Subject review: অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং/Apparel Engineering (AE)
Offered From:
Department of Apparel Engineering
under Faculty of Textile Fashion Design and Apparel Engineering
Number of Seats: 80
Number of Semester: 08 (6 months each)
Total Credit: 164
Apparel Engineering:
Apparel বলতে মূলত তৈরি পোশাক বোঝায়।আমাদের পরিধানের পোশাকের তৈরি থেকে শুরু করে একজন buyer এর কাছে যাওয়া পর্যন্ত কাজগুলো এপারেল ইঞ্জিনিয়ারিং এর কাজ।
Apparel means a small or namental piece of embroidery worn on albs and some other ecclesiastical vesment.
পন্যের যথাযথ উৎপাদনের আধুনিক প্রযুক্তিগত বিদ্যাই হচ্ছে Apparel Engineering ।বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল শিল্প।এই টেক্সটাইল শিল্পের জন্য প্রয়োজন দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও দক্ষ জনশক্তি।
দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরী করার জন্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে টেক্সটাইল বিষয়ক বিভিন্ন সাবজেক্টে শিক্ষা দান করে আসছে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলছে।
Apparel Engineering এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট।বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাবজেক্ট এর গুরুত্ব অনেক।বাংলাদেশ মূলত রেডিমেন্ট গার্মেন্টস (RMG)বিদেশে রপ্তানি করে থাকে।যে জন্য বাংলাদেশে প্রচুর পরিমানে গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে।আর এসব গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর পরিমানে দক্ষ প্রকৌশলীর প্রয়োজন হয়।যার জন্য Apparel Engineering সাবজেক্টটির গুরুত্ব অনেক।
যা যা পড়ানো হয়ঃ
Apparel Engineering এ বিভিন্ন Engineering সাবজেক্ট এর কিছু মৌলিক ধারণা সহ একটি অ্যাপারেল পণ্য শুরু থেকে শেষ ধাপ পর্যন্ত তৈরীর পুরো প্রক্রিয়া পড়ানো হয় এবং বিপনন ব্যবস্থা সহ সকল পদ্ধতি পড়ানো হয়।
Apparel Engineering এর মৌলিক কিছু সাবজেক্ট এর নাম উল্লেখ্য করা হল:
Preparatory Apparel Production Operations
Apparel Manufacturing,Apparel Manufacturing Process
Application of Computer in Apparel Manufacturin
Apparel Finishing Process
Clothing Comfort
Apparel Washing
Dyeing and Printing
Apparel Production Management
Special Apparel Production
Mechanical Engineering
Electrical &Electronics Engineering
Polymer Science
Industrial Attachment
Project Work
এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ানো হয়।
Apparel Engineers দের কাজঃ
Apparel Engineering পোশাক শিল্পের পুরাতন সব ধারণা পাল্টে দিয়েছে।এনেছে নতুনত্বের ছোয়া।এই নতুনত্বের ছোয়ায় ও আধুনিক প্রযুক্তির অগ্রপথিক হচ্ছে Apparel Engineer রা।একটি Apparel পন্যের উৎপাদন শুরু থেকে শেষ পুরো প্রক্রিয়ায় একজন Apparel Engineer কে জানতে হয়।Apparel Engineer দের মূল কাজ শুরু হয় ফেব্রিক তৈরী হওয়ার পর থেকে Complete Garments তৈরী হয়ে বিপনন হওয়া পর্যন্ত। মূলত sampling,fabric spreading,cutting,sewing,washing(if necessary),finishing করা হয় এবং যেই complete garments আমরা পরিধান করি সেটা কাপড় থেকে পুরো ফিনিশিং প্রসেস পর্যন্ত ধাপগুলো এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের কাজ।একটি Apparel ফ্যাক্টরির সকল process পরিচালনার দায়িত্ব বেশির ভাগ সময়ই এই Apparel Engineer রাই নিয়ে থাকে।
জব ও বেতনঃ
.Apparel Engineer দের রয়েছে সুবিশাল জব ক্ষেত্র।
->Apparel Merchandizing and Marketing.
a)Buying House base
b)Industrial Base
->Apparel Supply Chain Management
->Apparel Packing Industry
->Garments Technician
->Apparel CAD CAM specialised
->Apparel Design and Product Management
->Entrepreneurship And Project Management etc.
->আপনি যদি সরকারি চাকরি করতে চান তবে
Ministry of Textile and Jute এর অধীনে বিভিন্ন সেক্টরে চাকরি করতে পারেন।
->এছাড়াও রয়েছে বিভিন্ন Buying House(HNM,ZARA,LEVI STRAUSS &co,J.Cp enney,Adidas.Decathon etc.)
মনযোগ দিয়ে স্মার্ট ভাবে কাজ করতে পারলে পদন্নোতি করা সম্ভব।
বেতনঃ
.এই সেক্টরে বেতন All Average (২০,০০০ থেকে ৪/৫ লাখ) পর্যন্ত হতে পারে।এক্ষেত্রে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে।দক্ষতা আর পরিশ্রমের সাথে কাজ করতে পারলে এই সেক্টরে অনেক ভালো করা সম্ভব।
উচ্চ শিক্ষাঃ
Apparel Engineering থেকেও উচ্চ শিক্ষা গ্রহণ করা যায়। উচ্চ শিক্ষা গ্রহণ এর জন্য যাওয়া যেতে পারে USA,UK,Germany,Australia,Canada,Netherland,China, Korea সহ আরও অন্যান্য দেশ এ।MBA,MBA in Marchendising,MSc করা যায়।বিদেশে গিয়েও নেয়া যায় উচ্চ শিক্ষা PhD গ্রহণ করা যায়,করা যায় গবেষণা। Apparel Engineering থেকে পৃথিবীর অনেক Prestigious research organization গুলাতে research scientist হিসাবেও যোগদান করার সুযোগ রয়েছে!
যেমন NASA,Trutzschler,Centexbel(Belgian Textile Research Centre),Textile Research Centre-Leiden,IFM এর মত Prestigious research organization গুলাতে ! research scientist হিসাবে যে area গুলাতে research করা যেতে পারে তা হচ্ছেঃhigh perfomance Textiles and apparel,Clothing Comfort,protective Textiles,Fire fighter Cloth,sports and Medical wear,Medical Textiles,Millitary Textiles,Nano Technology and electrical Textiles etc.সর্বোপরি Apparel Engineering সাবজেক্টটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফিউচার অনেক প্রশস্ত।
BUTEX এ প্রতিবছর ৮০ জন শিক্ষার্থী Apparel Engineeringএ পড়ার সুযোগ পায় । সুতরাংApparel Engineering বিষয়টির চাহিদা আছে ,থাকবে।
Written By
Sumaiya Tabassum
Tamanna Mustafa Toma
Department of Apparel Engineering
BUTEX - 45th batch
Sumaiya Tabassum
Tamanna Mustafa Toma
Department of Apparel Engineering
BUTEX - 45th batch
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন