Textile বেসিক বাড়াতে Diploma in Textile বইয়ের কার্যকারীতা - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেকেই একটা কমন প্রশ্ন করে থাকেন যে, ভাইয়া বেসিক কিভাবে বাড়াবো ?

তাদের জন্য একটা ছোট সাজেশন দিতে পারি , তার আগে কিছু কথা আমারা বলে নেই সে গুলি হচ্ছে প্রথমত ইংরেজি  আমাদের  মাতৃভাষা না যার হবে আমরা এতে যাই পড়ি তার ৫০% আমাদের মাথায় থাকে আর ৫০% থাকে না বিশেষ করা যারা বিএসসি পড়ছে তাদের মিডিয়া ইংরেজি ।

সব ইউনিভার্সিটির কথা বলছি না কিছু ইউনিভার্সিটির স্টুডেন্টদের ইংরেজির দুর্বলতা দেখেছি খুব এরা কোন ক্রমেই সেমিস্টার পার করে চলে ।  আল্টিমেটলি তাদের যদি জিজ্ঞাসা করা হয় ফাইনালে তারা কি কি পড়েছেন, মনে হয় না তার ৩০% মনে আছে তাদের ।

যাই হোক আপনাদের যদি ইগো সমস্যা না থাকে তবে আপনাদের একটা সাজেশন দেই যেটা স্টুডেন্ট লাইফে নিজে ফলো করেছি ।

আপনাদের যদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কোন ফ্রেন্ড থাকে তবে তার কাছ থেকে সব টেক্সটাইল রিলেটেড ডিপার্টমেন্টাল বই গুলি কালেকশন করে নিন  বই পড়তে ৪ বছরের মনে হয়না ১০-১৫ দিন লাগবে  ।

অথবা নীলক্ষেতে আপনারা বই গুলি কিনতে পারেন পরে অবশ্য ফেরত দিয়ে অন্যবইয়ের সাথে মুল্য সমন্নয় করে নিতে পারেন ।

বা ইউনিভার্সিটির লাইব্রেরিতে অন্তত একটা সেট ডিপ্লোমার বই থাকা উচিৎ  যাতে স্টুডেন্টরা অনুবাদ আকারে  বই গুলি পড়ে নিতে পারে ।

উপকারীতাঃ
আপনি বাংলায় পড়ার কারনে আপনার সব গুলি বিষয় অনেক ভালো করে আপনার মাথায় ঢুকে যাবে ।  এতে আপনার একটা ছোট সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনার টার্মস গুলি কিছু না মিলতে পারে , সমস্যা নেই আপনি BSc এর বইয়ে যা পড়েছেন তার সাথে সমন্নয় করে নিতে পারেন ।

আমরা স্টুডেন্ট লাইফে একদিনে রাকিব হাসান, মাসুদ রানার গয়েন্দা সিরিজের বই গুলি শেষ দিতাম আগ্রহ নিয়ে ।  ডিপ্লোমার বই গুলি প্রায় সেইম সাইজের তাই মনে হয়না খুব বেশি দিন লাগবে শেষ দিতে ।

এটা যদি আপনি কম্পলিট করে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার বেসিক নিয়ে চিন্তা করতে হবে না ।  আর যদি আপনার ইগো সমস্যা থাকে কেনো বিএসসি পড়ে ডিপ্লোমার বই পড়বো !!!  ইংলিশ কি কম বুঝি !!! তবে কিছু বলার নাই । পরিশেষে একটা কথা বলবো বইতো বই এতে জানার শেষ নেই হোক বিএসসি হোক ডিপ্লোমা জিনিষ তো টেক্সটাইল ই । ফারাক শুধু বাংলা ইংরেজিতে ।

বিদ্রঃ
স্টুডেন্ট লাইফে দুই বন্ধু SSC দিয়ে ডিপ্লোমা শুরু করে তার সাথে থাকতে তার বই দেখতে দেখতে যখন নিজে HSC  এর পর বিএসসি শুরু করি তখন টার্মস গুলি সব পুরাতন লাগছিলো ।  তখন বিএসসিতে আরো নতুন কিছু জানার আগ্রহ হতো  ।


এটা একটা ব্যাক্তিগত মতামত এবং অভিজ্ঞতা লব্ধ পরামর্শ দেয়া ।

Textile বেসিক বাড়াতে Diploma in Textile বইয়ের কার্যকারীতা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেকেই একটা কমন প্রশ্ন করে থাকেন যে, ভাইয়া বেসিক কিভাবে বাড়াবো ?

তাদের জন্য একটা ছোট সাজেশন দিতে পারি , তার আগে কিছু কথা আমারা বলে নেই সে গুলি হচ্ছে প্রথমত ইংরেজি  আমাদের  মাতৃভাষা না যার হবে আমরা এতে যাই পড়ি তার ৫০% আমাদের মাথায় থাকে আর ৫০% থাকে না বিশেষ করা যারা বিএসসি পড়ছে তাদের মিডিয়া ইংরেজি ।

সব ইউনিভার্সিটির কথা বলছি না কিছু ইউনিভার্সিটির স্টুডেন্টদের ইংরেজির দুর্বলতা দেখেছি খুব এরা কোন ক্রমেই সেমিস্টার পার করে চলে ।  আল্টিমেটলি তাদের যদি জিজ্ঞাসা করা হয় ফাইনালে তারা কি কি পড়েছেন, মনে হয় না তার ৩০% মনে আছে তাদের ।

যাই হোক আপনাদের যদি ইগো সমস্যা না থাকে তবে আপনাদের একটা সাজেশন দেই যেটা স্টুডেন্ট লাইফে নিজে ফলো করেছি ।

আপনাদের যদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কোন ফ্রেন্ড থাকে তবে তার কাছ থেকে সব টেক্সটাইল রিলেটেড ডিপার্টমেন্টাল বই গুলি কালেকশন করে নিন  বই পড়তে ৪ বছরের মনে হয়না ১০-১৫ দিন লাগবে  ।

অথবা নীলক্ষেতে আপনারা বই গুলি কিনতে পারেন পরে অবশ্য ফেরত দিয়ে অন্যবইয়ের সাথে মুল্য সমন্নয় করে নিতে পারেন ।

বা ইউনিভার্সিটির লাইব্রেরিতে অন্তত একটা সেট ডিপ্লোমার বই থাকা উচিৎ  যাতে স্টুডেন্টরা অনুবাদ আকারে  বই গুলি পড়ে নিতে পারে ।

উপকারীতাঃ
আপনি বাংলায় পড়ার কারনে আপনার সব গুলি বিষয় অনেক ভালো করে আপনার মাথায় ঢুকে যাবে ।  এতে আপনার একটা ছোট সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনার টার্মস গুলি কিছু না মিলতে পারে , সমস্যা নেই আপনি BSc এর বইয়ে যা পড়েছেন তার সাথে সমন্নয় করে নিতে পারেন ।

আমরা স্টুডেন্ট লাইফে একদিনে রাকিব হাসান, মাসুদ রানার গয়েন্দা সিরিজের বই গুলি শেষ দিতাম আগ্রহ নিয়ে ।  ডিপ্লোমার বই গুলি প্রায় সেইম সাইজের তাই মনে হয়না খুব বেশি দিন লাগবে শেষ দিতে ।

এটা যদি আপনি কম্পলিট করে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার বেসিক নিয়ে চিন্তা করতে হবে না ।  আর যদি আপনার ইগো সমস্যা থাকে কেনো বিএসসি পড়ে ডিপ্লোমার বই পড়বো !!!  ইংলিশ কি কম বুঝি !!! তবে কিছু বলার নাই । পরিশেষে একটা কথা বলবো বইতো বই এতে জানার শেষ নেই হোক বিএসসি হোক ডিপ্লোমা জিনিষ তো টেক্সটাইল ই । ফারাক শুধু বাংলা ইংরেজিতে ।

বিদ্রঃ
স্টুডেন্ট লাইফে দুই বন্ধু SSC দিয়ে ডিপ্লোমা শুরু করে তার সাথে থাকতে তার বই দেখতে দেখতে যখন নিজে HSC  এর পর বিএসসি শুরু করি তখন টার্মস গুলি সব পুরাতন লাগছিলো ।  তখন বিএসসিতে আরো নতুন কিছু জানার আগ্রহ হতো  ।


এটা একটা ব্যাক্তিগত মতামত এবং অভিজ্ঞতা লব্ধ পরামর্শ দেয়া ।

৩টি মন্তব্য:

ehasan বলেছেন...

ডিপ্লোমা কোর্সের এসব বইয়ের ধারাবাহিক সিলেবাস দিলে ভাল হত । সেই সাথে অনুগ্রহ পূর্বক জানাবেন কি, ডিপ্লোমা কোর্সের বইগুলির Pdf ফাইল পাওয়া যাবে কি না । ধন্যবাদ

Unknown বলেছেন...

waiting for pdf.....

নামহীন বলেছেন...

বইগুলোর নাম দিয়ে দিলে ভালো হতো ভাইয়া....