সাব্জেক্ট রিভিউঃ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং | WPE BUTex - Textile Lab | Textile Learning Blog
Wet Process Engineering Review
Offered From: Department of Wet Process Engineering under Faculty of Textile Chemical Engineering

Number of Seats: 80

Number of Semester: 08 (6 months each)
Total Credit: 166

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অনন্য একটি অংশ। টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অধীনে থাকা এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের টেক্সটাইল ফিল্ডের কেমিক্যাল ইঞ্জিনিয়ারও বলা হয় । টেক্সটাইল এর বেসিক শুরু হয়েছিল রঙ,কাপড়,সুতা দিয়ে। কালক্রমে সেই রঙের জন্যই হয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের কাজ কী?

এক কথায় বললে এই সকল রং বেরঙের পোশাকের পিছনে রয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের শ্রম। সুতা থেকে তৈরি একটি  আঁশটে  রঙের কাপড়কে রঙিন করে তোলাই ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের কাজ। শুনতে খুব সহজ মনে হলেও কাপড়কে রঙিন করা এত সহজ কাজ নয়। অসংখ্য কেমিক্যাল রিএকশন এর মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং , শুনলেই বোঝা যায় এই ইঞ্জিনিয়ারিং এর প্রসেস গুলো আর্দ্র  অবস্থায় করা হয়। ওয়েট প্রসেস গুলোকে মূলত তিনভাগে ভাগ করা যায়। প্রিট্রিটমেন্ট, ডাইং ও প্রিন্টিং , ফিনিশিং । এদের প্রতিটি ধাপে ঘটা রাসায়নিক বিক্রিয়া, ধাপগুলোর সুষ্ঠ পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ করে  ওয়েট প্রসেস ইঞ্জিনিয়াররা।  প্রথমে প্রিট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে ফেব্রিক কে ডাইং এর জন্য প্রস্তুত করা হয়। এরপর ডাইং করার জন্য ফেব্রিক এবং ডাই এর কেমিক্যাল স্ট্রাকচার জানতে হয় এবং তাদের মধ্যে বন্ধন স্থাপনের বিষয়ে বিবেচনা করতে হয়। নির্দিষ্ট তাপমাত্রা, চাপ, পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমে ডাইং সম্পন্ন করা হয়। প্রিন্টিং হলো এক ধরনের লোকালাইজড ডাইং। এর মাধ্যমে একটি নির্দিষ্ট ডিজাইন ফেব্রিকের একটি নির্দিষ্ট স্থানে ফুটিয়ে তোলা হয়। সবশেষে ফিনিশিং । ফিনিশিং প্রসেস নির্ভর করে কনজ্যুমারের চাহিদার উপর। ফেব্রিকের প্রস্থ নিয়ন্ত্রণ, ব্যাক্টেরিয়া সংক্রমণ রোধের জন্য মেডিক্যাল অ্যাপ্রন , মাস্কে অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ দেওয়া, দমককর্মীদের কাপড়ে অগ্নি প্রতিরোধক ফিনিশ দেওয়া - এসবই ফিনিশিং প্রসেসের অন্তর্ভুক্ত।

- ওয়েট প্রসেসে পড়ানোর বিষয়গুলো কী?

ওয়েট প্রসেসে প্রধান সাবজেক্ট হলো কেমিস্ট্রি।বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ভালো জ্ঞানের প্রয়োজন হয় এই ফিল্ডে। তাই পলিমার সাইন্স নিয়ে বিস্তারিত পড়ানো হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের । নানা রকম ডাই এর স্ট্রাকচার ও ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি অন্যান্য পিওর সাবজেক্ট ও কিছু আউট কোর্সও করা হয় যা ইন্ডাস্ট্রিয়াল সাইকলজি , প্রোডাকশন প্ল্যানিং ও  ম্যানেজমেন্ট বিষয়ে ধারণা দেয়।

- উচ্চশিক্ষার সুযোগ কেমন?

এই সেক্টর থেকে পরবর্তীতে MSc এবং PhD  করা যায়। এমনকি U.S.A., GERMANY, JAPAN, SOUTH KOREA , AUSTRALIA, EUROPE, TURKEY, RUSSIA  এর মত দেশগুলো থেকেও এই ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে।

- চাকরির বাজার কেমন ?

বুটেক্সের জন্য চাকরীর বাজার সবসময়ই সুবিধাজনক আর ওয়েট প্রসেসে বর্তমানে  তুলনামূলক ভালো চাকরি ক্ষেত্র কারণ বাংলাদেশে এখন এই মুহুর্তে কোয়ালিটিসম্পন্ন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের চাহিদা বেশি। কনজ্যুমাররা কাপড়ের কোয়ালিটির পাশাপাশি রঙের স্থায়িত্ব এবং ফিনিশিং কে অনেক গুরুত্ব দেন বলে ইদানিং অনেক ছোট থেকে মাঝারি উৎপাদনক্ষম ফ্যাক্টরিগুলোতে ওয়েটের ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে। দেশের গার্মেন্টস গুলোর পাশাপাশি মাল্টিন্যাশনাল কোম্পানির গার্মেন্টস গুলোতেও তারা সফলতার সাথে কাজ করছে। আবার ওয়েট থেকে কেমিক্যাল মার্কেটিং এর মত সম্ভাবনাময় সেক্টরগুলোতেও শিফট করা সম্ভব। এভাবে নিজেদের কাজের মাধ্যমে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়াররা "Department of Glory" কে আরো সাফল্যমণ্ডিত করছে।

Written by :
Raihana Roshni Labonno
Department of Wet Process Engineering
BUTEX - 45th batch

সাব্জেক্ট রিভিউঃ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং | WPE BUTex

Wet Process Engineering Review
Offered From: Department of Wet Process Engineering under Faculty of Textile Chemical Engineering

Number of Seats: 80

Number of Semester: 08 (6 months each)
Total Credit: 166

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অনন্য একটি অংশ। টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অধীনে থাকা এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের টেক্সটাইল ফিল্ডের কেমিক্যাল ইঞ্জিনিয়ারও বলা হয় । টেক্সটাইল এর বেসিক শুরু হয়েছিল রঙ,কাপড়,সুতা দিয়ে। কালক্রমে সেই রঙের জন্যই হয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের কাজ কী?

এক কথায় বললে এই সকল রং বেরঙের পোশাকের পিছনে রয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের শ্রম। সুতা থেকে তৈরি একটি  আঁশটে  রঙের কাপড়কে রঙিন করে তোলাই ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের কাজ। শুনতে খুব সহজ মনে হলেও কাপড়কে রঙিন করা এত সহজ কাজ নয়। অসংখ্য কেমিক্যাল রিএকশন এর মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং , শুনলেই বোঝা যায় এই ইঞ্জিনিয়ারিং এর প্রসেস গুলো আর্দ্র  অবস্থায় করা হয়। ওয়েট প্রসেস গুলোকে মূলত তিনভাগে ভাগ করা যায়। প্রিট্রিটমেন্ট, ডাইং ও প্রিন্টিং , ফিনিশিং । এদের প্রতিটি ধাপে ঘটা রাসায়নিক বিক্রিয়া, ধাপগুলোর সুষ্ঠ পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ করে  ওয়েট প্রসেস ইঞ্জিনিয়াররা।  প্রথমে প্রিট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে ফেব্রিক কে ডাইং এর জন্য প্রস্তুত করা হয়। এরপর ডাইং করার জন্য ফেব্রিক এবং ডাই এর কেমিক্যাল স্ট্রাকচার জানতে হয় এবং তাদের মধ্যে বন্ধন স্থাপনের বিষয়ে বিবেচনা করতে হয়। নির্দিষ্ট তাপমাত্রা, চাপ, পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমে ডাইং সম্পন্ন করা হয়। প্রিন্টিং হলো এক ধরনের লোকালাইজড ডাইং। এর মাধ্যমে একটি নির্দিষ্ট ডিজাইন ফেব্রিকের একটি নির্দিষ্ট স্থানে ফুটিয়ে তোলা হয়। সবশেষে ফিনিশিং । ফিনিশিং প্রসেস নির্ভর করে কনজ্যুমারের চাহিদার উপর। ফেব্রিকের প্রস্থ নিয়ন্ত্রণ, ব্যাক্টেরিয়া সংক্রমণ রোধের জন্য মেডিক্যাল অ্যাপ্রন , মাস্কে অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ দেওয়া, দমককর্মীদের কাপড়ে অগ্নি প্রতিরোধক ফিনিশ দেওয়া - এসবই ফিনিশিং প্রসেসের অন্তর্ভুক্ত।

- ওয়েট প্রসেসে পড়ানোর বিষয়গুলো কী?

ওয়েট প্রসেসে প্রধান সাবজেক্ট হলো কেমিস্ট্রি।বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ভালো জ্ঞানের প্রয়োজন হয় এই ফিল্ডে। তাই পলিমার সাইন্স নিয়ে বিস্তারিত পড়ানো হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের । নানা রকম ডাই এর স্ট্রাকচার ও ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি অন্যান্য পিওর সাবজেক্ট ও কিছু আউট কোর্সও করা হয় যা ইন্ডাস্ট্রিয়াল সাইকলজি , প্রোডাকশন প্ল্যানিং ও  ম্যানেজমেন্ট বিষয়ে ধারণা দেয়।

- উচ্চশিক্ষার সুযোগ কেমন?

এই সেক্টর থেকে পরবর্তীতে MSc এবং PhD  করা যায়। এমনকি U.S.A., GERMANY, JAPAN, SOUTH KOREA , AUSTRALIA, EUROPE, TURKEY, RUSSIA  এর মত দেশগুলো থেকেও এই ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে।

- চাকরির বাজার কেমন ?

বুটেক্সের জন্য চাকরীর বাজার সবসময়ই সুবিধাজনক আর ওয়েট প্রসেসে বর্তমানে  তুলনামূলক ভালো চাকরি ক্ষেত্র কারণ বাংলাদেশে এখন এই মুহুর্তে কোয়ালিটিসম্পন্ন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারদের চাহিদা বেশি। কনজ্যুমাররা কাপড়ের কোয়ালিটির পাশাপাশি রঙের স্থায়িত্ব এবং ফিনিশিং কে অনেক গুরুত্ব দেন বলে ইদানিং অনেক ছোট থেকে মাঝারি উৎপাদনক্ষম ফ্যাক্টরিগুলোতে ওয়েটের ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে। দেশের গার্মেন্টস গুলোর পাশাপাশি মাল্টিন্যাশনাল কোম্পানির গার্মেন্টস গুলোতেও তারা সফলতার সাথে কাজ করছে। আবার ওয়েট থেকে কেমিক্যাল মার্কেটিং এর মত সম্ভাবনাময় সেক্টরগুলোতেও শিফট করা সম্ভব। এভাবে নিজেদের কাজের মাধ্যমে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়াররা "Department of Glory" কে আরো সাফল্যমণ্ডিত করছে।

Written by :
Raihana Roshni Labonno
Department of Wet Process Engineering
BUTEX - 45th batch

কোন মন্তব্য নেই: