টেক্সটাইল মেশিননারি ফ্লোর পরিস্কারে মালিকের ভুমিকা - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মেশিন পরিস্কার মালিকের ভুমিকা


বেশ কিছুদিন আগের একটা অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে আমাদের ফ্লোর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের , আমাদের দির্ঘ দিনের ময়লা জমে ছিলো ফ্লোর নরমালি এগুলি ফেক্টরি গুলিতে পরিস্কার করা হয়না তেমন হয়তো বায়ার আসলে বা এমডি আসলে পরিস্কার করা হয় ।  তারপরো ১০০% ক্লিন করে ঢেকে রাখা হয়, ডিপ ক্লিন করা হয়না । 

বিশেষ করে প্রডাকশন জবের পর ফ্লোর ১০০% ক্লিন রাখা যায় না , কিছু ডাস্ট রেগুলার জমে ।  চাইলেও প্রডাকশন এর চাপে এসব করানো যায় না ।  ছেলেদের এসব তেমন করতে বলেন না প্রডাকশন এর লোকজন অনেক সময় এক মেশিন ক্লিন করতে গেলে অন্য মেশিনে ধুলা পড়ে বিধায় অনেকে তাও ক্লিন করেন না ।

এমডি স্যার রা ফ্লোরে আসলে তারা একা আসেন না তাদের সাথে এতো লোকজন আর প্রোটকল থাকে যে তাদের সব খানে যাবার দেখার সুযোগ ঠিক মতো দেখার সুযোগ হয়না ।

একদিন আমাদের ডিরেক্টর স্যার আসলেন ফ্লোরের কোনায় কোনায়  গেলেন একটা কাপড়ের টুকরো থেকে ইট থেকে একটা কাগজের টুকরো , পুরান ড্রাম থেকে শুরু করে কিছুই বাদ গেলো না, সব কিছু ব্যাপারে ধরলেন ।  সব এডমিন প্রডাকশন এক করে ফেলে এক ধার থেকে  টেকনিকালি বকা শুরু  করলেন ।
নিজেই ফ্লোর পরিস্কার করালেন যতো ময়লা থাকলে সব সরে গেলো কোন ময়লা নাই , এমন কোন মেশিনের চিপা নাই যে তিনি যাননি৷।

ফলশ্রুতিতে একটা কাজ ভালো ভাবেই হয়েছে যে নরমালি ছেলেদের দিয়ে পরিস্কার সহজে করানো যায়না তারা ভয়ে পরিস্কার শুরু করলো তাদের আর বলা লাগেনি, এডমিন ক্লিনার দিয়ে পরিস্কার শুরু করালেন তারা ১০০% ফলোয়াপ শুরু করলেন ।

অনেক প্লেইস আছে যেখানে সিভিল অনেক কাজ করাতে অনুমোদন লাগে  মালিকের ।  কিন্ত অনেকে ভয়ে বলে না  মালিককে যার ফলে মালিকের নজর থাকে না সে সব বিষয়ে ।

স্যার একদিনের আল্টিমেটার দিয়েছিলেন পরের দিনের আগেই সব ক্লিন, সবার আলোচনার মুল বিষয় সুন্দর পরিবেশ । কাজ করতে ভালো লাগছিলো বেশি ।  বছরের পর বছরের ময়লা, পুরাতন কাপড় , ক্যামিকেলের ড্রাম, পার্টস, স্ক্রেপ সব সরে গেলো ফ্লোর থেকে ।  মালিক এর ভুমিকা ছাড়া এটা ১০০% ক্লিন সম্ভব না৷।



Pic for Attention

টেক্সটাইল মেশিননারি ফ্লোর পরিস্কারে মালিকের ভুমিকা

টেক্সটাইল মেশিন পরিস্কার মালিকের ভুমিকা


বেশ কিছুদিন আগের একটা অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে আমাদের ফ্লোর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের , আমাদের দির্ঘ দিনের ময়লা জমে ছিলো ফ্লোর নরমালি এগুলি ফেক্টরি গুলিতে পরিস্কার করা হয়না তেমন হয়তো বায়ার আসলে বা এমডি আসলে পরিস্কার করা হয় ।  তারপরো ১০০% ক্লিন করে ঢেকে রাখা হয়, ডিপ ক্লিন করা হয়না । 

বিশেষ করে প্রডাকশন জবের পর ফ্লোর ১০০% ক্লিন রাখা যায় না , কিছু ডাস্ট রেগুলার জমে ।  চাইলেও প্রডাকশন এর চাপে এসব করানো যায় না ।  ছেলেদের এসব তেমন করতে বলেন না প্রডাকশন এর লোকজন অনেক সময় এক মেশিন ক্লিন করতে গেলে অন্য মেশিনে ধুলা পড়ে বিধায় অনেকে তাও ক্লিন করেন না ।

এমডি স্যার রা ফ্লোরে আসলে তারা একা আসেন না তাদের সাথে এতো লোকজন আর প্রোটকল থাকে যে তাদের সব খানে যাবার দেখার সুযোগ ঠিক মতো দেখার সুযোগ হয়না ।

একদিন আমাদের ডিরেক্টর স্যার আসলেন ফ্লোরের কোনায় কোনায়  গেলেন একটা কাপড়ের টুকরো থেকে ইট থেকে একটা কাগজের টুকরো , পুরান ড্রাম থেকে শুরু করে কিছুই বাদ গেলো না, সব কিছু ব্যাপারে ধরলেন ।  সব এডমিন প্রডাকশন এক করে ফেলে এক ধার থেকে  টেকনিকালি বকা শুরু  করলেন ।
নিজেই ফ্লোর পরিস্কার করালেন যতো ময়লা থাকলে সব সরে গেলো কোন ময়লা নাই , এমন কোন মেশিনের চিপা নাই যে তিনি যাননি৷।

ফলশ্রুতিতে একটা কাজ ভালো ভাবেই হয়েছে যে নরমালি ছেলেদের দিয়ে পরিস্কার সহজে করানো যায়না তারা ভয়ে পরিস্কার শুরু করলো তাদের আর বলা লাগেনি, এডমিন ক্লিনার দিয়ে পরিস্কার শুরু করালেন তারা ১০০% ফলোয়াপ শুরু করলেন ।

অনেক প্লেইস আছে যেখানে সিভিল অনেক কাজ করাতে অনুমোদন লাগে  মালিকের ।  কিন্ত অনেকে ভয়ে বলে না  মালিককে যার ফলে মালিকের নজর থাকে না সে সব বিষয়ে ।

স্যার একদিনের আল্টিমেটার দিয়েছিলেন পরের দিনের আগেই সব ক্লিন, সবার আলোচনার মুল বিষয় সুন্দর পরিবেশ । কাজ করতে ভালো লাগছিলো বেশি ।  বছরের পর বছরের ময়লা, পুরাতন কাপড় , ক্যামিকেলের ড্রাম, পার্টস, স্ক্রেপ সব সরে গেলো ফ্লোর থেকে ।  মালিক এর ভুমিকা ছাড়া এটা ১০০% ক্লিন সম্ভব না৷।



Pic for Attention

কোন মন্তব্য নেই: