Series: Textile Fiber (Part-03)
Topic: Coir Fiber/ Coconut Fiber
Topic: Coir Fiber/ Coconut Fiber
কয়ার ফাইবার নিয়ে যত কথা!!!
কয়ার এক ধরনের বাষ্ট ফাইবার। নারিকেলের সেল এর বাহিরের অংশ দ্বারা যে ফাইবার তৈরি করা হয় তাকে কয়ার ফাইবার বলে। যদিও কয়ার ফাইবার বীজ হতে উৎপওি তথাপি ইহা নারিকেল এর ছাল দ্বারা তৈরি করে বলে ইহাকে বাস্ট ফাইবারও বলা চলে। নারিকেলের ছোবড়া সাধারণত কর্কশ হয়ে থাকে। আশের কর্কশভাব দূর করার জন্য আঁশকে পানিতে ভিজানো হয়। সাধারণত লবন পানি আঁশের কর্কশভাব দূর করার জন্য সব থেকে ভালো উপায়। আঁশকে ভিজিয়ে ইহার মধ্যে একটি ব্যাকটেরিয়াল ক্রিয়ার সৃষ্টি করে আঁশ নরম করে পাকানোর উপযোগী করা হয়।
ফাইবারের নামকরন ও ইতিহাস
Coir শব্দটি Kayar থেকে এসেছে। Kayar শব্দটি দ্রাবিড়ীয় শব্দ যার অর্থ হলো দড়ি(cord)। এই শব্দটি ভারতের মালায়ালাম এবং তামিল ভাষাভাষী লোকজন ব্যবহার করেন। প্রাচীনকাল থেকেই দড়ি এবং কর্ডেজ নারকেল ফাইবার থেকে তৈরি করা হতো । বহু শতাব্দী আগে মালায়া, জাভা, চীন (Malaya, Java, China) এবং আরব উপসাগরে সমুদ্রের যাত্রা করা ভারতীয় নৌচালকরা তাদের জাহাজের দড়ির জন্য কয়ার ব্যবহার করতেন। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর আরব লেখকরা জাহাজের দড়ি এবং জাহাজের পালের জন্য কয়ারের বিস্তৃত ব্যবহারকে উল্লেখ করেছেন।
১৯ শতকের দ্বিতীয়ার্ধের আগে যুক্তরাজ্যের একটি কয়ার শিল্প রেকর্ড করা হয়েছিল। ১৮৪০ এর সময় ক্যাপ্টেন লোগান(Captain Logan)এবং মিঃ থমাস ট্রেলোয়ারের (Mr. Thomas Treloar)সহযোগিতায় ক্যাপ্টেন ওয়াইডলি(Captain Widely) ইংল্যান্ডের লুডগেট হিলে ট্রেলোয়ার অ্যান্ড সন্স নামে পরিচিত কার্পেট ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন, যা মূলত মেঝের বিভিন্ন কার্পেটের কাপড় তৈরি করার জন্য।
প্রধান উৎপাদনকারী দেশসমূহঃ
মোট বিশ্বে কায়ার ফাইবার উৎপাদন হয় 250,000 টন ((250,000 long tons; 280,000 short tons))। ভারত, মূলত পোলাচি এবং কেরালা রাজ্যের উপকূলীয় অঞ্চলে, সাদা কয়র(white coir) ফাইবারের সরবরাহ করে বিশ্বের মোট সরবরাহের 60%। শ্রীলঙ্কা মোট 36% ব্রাউন ফাইবার উত্পাদন করে। বিশ্বজুড়ে প্রতিবছর উত্পাদিত কয়ুর ফাইবারের 50% এর বেশি উত্পন্ন হয় মূলত ভারতবর্ষের দেশগুলিতে। প্রতি বছর ভারত এবং শ্রীলঙ্কা উত্পাদিত 90% কয়ার উত্পাদন করে। শ্রীলঙ্কা কায়ার ফাইবার এবং কায়ার ফাইবার ভিত্তিক পণ্যগুলির বৃহত্তম রফতানিকারক দেশ হিসাবে পরিচিত।
কয়ার ফাইবার উৎপাদনে বাংলাদেশের অবস্থানঃ
ভারত ও শ্রীলঙ্কার সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশেও নারিকেল বা কয়ার ফাইবারের উৎপাদন শুরু হয়েছে। ন্যাচারাল ফাইবার নামের প্রতিষ্ঠানটি বাগেরহাটের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে ‘কয়ার ফেল্ট’ (ম্যাট্রেস তৈরির কাঁচামাল) তৈরি করে আসছে। তখন বাগেরহাট বিসিক নগরীতে পরীক্ষামূলকভাবে এবং ২০০৭ সালে পূর্ণাঙ্গ উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। বর্তমানে এ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে যাচ্ছে। এর মধ্যে ম্যাট, পাপোশ, কয়ের টেপ, উইড কন্ট্রোল ম্যাট, কয়ের শিট, কয়ের পট, হ্যাংগিং বাসকেট, লিনার বাসকেট, কয়ের ফিল্ট, সিড জার্মিনেশন পট অন্যতম।
কয়ারের প্রকারভেদঃ
সাধারণত দুই ধরণের নারকেল ফাইবার থাকে। এই ধরণের ফাইবারকে বয়স ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়।
১। ব্রাউন ফাইবার(Brown fiber): পরিপক্ক নারকেল থেকে ব্রাউন ফাইবার তৈরি করা হয়। ব্রাউন ফাইবারগুলি মোটা, শক্তিশালী এবং উচ্চ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ হয়।
২। হোয়াইট ফাইবার(White fiber): অপরিণত নারকেল থেকে হোয়াইট ফাইবার তৈরি করা হয়। হোয়াইট ফাইবারগুলি মসৃণ এবং সূক্ষ্ম।
নারিকেলের উপাদান সমূহঃ
১। ছোবড়া (Husk)
(ক) আঁশ (Fiber) - ২২%
(খ) পিথ (Pith) - ১৬%
(ক) আঁশ (Fiber) - ২২%
(খ) পিথ (Pith) - ১৬%
২। শাঁস (Kernel) - ৩০%
৩। মালা (Shell) - ১৪%
৪। পানি (Water) - ১৮%
ছোবড়া (Husk)
ছোবড়া হতে পিটিয়ে পিথ আলাদা করে আঁশ বের করা হয়। এ আঁশই টেক্সটাইল ফাইবার হিসেবে ব্যবহার করা হয়।
ছোবড়া হতে পিটিয়ে পিথ আলাদা করে আঁশ বের করা হয়। এ আঁশই টেক্সটাইল ফাইবার হিসেবে ব্যবহার করা হয়।
শাঁস (Kernel)
শুঁকনো শাঁস হতে তেল প্রস্তুত করা হয়। শাঁস একটি সুস্বাদু খাবার। শাঁস দ্বারা নানা ধরনের মনোমুগ্ধকার খাবার তৈরি করা হয়।
শুঁকনো শাঁস হতে তেল প্রস্তুত করা হয়। শাঁস একটি সুস্বাদু খাবার। শাঁস দ্বারা নানা ধরনের মনোমুগ্ধকার খাবার তৈরি করা হয়।
মালা (Shell)
নারিকেলের মালা হতে বিভিন্ন কুটির শিল্পের সামগ্রী যেমন বোতাম, বাসন, হুক্কা ইত্যাদি তৈরি করা হয়।
নারিকেলের মালা হতে বিভিন্ন কুটির শিল্পের সামগ্রী যেমন বোতাম, বাসন, হুক্কা ইত্যাদি তৈরি করা হয়।
পানি (Water)
কচি ডাবের পানি চমৎকার পুষ্টিকর পানীয়।
কচি ডাবের পানি চমৎকার পুষ্টিকর পানীয়।
নারকেল ফাইবারের বাণিজ্যিক নাম:
Bristle fiber: long fibers.
Mattress fiber: short fibers.
Decorticated fibers: mixed fibers.
কয়ার ফাইবারের রাসায়নিক উপাদান:
Lignin…………….............……….45.84%
Cellulose…………...........……….43.44%
Hemi-Cellulose……………...............00.25%
Pectin’s and related Compound…….03.00%
Water soluble……………........................05.25%
Ash……………………..............................02.22%
Lignin…………….............……….45.84%
Cellulose…………...........……….43.44%
Hemi-Cellulose……………...............00.25%
Pectin’s and related Compound…….03.00%
Water soluble……………........................05.25%
Ash……………………..............................02.22%
কয়ার ফাইবারের ভৌত বৈশিষ্ট:
Length in inches………………..6-8
Density (g/cc)………………….1.40
Tenacity (g/Tex)……………….10.0
Breakin elongation%....................30%
Diameter in mm…………………..0.1 to 1.5
Rigidity of Modulus………1.8924 dyne/cm2
Swelling in water (diameter)…………5%
Moisture at 65% RH……………….10.50%
Length in inches………………..6-8
Density (g/cc)………………….1.40
Tenacity (g/Tex)……………….10.0
Breakin elongation%....................30%
Diameter in mm…………………..0.1 to 1.5
Rigidity of Modulus………1.8924 dyne/cm2
Swelling in water (diameter)…………5%
Moisture at 65% RH……………….10.50%
কয়ার ফাইবারের গুনাগুনঃ
১। আঁশ শক্ত খসখসে প্রায় ছয় মাস মিঠা পানি অথবা নদীর পানিতে ভিজানোর পর আঁশ সংগ্রহ করলে কিছুটা নরম হয়।
২। আঁশের রং সাধারণত বাদামী, তবে বেশি পরিপক্ক নারিকেল থেকে আঁশ সংগ্রহ করলে আঁশ বর্ণহীন হয়।
৩। বেসিক এ ক্ষার জাতীয় রং দ্বারা এসিটিক এসিদ সহযোগে গরম পানিতে কম সময় ও ঠান্ডা পানিতে বেশি সময় রং করা সম্ভব। কয়ার ফাইবার কিছুটা উলের মত,তাই রং এর প্রতি আশক্তি রয়েছে তেমন বেসিক ডাই, এসিড ডাই, ডাইরেক্ট ডাই দ্বারা কয়ার ফাইবার রং করা যায়।
কয়ার ফাইবারের ব্যবহারঃ
১। পাপোষ ম্যাট, কার্পেট, দড়ি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
২। কুটির শিল্পের সৌখিন দ্রব্যাদি যেমন- ব্যাগ, পাখা এবং নারিকেলের মালা দিয়ে বোতাম, বাসন। হুক্কা ইত্যাদি তৈরি করা হয়।
৩। সোফা তৈরিতে কয়ার ফাইবার করা হয়।
Any Query:
-Saikat Hossen Shohel
B.Sc.(Hons) In Knitwear Manufacture & Technology (KMT)
E-mail: texbd.shohel@gmail.com
রেফারেন্সঃ
1. https://en.wikipedia.org
2. https://www.sciencedirect.com/topics/engineering/coconut-fiber
3. https://textilelearner.blogspot.com/2015/06/an-overview-of-coconut-coir-fiber.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন