প্রোগ্রাম ব্যাক আপ রাখা
রিসেন্ট আমাদের মেশিন নিয়ে একটা বাজে অভিজ্ঞতা হয় সেটা হচ্ছে আমাদের কোল্ড প্যাড ব্যাচ মেশিন টা ছিলো Kuster জার্মানির যা আজ থাকে ৫-৬ বছর আগে তা আরেক জার্মান Benninger এর কাছে যার ফলে মুলত আর Kuster এর অস্তিত্ব নেই । আমাদের রিসেন্ট সফটওয়্যার এ একটা সমস্যা ছিলো যার ফলে মেশিন ৮-১০ দিন বসা ছিলো মেশিন । এর ফল্ট ধরা যাচ্ছিলো না ম্যানুয়ালি যার জন্য সফটওয়্যার এর চেক করা জরুরী ছিলো ।
মুলত মেশিনের সুব গুলি পার্টস গুলি বা হার্ডওয়্যার এবং সফটওয়্যার অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম তৈরী করে আলাদা কোম্পানি । যার ফলে মেশিনে ফল্ট করলে এটাকে ওয়াইফাই কানেক্ট করে অরিজিন কান্ট্রি থেকে ম্যানুফেকচারিং কোম্পানি হেভলুক এটাকে একসেস করে ঠিক করেন ।
এর বিকল্প যে ব্যাবস্থা সেটা হচ্ছে প্রতিটি প্রোগ্রাম কে ব্যাকয়াপ করে রেখে দেয়া যাতে হার্ডওয়্যার ঠিক করা গেলে যাতে আগের ব্যাকয়াপ সফটওয়্যার দিয়ে মেশিন রান করা যায় । না হয় আপনাকে অনেক পরিমাণ টাকা খরচে সাপ্লাইয়ার এনে মেশিন প্রোগ্রাম ঠিক করতে হবে আর কম খরচে করাতে চাইলে লোকাল এক্সপার্ট দের আগের ব্যাকয়াপ সফটওয়্যার দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন ।
হার্ডওয়্যার আপনি পেলে আপনি প্রোগ্রাম ইন্সটল করে নিতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন