প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন এটা কুইজ টাইপের গেইম যেটাতে আপনাকে দুটা পিকচারের ভেতরের কম্পারিজম আর চেইঞ্জ গুলি খুজে বের করতে হয় ।
যারা অল ওভার প্রিন্টিং বা প্রিন্টিং এ জব করেন তাদের কে বলবো এই গেইমটি বেশি করে খেলার জন্য এতে আপনার একটু স্কিল বাড়াতে হবে
অল ওভার প্রিন্টিং এ আপনার স্টেন্ডার্ড বা এপ্রুভ সোয়াচের সাথে প্রডাকশন এর প্রতিটি রিপিট মিলিয়ে দেখা লাগে যেমন ফিগারের সাইজ, ডিজাইন আউট, সেড, ফ্লাশিং গুলি চেক করা লাগে।
এক্ষত্রে আপনার কম্পারেজিন IQ ভালো হতে হবে তাতে করে আপনি তুলনা করে ভুল ক্রুটি গুলি খুযে বের করতে পারবেন ।
আশাকরি এমন গেইম গুলি আপনাদের টেকনিক্যাল স্কিল বাড়াতে হেল্প করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন