টেক্সটাইল সেড নিয়ে সমস্যা
আমরা বেশিরভাগ সময়ে আমাদের যারা বায়ার QC আছেন তারা প্রায় সেডের সমস্যা হবে বা করেন কিন্ত মুলত যেটা রিয়েলিটি সেটা হচ্ছে কোন কাস্টোমার এর কাছে কি এপ্রুভ সোয়াচ থাকে বা ল্যাব ডিপ থাকে যে সেটা নিয়ে আউটলেটে নিয়ে গিয়ে সেড মিলিয়ে নেন । মোটেই না ক্লায়েন্ট, কঞ্জিউমারের কাছে সেড এতোটা প্রাধান্য পায়না । তারা পার্ট বাই পার্ট সেডিং খোজে, তারা ফেব্রিকের সাইনিং খোজে, ফাস্টনেস খোজে ।
সেড চলে না চললেও এটা কাটিং এ নাস্তার বিনিময়ে সব চলে ।
যে সেড চলে না কিন্ত সেই সেড যখন এপ্রুভ এর জন্য ফরেইন অফিসে পাঠানো হয় তার ৯০% এপ্রুভ হয় কি করে ? আমাদের দেশের রিজেক্ট করা সেড বেশিরভাগ সময়ে এপ্রুভ হয়ে আসে ।
বায়ারের টার্গেট সোয়াচ একটা আইডিয়া মাত্র যা থেকে শুরু হয় ডেভেলপমেন্ট যা ডেলিভারিতে যা হয় তা দেখনে নিজেই সেড চিনতে পারবেন না ।
আপনার সেড রিটার্ন করা মানে আপনি নিজের পায়ে কুড়াল মারা মানে আপনার টাইম কিল করা । আপনার রিটার্ন করা সেড রিপ্রসেস এর কারনে প্রথমে টিয়ার টেনসাইল, ব্লাস্টিং সহ অনেক প্রোপার্টি কমে যাবে , কাপড়ের টপিং দিলে এর সাইনিং কমে যাবে । ফেব্রিক প্রসেস লস হবে ।
অনেক বুদ্ধিমান সাপ্লাইয়ার আছেন যারা প্রথম বারে যা সেড এসেছে তা সাবমিট করে দেন অনেক মার্চেন্ডাইজার আছেন যারা এপ্রুভ করে দেন অনেক নতুন হলে রিক্স নেন না রিপ্রসেস করতে বলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন