টেক্সটাইল ফ্রেশারদের উদ্দেশ্যে | For Textile Fresher Engineer - Textile Lab | Textile Learning Blog
ফ্রেশারদের উদ্দেশ্যে

ফ্রেশার মানে জুনিয়র মনে রাখতে হবে. সুতরাং অচেনা পরিবেশে সব সময় সাবধানে চলাচল করতে হবে কারণ আপনার ভুল ধরার জন্য অনেকেই থাকবে।

অপারেটর, সুপারভাইজার, কন্ট্রোলার,লাইন চীপও আপনাকে হয়রানির চেষ্টা করবে।

প্রায় সব অফিসে  পলিটিক্স চলে। আর এই বিষয় টি মাথায় নিয়ে সাবধানে চলাচল করা ভালো।

অপারেটর দের সাথে সব সময় ভালো ব্যবহার ও সু-সম্পর্ক তৈরি করতে হবে।

অতিসরল হওয়া যাবে না কারণ সকলেই আপনাকে বোকা মনে করবে,টেকনিক্যাল নলেজ ব্যবহার করতে হবে।

বইয়ের পড়া আর ফ্যাক্টরির কাজ এক নয়. যা শিখবেন সঠিক ভাবে শিখবেন। আপনি যতক্ষণ পর্যন্ত কাজের দক্ষতা অর্জন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ভাব নেওয়ার প্রয়োজন নেই।


লেখার শুরুতে ফ্রেশার মানে জুনিয়র কেন বললাম জানেন ?

কারণ আপনার ডিপার্টমেন্ট এ আপনি সবার ছোট(অদক্ষ)। 

রাগিং কিংবা অন্যান্য বিষয় আপনার জন্য অপেক্ষা করবে যা অনেক ফ্রেশার সয্য না করে চাকরি ছেড়ে দেয় কিংবা জব পরিবর্তন করার চিন্তা করে।

হতাশ হবার কিছু নেই। পরিস্থিতির মোকাবেলা করূন, সমাধান করার চেষ্টা করূন।আপনি যদি চিন্তা করেন যে, এই চাকুরীটা ছেড়ে দিয়ে নির্ভেজাল একটি প্রতিষ্ঠানে জব করবেন, তাহলে আপনি ভূল করলেন।কেননা এমন কোন প্রতিষ্ঠান খুজে পাবেননা যেখানে কোন ভেজাল অথবা রাজনীতি নেই। সুতারাং ১ম প্রতিষ্ঠানে টিকে গেছেনতো তবে প্রতিটি প্রতিষ্ঠানে টিকে যাবেন। পরিস্থিতি মোকাবেলা না করে অল্প সময়ের ব্যবধানে বারবার জব পরিবর্তন করলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে।অতপর চাকুরীতে আর মন বসবেনা। যেখানে কাজের চাপ যত বেশী অথবা কাজের চাপ যত বেশি নিতে পারেন,সেখানে আপনার ক্যারিয়ারের দ্রুত উন্নতি হবে।

নতুন জবে নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে এবং সমাধান করার চেষ্টা নিজেকেই করতে হবে.
কেউ আপনাকে কাজ শিখাবে না,কেউ আপনার ভালো চাইবে না। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নিজের কাজ নিজেই করতে হবে,চেষ্টা করতে হবে।

ফাঁকি বাজি করবেননা। ১ম চাকুরিতে কাজ শেখার সুযোগ বেশী থাকে, যেহেতু ম্যানেজমেন্ট জানে আপনি ফ্রেশার। ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক তৈরী করতে হবে। ম্যানেজমেন্টেকে আপনার দক্ষতা প্রতিনিয়ত কথায় ও কাজে তুলে ধরার চেষ্টা করবেন।যার ফলে আপনার বিপক্ষের লোকজনদের মোকাবেলা করা সহজ হবে।




পরিশেষে বলবো নতুন চাকুরী নিশ্চিত না করে পুরাতন চাকুরী কখনো ছাড়বেন না।
এগিয়ে যাও ফ্রেশার হতাশা নয়,আপনার অপেক্ষায় বাংলাদেশ।

লেখকঃ
ইঞ্জিঃ মোহাম্মদ শফিউল আলম
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)
২য় ব্যাচ
job

টেক্সটাইল ফ্রেশারদের উদ্দেশ্যে | For Textile Fresher Engineer

ফ্রেশারদের উদ্দেশ্যে

ফ্রেশার মানে জুনিয়র মনে রাখতে হবে. সুতরাং অচেনা পরিবেশে সব সময় সাবধানে চলাচল করতে হবে কারণ আপনার ভুল ধরার জন্য অনেকেই থাকবে।

অপারেটর, সুপারভাইজার, কন্ট্রোলার,লাইন চীপও আপনাকে হয়রানির চেষ্টা করবে।

প্রায় সব অফিসে  পলিটিক্স চলে। আর এই বিষয় টি মাথায় নিয়ে সাবধানে চলাচল করা ভালো।

অপারেটর দের সাথে সব সময় ভালো ব্যবহার ও সু-সম্পর্ক তৈরি করতে হবে।

অতিসরল হওয়া যাবে না কারণ সকলেই আপনাকে বোকা মনে করবে,টেকনিক্যাল নলেজ ব্যবহার করতে হবে।

বইয়ের পড়া আর ফ্যাক্টরির কাজ এক নয়. যা শিখবেন সঠিক ভাবে শিখবেন। আপনি যতক্ষণ পর্যন্ত কাজের দক্ষতা অর্জন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ভাব নেওয়ার প্রয়োজন নেই।


লেখার শুরুতে ফ্রেশার মানে জুনিয়র কেন বললাম জানেন ?

কারণ আপনার ডিপার্টমেন্ট এ আপনি সবার ছোট(অদক্ষ)। 

রাগিং কিংবা অন্যান্য বিষয় আপনার জন্য অপেক্ষা করবে যা অনেক ফ্রেশার সয্য না করে চাকরি ছেড়ে দেয় কিংবা জব পরিবর্তন করার চিন্তা করে।

হতাশ হবার কিছু নেই। পরিস্থিতির মোকাবেলা করূন, সমাধান করার চেষ্টা করূন।আপনি যদি চিন্তা করেন যে, এই চাকুরীটা ছেড়ে দিয়ে নির্ভেজাল একটি প্রতিষ্ঠানে জব করবেন, তাহলে আপনি ভূল করলেন।কেননা এমন কোন প্রতিষ্ঠান খুজে পাবেননা যেখানে কোন ভেজাল অথবা রাজনীতি নেই। সুতারাং ১ম প্রতিষ্ঠানে টিকে গেছেনতো তবে প্রতিটি প্রতিষ্ঠানে টিকে যাবেন। পরিস্থিতি মোকাবেলা না করে অল্প সময়ের ব্যবধানে বারবার জব পরিবর্তন করলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে।অতপর চাকুরীতে আর মন বসবেনা। যেখানে কাজের চাপ যত বেশী অথবা কাজের চাপ যত বেশি নিতে পারেন,সেখানে আপনার ক্যারিয়ারের দ্রুত উন্নতি হবে।

নতুন জবে নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে এবং সমাধান করার চেষ্টা নিজেকেই করতে হবে.
কেউ আপনাকে কাজ শিখাবে না,কেউ আপনার ভালো চাইবে না। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নিজের কাজ নিজেই করতে হবে,চেষ্টা করতে হবে।

ফাঁকি বাজি করবেননা। ১ম চাকুরিতে কাজ শেখার সুযোগ বেশী থাকে, যেহেতু ম্যানেজমেন্ট জানে আপনি ফ্রেশার। ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক তৈরী করতে হবে। ম্যানেজমেন্টেকে আপনার দক্ষতা প্রতিনিয়ত কথায় ও কাজে তুলে ধরার চেষ্টা করবেন।যার ফলে আপনার বিপক্ষের লোকজনদের মোকাবেলা করা সহজ হবে।




পরিশেষে বলবো নতুন চাকুরী নিশ্চিত না করে পুরাতন চাকুরী কখনো ছাড়বেন না।
এগিয়ে যাও ফ্রেশার হতাশা নয়,আপনার অপেক্ষায় বাংলাদেশ।

লেখকঃ
ইঞ্জিঃ মোহাম্মদ শফিউল আলম
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)
২য় ব্যাচ

কোন মন্তব্য নেই: