টেক্সটাইলে কারো বেতন বাড়ানোর সুপারিশ করার সুবিধা অসুবিধা - Textile Lab | Textile Learning Blog
বেতন বাড়ানোর সুপারিশ

ফেক্টরিরতে অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যে আমাদের অনেককেই বেতন বাড়ানোর সুপারিশ করা লাগে । আপনি একটা বিষয় খেয়াল কতকে দেখবেন কাওকে রিজাইন দিতে হলে তার আশেপাশের ৪-৫ জন তার জন্য সুপারিশ করতে থাকে ।  আপনি যদি তাদের কথায় ধরেন সবাইকে ধরে করে দিলেন ।

এর ১ মাস বা কিছুদিনের মাথায় দেখবেন আরো কিছু রিজাইন যারা পারিবারিক সমস্যা সহ আরো কতো হাম তাম । এক্ষত্রে  আপনি নিজে বিপদে পড়ে যাবেন।  তখন তারা আপনার সামনে ওই রেকর্ড টেনে আনবে তারা।

আপনাদের যারা নতুন জবে ঢুকুছেন তাদের উচিৎ হবে সে সুপারিশ না করা বরং যার সমস্যা সরাসরি তাকে অথোরিটির সাথে কথা বলতে বলবেন ।  আপনারা এর রিক্সে যাবেন না ।  না হয় পরে ছেলেদের চাপ সামলাতে পারবেন না ।



টেক্সটাইলে কারো বেতন বাড়ানোর সুপারিশ করার সুবিধা অসুবিধা

বেতন বাড়ানোর সুপারিশ

ফেক্টরিরতে অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যে আমাদের অনেককেই বেতন বাড়ানোর সুপারিশ করা লাগে । আপনি একটা বিষয় খেয়াল কতকে দেখবেন কাওকে রিজাইন দিতে হলে তার আশেপাশের ৪-৫ জন তার জন্য সুপারিশ করতে থাকে ।  আপনি যদি তাদের কথায় ধরেন সবাইকে ধরে করে দিলেন ।

এর ১ মাস বা কিছুদিনের মাথায় দেখবেন আরো কিছু রিজাইন যারা পারিবারিক সমস্যা সহ আরো কতো হাম তাম । এক্ষত্রে  আপনি নিজে বিপদে পড়ে যাবেন।  তখন তারা আপনার সামনে ওই রেকর্ড টেনে আনবে তারা।

আপনাদের যারা নতুন জবে ঢুকুছেন তাদের উচিৎ হবে সে সুপারিশ না করা বরং যার সমস্যা সরাসরি তাকে অথোরিটির সাথে কথা বলতে বলবেন ।  আপনারা এর রিক্সে যাবেন না ।  না হয় পরে ছেলেদের চাপ সামলাতে পারবেন না ।



কোন মন্তব্য নেই: