টেক্সটাইল মিলের বিজনেস পেমেন্ট | Textile Business Payment - Textile Lab | Textile Learning Blog

টেক্সটাইল মিলের বিজনেস পেমেন্ট | Textile Business Payment

বিজনেস পেমেন্ট


আমাদের একজন বায়ারের একটা অভিজ্ঞতা শুনলাম যেটা মনে হয় একটু সবার জানা উচিৎ ।  আমাদের একজন বায়ার ছিলেন যিনি ফেব্রিক ডাইং করাতেন ।  একদিন তারা ১০ হাজার মিটার ফেব্রিক আসার কথা কিন্ত ১ অপেক্ষায় থাকার পর শুনলাম আসে নি । 

পরে কারন খুজতে গিয়ে দেখলাম যে  সে যার কাছ থেকে ফেব্রিক কিনতো সে টাকা নিয়ে নিয়েছে ।  মুল কারন ছিলো সে মাধবদী থেকে ফেব্রিক আনতো আমাদের নিকট ডাইং করাতো  যার কাছ থেকে কাপড় আনতো তার কাছে তার ৬ লক্ষ টাকা বাকি ছিলো ।  তার রিব স্টপ এর একটা অর্ডার ছিলো সে কাপড় কিনতে দুজনের কাছে যায় একজন  ৮০ টাকা গ্রে চেয়ে ছিলো কিন্ত সে যখন তার আগের সাপ্লাইয়ার এর এর কাছে যায় তখন তাকে সে ৪ টাকা কম রেইট দেয়।  যার খুশিতে সে গদ গদ হয়ে তাকে ৫ লক্ষ টাকা গ্রে কিনতে দেয়  কিন্ত আগের সাপ্লাইয়ার  ৫ লক্ষ নিয়ে তার ফোন অফ করে দেয় এইদিকে অর্ডারের ৩ লক্ষ ছিলো বায়ারের এডভান্সড । এই লোকের পুরাই পথে বসার অবস্থা ।  নানা ভাবে যোগাযোগ করা হলে যে তার ডিউ এডজাস্ট করেছে বলে জানিয়ে দেয় । 

এখানে মোদ্দা কথা যা ছিলো আপনারা কাছে পাওনা  টাকা টাইম মতো পরিশোধ করুন ।  আর ডিউ থাকলে ইমার্জিন্সি কাজে রিক্সে যাবেন না বিকল্প সাপ্লাইয়ার এর কাছে কিনেন ।  ৪ টাকা কম মানে তখন বুঝা উচিৎ ছিলো এটা ফ্রড,  ফেব্রিক +/-১-২ হবে এর বেশি না রেইট।

এদিকে বায়ারকে ১ সাপ্তাহের ভেতরে কাপড় ডেলিভারি দিতে হবে । বিজনেস করলে সব সময় আপনার সাপ্লাইয়ার এর মন খুশি রাখতে হবে তা হলে আপনি বড় অর্ডার পেলে তারা ফেব্রিকের রিক্স নিবে ।  

বিদ্রঃ  লেখাটি এমন ২-৩ জনের অভিজ্ঞতা থেকে না, এর অর্থ এই না যে সাপ্লাইয়ার কে পেমেন্ট না করে সব করা ঠিক হচ্ছে ।  এটা একটা পলিসি যা নতুনদের জানা উচিৎ ।



কোন মন্তব্য নেই: