়েডের বিস্তারিত বস্তুকণা ও মাধ্যম দিতে পারে।


* প্রস্তুতি গুলোর উপাদান থেকে প্রশ্ন আসতে পারে। মূল উপাদান কোনটা মনে রাখতে হবে।


* গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ভিনেগার প্রস্তুতি।


6️⃣ পরিবেশ রসায়ন (Environmental Chemistry): অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* বয়েলের সূত্র, চার্লসের সূত্র, Avogadro সূত্র, গে লুসাকের সূত্র এবং তাদের ম্যাথ।


* আদর্শ গ্যাস সমীকরণের ম্যাথ (very important).


* ডাল্টন এর আংশিক চাপ সূত্র, আংশিক চাপ ও মোট চাপের ম্যাথ।


* ব্যাপনের ম্যাথ।


* গ্যাসের গতিতত্ত্ব , গতিতত্ত্বের সমীকরণ ও তার ম্যাথ, rms বেগের ম্যাথ।


* এসিড বৃষ্টির বিক্রিয়া।


* লুইস এসিড বেস।


* খরতা নির্ণয়, COD এবং BOD সম্পর্কে ধারণা।


COD, BOD নির্ণয় ইম্পর্ট্যান্ট না। তবুও জানা থাকা ভালো।

7️⃣ জৈব রসায়ন (Organic Chemistry):
অনেক অনেক অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।

এই চ্যাপ্টার যারা ভালো মত পারো তারা পুরো চ্যাপ্টার পড়বে। কারণ IR এবং শেষের গুরুত্ব ছাড়া বাকি সব টপিক ইম্পর্ট্যান্ট।

সাধারণত যা যা আসে:
* নামকরণ একটা  দিতে পারে।
* সমাণুতা ব্যাখা, সমাণু লেখা।
* কার্যকরী মূলক।
* ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল।
* মনোমারের নাম।


* সাধারণত বিক্রিয়ার ক্রিয়া কৌশল লিখতে দেয় না। বিক্রিয়া সম্পূর্ণ করতে দেয় অথবা প্রভাবক লিখতে দেয়। 


* সংকেত লিখতে দেয়। তাই পুরো চ্যাপ্টার এর সব সংকেত পারলে ভালো।

⛔ যারা সব বিক্রিয়া মনে রাখতে পারো না তারা অন্তত সব নামধারী বিক্রিয়া আর তার প্রভাবক মনে রাখার চেষ্টা করবে।

8️⃣ পরিমাণগত রসায়ন (Quantitative Chemistry): ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* মোল, মোলার আয়তন ও আভোগেড্রো সংখ্যা ভিত্তিক ম্যাথ।


* আয়তন, ভর, বিশুদ্ধতা, ভেজাল নির্ণয়ের ম্যাথ।


* নরমালিটি , পিপিএম, শতকরায় ঘনমাত্রা 
হিসাব।


* এসিড বেস প্রশমন বিক্রিয়ার সকল রকমের ম্যাথ।


* জারক বিজারক শনাক্তকরণ।


* জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, বিক্রিয়া পূর্ণ করা এবং সমতা।


* জারণ বিজারণের ম্যাথ।


* নির্দেশকের সংকেত দেয় মাঝে মধ্যে। এছাড়া নির্দেশকের ক্রিয়া কৌশল ও রেঞ্জ একটু দেখে রাখলে ভালো।


* বিয়ার ল্যাম্বার্ট কখনো আসে না। তাও সূত্র দেখে রাখা সেফ।

9️⃣ তড়িৎ রসায়ন (Electro Chemistry):
এটাও ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্র থেকেই বেশি ম্যাথ আসে। তাই এই টপিকের সব সূত্র ও ম্যাথ পারতে হবে।


* কোষ বিক্রিয়া, কোষ বিভব, নার্নস্ট সমীকরণ, pH , দ্রবণ পাত্রে রাখা সম্ভব কিনা নির্নয়ের ম্যাথ।


* যদিও আসে না, তবুও সময় থাকলে গ্যালভানিক কোষ, লেড স্টোরেজ, লিথিয়াম ব্যাটারি, ফুয়েল সেলের শুধু বিক্রিয়া গুলো দেখে রাখা ভালো।

🔟 অর্থনৈতিক রসায়ন (Economical Chemistry): সাধারণত প্রশ্ন আসে না।


* প্রশ্ন হলে বেশির ভাগই শিল্পজাত পণ্যগুলোর কাঁচামাল লিখতে দেয়।


* মাঝে মাঝে সংকেত দেয় বা কাঁচামালের নাম বলে পণ্যের নাম লিখতে দেয়।

আশা করি সবাই ভালো মত প্রিপারেশন নিবে।  সবার জন্য শুভকামনা। ♥️

Raihana Roshni Labonno
Department of Wet Process Engineering
BUTEX 45th batch



Math Preparation

** ম্যাথ দিয়ে আমার মতে সবচেয়ে সহজে নাম্বার তোলা যায়। তাই এই বিষয়ের প্রিপারেশন ভালো করে নেয়া আবশ্যক।


** ম্যাথ এর প্রশ্ন মোটেও কঠিন হয় না। বইয়ের ম্যাথ গুলো পারলেই হবে।


** ম্যাথ এর ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে কম টাইমে অনেক গুলো ম্যাথ করা। কারণ ১০ টা প্রশ্ন থাকলেও প্রায় প্রতিটায় (a) এবং (b) দিয়ে ২ টা করে প্রশ্ন থাকে। তাই একটু দ্রুত ম্যাথ করতে পারলে ভালো। তবে দ্রুত করতে গিয়ে ভুল যেনো না হয়। অ্যাকুরেসি অনেক ইম্পর্ট্যান্ট। সব লিখে সব ভুল হলে কোনো লাভ নেই। কম লিখে ঠিক হওয়া তার চেয়ে ভালো।


** অবশ্যই কোনো ম্যাথ না পারলে সেটা নিয়ে বসে থেকে সময় নষ্ট না করে পরের ম্যাথে চলে যাবে।


** Partial Marking আছে। তাই কোনো ম্যাথ যতটুকু পারো করে রাখবে।


// এই  সাজেশন বিগত বছরগুলোর রিটেন কোশ্চেন দেখে করা।


ম্যাট্রিক্স নির্নায়ক (Matrix-Determinants):

এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন হয় না। হলে বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট গুলো থেকেই হয়।

ভেক্টর (Vector):

সাধারণত প্রশ্ন হয় না।
হলে ডট গুণন , ক্রস গুণন, কোণ নির্ণয় ইম্পর্ট্যান্ট।

সরলরেখা (Straight line):

অবশ্যই প্রশ্ন হয়।
বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। তবে সহজ হয়। বেসিক ভালো থাকলেই পারা সম্ভব। বই এর ম্যাথ গুলো মাস্ট পারতে হবে।

বৃত্ত (Circle):

মাঝে মাঝে প্রশ্ন হয়।
অভিলম্ব রিলেটেড ও সমীকরণ বের করার ম্যাথ গুলো ইম্পর্ট্যান্ট।

বিন্যাস-সমাবেশ (Permutation-Combination):

সাধারণত প্রশ্ন হয়।
ওয়ার্ড এর ম্যাথ, গ্রুপে ভাগ করা, লাইনে দাঁড়ানো এইসব সাধারণ ম্যাথই থাকে।

ত্রিকোণমিতি (Trigonometry):

৯৯% টাইম প্রশ্ন হয়।
বইয়ের ফেমাস ম্যাথ গুলোর মধ্যে দেওয়া হয়
সাধারণত।

ফাংশন (Function):

মাঝে মাঝে প্রশ্ন হয়।
পর্যায়, ইনভারস ফাংশন,gof নিৰ্ণয় , মান নির্ণয়ের মত সাধারণ ম্যাথ থাকে।
যেহেতু ডোমেন রেঞ্জ ফাংশনের একটা বেসিক ব্যাপার, তাই এই বিষয়ে জ্ঞান থাকা ভালো।

অন্তরীকরণ (Differentiation):

অবশ্যই প্রশ্ন হয়, একাধিক প্রশ্ন থাকতে পারে।এই চ্যাপ্টার থেকে অনেক রকম প্রশ্ন করা সম্ভব।
লিমিট, সাধারণ differentiation করা ( ত্রিকোণমিতিক ফাংশনযুক্ত ও পাওয়ার এর গুলো বেশি আসে), গুরুমান লঘুমন - এই টপিক গুলো থেকে বিগত বছরগুলোতে এসেছে।

যোগজীকরণ (Integration):

অবশ্যই অবশ্যই প্রশ্ন হয় এবং বেশিরভাগ সময়
একাধিক প্রশ্ন হয়।
এই চ্যাপ্টার থেকেও অসংখ্য রকমের ম্যাথ আসা সম্ভব। ত্রিকোণমিতিক ফাংশনযুক্ত ইন্টিগ্রেশন ও ক্ষেত্রফলের ম্যাথ গুলো বিগত বছরগুলোয় সবচেয়ে বেশি এসেছে। যেহেতু গতবার ক্ষেত্রফলের ম্যাথ আসেনি, এবার থাকতে পারে।


অনেকেই আছো integration ভয় পাও। তারা অযথা আগে এটা করতে গিয়ে মাথা নষ্ট করবে না।

বাস্তব সংখ্যা (Real Number):

প্রশ্ন হয় না বললেই চলে।
হলে সাধারণত অসমতা দেওয়া হয়।

জটিল সংখ্যা (Complex Number):

মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে হয় না।
মান নির্ণয়, মডুলাস, আর্গুমেন্ট, ছোট প্রমাণ গুলোর মধ্যেই দেয়। সাধারণত বড় প্রমাণ গুলো দেয় না।

যোগাশ্রয়ী প্রোগ্রাম (Linear Programming):

কখনোই প্রশ্ন হয় না।
একবার শুধুমাত্র সমীকরণ গঠন করতে দিয়েছিল।

বহুপদী (Polynomials):

বেশিরভাগ সময় প্রশ্ন হয়।
সাধারণ ম্যাথ গুলো থাকে। যেমন - মূল নির্ণয়, সমীকরণ গঠন। বইয়ের প্রমাণের ম্যাথ গুলোও থাকতে পারে। তবে বেশি পেঁচানো ম্যাথ গুলো দেওয়া হয় না।

দ্বিপদী (Binomials):

এটা থেকেও বেশিরভাগ সময় প্রশ্ন হয়।
সাধারণত 5.1 এর ম্যাথ গুলোই দেওয়া হয়।

কনিক (Conics):

কখনো হয়, কখনো হয় না।
বইয়ের স্ট্যান্ডার্ড ম্যাথ গুলোই থাকে।
  
বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন (Inverse Trigonometric Functions):

মাঝে মাঝে প্রশ্ন হয়।
প্রমাণের ম্যাথ , সমাধান যেকোনোটি থাকতে পারে। তবে সাধারণত বড় ম্যাথ থাকে না।

স্থিতিবিদ্যা (Statics):

অবশ্যই প্রশ্ন হয় , কোনো কোনো সময় একাধিক প্রশ্ন হয়।
বইয়ের ফ্রিকোয়েন্টলি সাজেস্টেড প্রমাণ, রশির টানের ম্যাথ গুলো ইম্পরটেন্ট।

গতি (Motion):

অবশ্যই প্রশ্ন হয় এবং প্রায়ই একাধিক প্রশ্ন হয়।


ফিজিক্স এর মত ম্যাথ গুলো এবং  কমন প্রমাণ গুলো ইম্পর্ট্যান্ট।

বিস্তার পরিমাপ ও সম্ভাবনা (Measures of Dispersions and Probability):


বেশির ভাগ সময় প্রশ্ন হয়।
প্রশ্ন সম্ভাবনা অংশ থেকেই হয়।

আশা করি সবাই ভালো মত প্রিপারেশন নিবে।  সবার জন্য শুভকামনা। ♥️


Raihana Roshni Labonno
Department of Wet Process Engineering
BUTEX 45th batch

বুটেক্সের এডমিশন প্রস্তুতি : Math, Chemistry, English


English preparation

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এডমিশন পরীক্ষার ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ইংরেজি বিষয় থেকে থাকবে ২০ নম্বর।


এখন সবার প্রশ্ন হচ্ছে এই ইংলিশের  ২০ নম্বর কিভাবে থাকবে এবং কোন কোন টপিকের ভিত্তিতে থাকবে?

সাধারণত ইংলিশে সব প্রশ্ন Grammatical হয়ে থাকবে। প্রশ্ন গুলো হবে ১-২ নম্বরের এবং কিছু অংশে ভাগ থাকতে পারে। Grammar এর বেসিক ভালো থাকলে ইংলিশে ভালো একটা মার্কস উঠানো সম্ভব হবে সহজেই। বুটেক্সের ইংলিশের প্রশ্ন তেমন কঠিন হয় না। মূলত যে সকল বিষয় থেকে প্রশ্ন আসবে-


✅Parts of speech (১-২)টি
✅Voice change - (১)টি
✅Narration -(১)টি
✅Translation [Bangla to English] - (১)টি
✅Re-write Sentences/ Completing Sentence - (১-২)টি
✅Meaning of phrases & idioms - (১-২)টি
✅ Transformation [Positive, Negative, Interrogative, conditionals etc.] - (২-৩)টি
✅ Changing Degree- (২)টি
✅ Synonym & Antonym -(১)টি
✅ Tag Question- (১)টি
✅ Using Article- (১)টি
✅ Preposition- (১)টি
✅ Modifier- (১)টি
✅ Right form of verbs- (১)টি

এই টপিক গুলোর মধ্যে exceptional যেসব নিয়ম আছে সে গুলা সব ভালো ভাবে দেখতে হবে। এবং শেষ কথা, last but not least প্রশ্নব্যাংকের বিগত প্রশ্ন গুলো অবশ্যই সলভ করতে হবে তাহলেই প্রস্তুতি পরিপূর্ণ হবে এবং পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ।

সবার জন্যে রইলো শুভ কামনা। ♥


- Saad Bin Robbani
Department of Environmental Science & Engineering
BUTEX batch 45



Chemistry Preparation


** কেমিস্ট্রিতে ম্যাথ এবং ছোটোখাটো থিওরি প্রশ্ন দুইটাই থাকে। থিওরি যেকোনো জায়গা থেকে দিতে পারে। এটা নিয়ে পর্টিকুলারলি বলা যায় না। তাও মোটামুটি ইম্পর্ট্যান্ট থিওরি গুলো দেখলে কমন পাওয়া যেতে পারে। আর বেসিক থেকেও অনেক থিওরি লেখা যায়।


বইয়ের বাইরের কোনো থিওরি থাকে না।

** শুধুমাত্র যৌগের সংকেত লেখার একটা প্রশ্ন থাকে। বইয়ের + বইয়ের বাইরের কমন কিছু সংকেত দেওয়া হয়।


** ফুল ফর্ম লিখতে দেয় অনেক সময়।
যেমন: CFC, DNA এগুলার ফুল ফর্ম।


** ম্যাথ এর ক্ষেত্রে নানা রকম এককে মান দেওয়া হয় অনেক সময়। তাই ম্যাথ করার সময় এককের দিকে খেয়াল রাখতে হবে।


** অবশ্যই কোনো প্রশ্নের উত্তর না পারলে তা নিয়ে বসে থেকে সময় নষ্ট করবে না।


** Partial Marking থাকে। তাই কোনো প্রশ্নের উত্তর যতটুকু পারো লেখে আসবে।


// এই সাজেশন বিগত বছরগুলোর রিটেন প্রশ্ন দেখে করা হয়েছে।


১. ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার  ( Safe Use of Laboratory):


সাধারণত প্রশ্ন হয় না।  দিলেও ছোটোখাটো সহজ প্রশ্নগুলো দিতে পারে।


* পরিষ্কারক মিশ্রণ, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, রাইডার ধ্রুবকের ম্যাথ ,কোন সিম্বল কোন ঝুঁকি নির্দেশ করে এগুলো জানা থাকা ভালো।


* টিংচার আয়োডিন কি - একটা কমন প্রশ্ন যা অনেক ভার্সিটির কোশ্চেন ব্যাংকে দেখা যায়।


2️⃣ গুণগত রসায়ন  (Qualitative Chemistry): অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার।


* হাইড্রোজেন বর্ণালী সিরিজ ও তার ম্যাথ।


*কোয়ান্টাম সংখ্যা ও অরবিটালের জ্যামিতিক আকৃতি।


* শিখা পরীক্ষা - HCl কেন ব্যবহার করা হয়, প্রদর্শিত বর্ণ।শনাক্তকরণে বিকারক, সৃষ্ট যৌগের নাম।

* দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের ম্যাথ।


* থিওরির জন্য আউফবাউ, হুন্ড ও পাউলির বর্জন নীতি, জাল নোট শনাক্ত করার মূলনীতি জানা থাকা উচিত।


* সম আয়ন প্রভাব।


* শক্তি বিকিরণ নির্ণয়, ডি ব্রগলির সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে সাধারণত আসে না। তাও চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিক , তাই বাদ দেওয়া উচিত না।

3️⃣ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন (Periodic Properties and Bonding in Elements): ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* এখান থেকে প্রচুর থিওরিটিক্যাল প্রশ্ন সম্ভব।


ইন্টার পরীক্ষার জন্য যেগুলো পড়ানো হয়  ওগুলো জানা মাস্ট।


যেমন: H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন?


* অম্লধর্মী , উভধর্মী অক্সাইড


* রঙিন যৌগ গঠন


* সব পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায় সারণীর ডানে বামে ও উপরে নিচে কেন বাড়ে কমে এবং সেই অনুযায়ী মৌলের ক্রম।


(গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আকার, আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বেশি ইম্পর্ট্যান্ট)


* ক্ষার ধাতু, মৃৎক্ষার, মুদ্রা ধাতু, অবস্থান্তর মৌল।


* সিগমা বন্ড, পাই বন্ড।


* সংকরায়ণ - কেন হয়, কিভাবে হয়, সন্নিবেশ সংখ্যা, যৌগের গঠন আকৃতি।


* ফাজানের নীতি


* প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে ইকোয়েশন হিসাব।

4️⃣ রাসায়নিক পরিবর্তন (Chemical Changes):অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।

* বিক্রিয়ার হারের ম্যাথ।


* সক্রিয়ন শক্তির ম্যাথ (very important)

* সাম্যাবস্থা, লা শাতেলিয়ারের নীতি, তাপমাত্রা চাপ ও ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব।


* ভর ক্রিয়ার সূত্র, Kp and Kc এর ম্যাথ।


* অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবকের (Ka, Kb) ম্যাথ।


* pH, pOH এর ম্যাথ (very important).
* বাফার - সংজ্ঞা, ক্রিয়া কৌশল, ম্যাথ।


* রক্তের pH, স্কিনের pH অনেক সময় থিওরিতে আসে।


* এনথালপির ম্যাথ।


* প্রশমন তাপগুলোর মান।


* সংগঠন তাপের ম্যাথ।

5️⃣ কর্মমুখী রসায়ন (Vocational Chemistry): সাধারণত প্রশ্ন হয় না।


* কিউরিং কি, রাসায়নিক ফুড প্রিজারভেটিভস কত প্রকার, ফরমালিন, কলয়েডের বিস্তারিত বস্তুকণা ও মাধ্যম দিতে পারে।


* প্রস্তুতি গুলোর উপাদান থেকে প্রশ্ন আসতে পারে। মূল উপাদান কোনটা মনে রাখতে হবে।


* গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ভিনেগার প্রস্তুতি।


6️⃣ পরিবেশ রসায়ন (Environmental Chemistry): অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* বয়েলের সূত্র, চার্লসের সূত্র, Avogadro সূত্র, গে লুসাকের সূত্র এবং তাদের ম্যাথ।


* আদর্শ গ্যাস সমীকরণের ম্যাথ (very important).


* ডাল্টন এর আংশিক চাপ সূত্র, আংশিক চাপ ও মোট চাপের ম্যাথ।


* ব্যাপনের ম্যাথ।


* গ্যাসের গতিতত্ত্ব , গতিতত্ত্বের সমীকরণ ও তার ম্যাথ, rms বেগের ম্যাথ।


* এসিড বৃষ্টির বিক্রিয়া।


* লুইস এসিড বেস।


* খরতা নির্ণয়, COD এবং BOD সম্পর্কে ধারণা।


COD, BOD নির্ণয় ইম্পর্ট্যান্ট না। তবুও জানা থাকা ভালো।

7️⃣ জৈব রসায়ন (Organic Chemistry):
অনেক অনেক অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।

এই চ্যাপ্টার যারা ভালো মত পারো তারা পুরো চ্যাপ্টার পড়বে। কারণ IR এবং শেষের গুরুত্ব ছাড়া বাকি সব টপিক ইম্পর্ট্যান্ট।

সাধারণত যা যা আসে:
* নামকরণ একটা  দিতে পারে।
* সমাণুতা ব্যাখা, সমাণু লেখা।
* কার্যকরী মূলক।
* ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল।
* মনোমারের নাম।


* সাধারণত বিক্রিয়ার ক্রিয়া কৌশল লিখতে দেয় না। বিক্রিয়া সম্পূর্ণ করতে দেয় অথবা প্রভাবক লিখতে দেয়। 


* সংকেত লিখতে দেয়। তাই পুরো চ্যাপ্টার এর সব সংকেত পারলে ভালো।

⛔ যারা সব বিক্রিয়া মনে রাখতে পারো না তারা অন্তত সব নামধারী বিক্রিয়া আর তার প্রভাবক মনে রাখার চেষ্টা করবে।

8️⃣ পরিমাণগত রসায়ন (Quantitative Chemistry): ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* মোল, মোলার আয়তন ও আভোগেড্রো সংখ্যা ভিত্তিক ম্যাথ।


* আয়তন, ভর, বিশুদ্ধতা, ভেজাল নির্ণয়ের ম্যাথ।


* নরমালিটি , পিপিএম, শতকরায় ঘনমাত্রা 
হিসাব।


* এসিড বেস প্রশমন বিক্রিয়ার সকল রকমের ম্যাথ।


* জারক বিজারক শনাক্তকরণ।


* জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, বিক্রিয়া পূর্ণ করা এবং সমতা।


* জারণ বিজারণের ম্যাথ।


* নির্দেশকের সংকেত দেয় মাঝে মধ্যে। এছাড়া নির্দেশকের ক্রিয়া কৌশল ও রেঞ্জ একটু দেখে রাখলে ভালো।


* বিয়ার ল্যাম্বার্ট কখনো আসে না। তাও সূত্র দেখে রাখা সেফ।

9️⃣ তড়িৎ রসায়ন (Electro Chemistry):
এটাও ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার।


* ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্র থেকেই বেশি ম্যাথ আসে। তাই এই টপিকের সব সূত্র ও ম্যাথ পারতে হবে।


* কোষ বিক্রিয়া, কোষ বিভব, নার্নস্ট সমীকরণ, pH , দ্রবণ পাত্রে রাখা সম্ভব কিনা নির্নয়ের ম্যাথ।


* যদিও আসে না, তবুও সময় থাকলে গ্যালভানিক কোষ, লেড স্টোরেজ, লিথিয়াম ব্যাটারি, ফুয়েল সেলের শুধু বিক্রিয়া গুলো দেখে রাখা ভালো।

🔟 অর্থনৈতিক রসায়ন (Economical Chemistry): সাধারণত প্রশ্ন আসে না।


* প্রশ্ন হলে বেশির ভাগই শিল্পজাত পণ্যগুলোর কাঁচামাল লিখতে দেয়।


* মাঝে মাঝে সংকেত দেয় বা কাঁচামালের নাম বলে পণ্যের নাম লিখতে দেয়।

আশা করি সবাই ভালো মত প্রিপারেশন নিবে।  সবার জন্য শুভকামনা। ♥️

Raihana Roshni Labonno
Department of Wet Process Engineering
BUTEX 45th batch



Math Preparation

** ম্যাথ দিয়ে আমার মতে সবচেয়ে সহজে নাম্বার তোলা যায়। তাই এই বিষয়ের প্রিপারেশন ভালো করে নেয়া আবশ্যক।


** ম্যাথ এর প্রশ্ন মোটেও কঠিন হয় না। বইয়ের ম্যাথ গুলো পারলেই হবে।


** ম্যাথ এর ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে কম টাইমে অনেক গুলো ম্যাথ করা। কারণ ১০ টা প্রশ্ন থাকলেও প্রায় প্রতিটায় (a) এবং (b) দিয়ে ২ টা করে প্রশ্ন থাকে। তাই একটু দ্রুত ম্যাথ করতে পারলে ভালো। তবে দ্রুত করতে গিয়ে ভুল যেনো না হয়। অ্যাকুরেসি অনেক ইম্পর্ট্যান্ট। সব লিখে সব ভুল হলে কোনো লাভ নেই। কম লিখে ঠিক হওয়া তার চেয়ে ভালো।


** অবশ্যই কোনো ম্যাথ না পারলে সেটা নিয়ে বসে থেকে সময় নষ্ট না করে পরের ম্যাথে চলে যাবে।


** Partial Marking আছে। তাই কোনো ম্যাথ যতটুকু পারো করে রাখবে।


// এই  সাজেশন বিগত বছরগুলোর রিটেন কোশ্চেন দেখে করা।


ম্যাট্রিক্স নির্নায়ক (Matrix-Determinants):

এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন হয় না। হলে বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট গুলো থেকেই হয়।

ভেক্টর (Vector):

সাধারণত প্রশ্ন হয় না।
হলে ডট গুণন , ক্রস গুণন, কোণ নির্ণয় ইম্পর্ট্যান্ট।

সরলরেখা (Straight line):

অবশ্যই প্রশ্ন হয়।
বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। তবে সহজ হয়। বেসিক ভালো থাকলেই পারা সম্ভব। বই এর ম্যাথ গুলো মাস্ট পারতে হবে।

বৃত্ত (Circle):

মাঝে মাঝে প্রশ্ন হয়।
অভিলম্ব রিলেটেড ও সমীকরণ বের করার ম্যাথ গুলো ইম্পর্ট্যান্ট।

বিন্যাস-সমাবেশ (Permutation-Combination):

সাধারণত প্রশ্ন হয়।
ওয়ার্ড এর ম্যাথ, গ্রুপে ভাগ করা, লাইনে দাঁড়ানো এইসব সাধারণ ম্যাথই থাকে।

ত্রিকোণমিতি (Trigonometry):

৯৯% টাইম প্রশ্ন হয়।
বইয়ের ফেমাস ম্যাথ গুলোর মধ্যে দেওয়া হয়
সাধারণত।

ফাংশন (Function):

মাঝে মাঝে প্রশ্ন হয়।
পর্যায়, ইনভারস ফাংশন,gof নিৰ্ণয় , মান নির্ণয়ের মত সাধারণ ম্যাথ থাকে।
যেহেতু ডোমেন রেঞ্জ ফাংশনের একটা বেসিক ব্যাপার, তাই এই বিষয়ে জ্ঞান থাকা ভালো।

অন্তরীকরণ (Differentiation):

অবশ্যই প্রশ্ন হয়, একাধিক প্রশ্ন থাকতে পারে।এই চ্যাপ্টার থেকে অনেক রকম প্রশ্ন করা সম্ভব।
লিমিট, সাধারণ differentiation করা ( ত্রিকোণমিতিক ফাংশনযুক্ত ও পাওয়ার এর গুলো বেশি আসে), গুরুমান লঘুমন - এই টপিক গুলো থেকে বিগত বছরগুলোতে এসেছে।

যোগজীকরণ (Integration):

অবশ্যই অবশ্যই প্রশ্ন হয় এবং বেশিরভাগ সময়
একাধিক প্রশ্ন হয়।
এই চ্যাপ্টার থেকেও অসংখ্য রকমের ম্যাথ আসা সম্ভব। ত্রিকোণমিতিক ফাংশনযুক্ত ইন্টিগ্রেশন ও ক্ষেত্রফলের ম্যাথ গুলো বিগত বছরগুলোয় সবচেয়ে বেশি এসেছে। যেহেতু গতবার ক্ষেত্রফলের ম্যাথ আসেনি, এবার থাকতে পারে।


অনেকেই আছো integration ভয় পাও। তারা অযথা আগে এটা করতে গিয়ে মাথা নষ্ট করবে না।

বাস্তব সংখ্যা (Real Number):

প্রশ্ন হয় না বললেই চলে।
হলে সাধারণত অসমতা দেওয়া হয়।

জটিল সংখ্যা (Complex Number):

মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে হয় না।
মান নির্ণয়, মডুলাস, আর্গুমেন্ট, ছোট প্রমাণ গুলোর মধ্যেই দেয়। সাধারণত বড় প্রমাণ গুলো দেয় না।

যোগাশ্রয়ী প্রোগ্রাম (Linear Programming):

কখনোই প্রশ্ন হয় না।
একবার শুধুমাত্র সমীকরণ গঠন করতে দিয়েছিল।

বহুপদী (Polynomials):

বেশিরভাগ সময় প্রশ্ন হয়।
সাধারণ ম্যাথ গুলো থাকে। যেমন - মূল নির্ণয়, সমীকরণ গঠন। বইয়ের প্রমাণের ম্যাথ গুলোও থাকতে পারে। তবে বেশি পেঁচানো ম্যাথ গুলো দেওয়া হয় না।

দ্বিপদী (Binomials):

এটা থেকেও বেশিরভাগ সময় প্রশ্ন হয়।
সাধারণত 5.1 এর ম্যাথ গুলোই দেওয়া হয়।

কনিক (Conics):

কখনো হয়, কখনো হয় না।
বইয়ের স্ট্যান্ডার্ড ম্যাথ গুলোই থাকে।
  
বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন (Inverse Trigonometric Functions):

মাঝে মাঝে প্রশ্ন হয়।
প্রমাণের ম্যাথ , সমাধান যেকোনোটি থাকতে পারে। তবে সাধারণত বড় ম্যাথ থাকে না।

স্থিতিবিদ্যা (Statics):

অবশ্যই প্রশ্ন হয় , কোনো কোনো সময় একাধিক প্রশ্ন হয়।
বইয়ের ফ্রিকোয়েন্টলি সাজেস্টেড প্রমাণ, রশির টানের ম্যাথ গুলো ইম্পরটেন্ট।

গতি (Motion):

অবশ্যই প্রশ্ন হয় এবং প্রায়ই একাধিক প্রশ্ন হয়।


ফিজিক্স এর মত ম্যাথ গুলো এবং  কমন প্রমাণ গুলো ইম্পর্ট্যান্ট।

বিস্তার পরিমাপ ও সম্ভাবনা (Measures of Dispersions and Probability):


বেশির ভাগ সময় প্রশ্ন হয়।
প্রশ্ন সম্ভাবনা অংশ থেকেই হয়।

আশা করি সবাই ভালো মত প্রিপারেশন নিবে।  সবার জন্য শুভকামনা। ♥️


Raihana Roshni Labonno
Department of Wet Process Engineering
BUTEX 45th batch

কোন মন্তব্য নেই: