Textile Fair এ আপনার করনীয় কিছু কাজ এবং আমাদের কিছু পরামর্শ - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মেলায় আপনার করনীয় কিছু কাজ এবং আমাদের কিছু পরামর্শঃ






১. কিছুটা সেল্ফফিশ হোন, সবাইকে ইনভাইট করুন যাবার জন্য, গেলে ওয়েল না গেলে নিজেই যান আরো অপেক্ষায় থাকবেন না ৷  ক্যারিয়ার আপনার নিজের, IQ লেবেল আপনার নিজের তাই একে বাড়াতে আপনার নিজের চেস্টা করা লাগবে ।

২. মোবাইলে পর্যাপ্ত চার্জ রাখুন এটা সেল্ফির জন্য নয়  মেশিন আইটেম গুলি আপনার বাসায় এসে দেখার জন্য ।  এটা খুব খারাপ দেখায় যে বিদেশি দের সাথে সেল্ফি তোলা নিজেরা নিজেদের ছোট করছি এতে ।  আপনি মেশিনের ছবি তোলেন নিজের, বিদেশীদের ছবি আপনার না তুললেও সমস্যা হবে না ।

৩. গেলে সিনিয়রদের সাথে যান সে ভালো গাইড করতে পারবে আপনাদের । এখানে যাওয়ার উদ্যেশ্য কিছু শেখা ।  



৪.  ঘুরাঘুরি বেশি করে আর অস্থিরতা বেশি এমন সার্কেলের সাথে না যাওয়াই ভালো ।

৫. সবাই নিজ নিজ ইন্সটিটিউট এর অনেক সিনিয়রদের স্টল পাবেন মেলায় ।

৬. আইডি কার্ড, ব্যাগ নিয়ে যেতেই হবে এটা মেন্ডাটরি না  বরং না নেয়াই ভালো এসব ।

৭. জব করলে ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ড  নিয়ে যান বেশি করে তারা চাইবে আপনার ভিজিটিং কার্ড ।  ভিজিটিং কার্ড থাকলে আপনি কেলেন্ডার ডাইরি কলম এর মতো উপহার সমগ্রী পাবেন ।

৮. তাদের স্টলের ক্যাটালগ নিয়ে টানাটানি করবেন না, আপনি যদি বেশি দেখেন তবে মনে করবেন এটা তারা নেয়ার জন্য ওপেন করে রেখেছে ।  কম হলে এটা দেখে রেখে দিন ।  এটাই ভদ্রতা ।

৯. টেক্সটাইল এর অনেকেই চাইনিজ ল্যাংগুয়েজ কোর্স করেছেন তারা একটু ঝালাই করে নিন নিজের স্কিল।

১০. ডেইট যথেষ্ট ফ্লেক্সিবল ৪ দিনের একদিন ফ্রাইডে থাকেই ।
১১. আমদের যাদের বাসা নিকুঞ্জ বিশ্বরোড় ক্ষিলখেত তারা অন্তত সব দিন বিকেল বেলার আড্ডার সময়টা যেনো মেলায় দেই ।

১২. এখানে শেখার মুল বিষয় হচ্ছে, টেক্সটাইল মার্কেটিং , নতুন নতুন ডেভেলপমেন্ট, কোম্পানি গুলির নাম, মেশিনারি , ফেব্রিক গুলি চেনা ।

১৩. প্রতিটি স্টলে আপনার ৫ মিনিট অন্তত না ব্যায় করলে শেখা হবে না কিছু , আপনার দেখতে হবে  আর দাঁড়িয়ে থাকতে হবে দেখতে হবে তারা কিভাবে তাদের প্রডাক্ট কে প্রেজেন্ট করে সবার কাছে ।  অপেক্ষা করতে হবে কারন যারা জব করবে তাদের কাছে তারা বিষয় গুলি  খুলে বলবে ।

১৪. কালেকশন করা টেক্সটাইল পিক, ভিডিও গুলি দিয়ে আমাদের যারা ফাইনাল ইয়ারে আছেন তারা প্রেজেন্টেশন বানাতে পারে এবং তা সবার কাছে ক্লাস রুমে প্রেজেন্টেশন দিতে পারেন কি কি দেখে এসেছেন, হোপ এতে অনেক কিছু আপনার শেখা হবে ।



১৫. টেক্সটাইল স্টুডেন্টদের চেয়ে আমরা যারা রেগুলার টেকনোলজি প্রডাক্ট নিয়ে কাজ করি তাদের নতুন প্রডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছে করে তাই এটা তাদের চেয়ে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

১৬. প্রতিটি স্টলে আপনাকে তারা ভিজিটিং কার্ড দিবে আপনি টার্গেট করে প্রতিটি স্টলের কার্ড নিবেন এবং বাসায় এসে তা দিয়ে এলবাম করে রাখবেন, এটার উপকারিতা পাবেন সব ফিল্ডে এসে যখন আপনাকে হুট করে সাপ্লাইয়ার এর এড্রেস খুজে বের কর‍তে হবে তখন ।

১৭. টেক্সটাইল ক্যাটালগ যে যাই কালেকশন করুন তা সব আপনার বাসা থেকে ইউনিভার্সিটি নিয়ে আসুন এবং লাইব্রেরীতে আপনারা রেখে দিন , সব ক্যাটালগ সবাই পায় না । একত্রে করলে আপনাদের পড়ার আগ্রহ হবে আর ভেরাইটিস ক্যাটালগ দেখতে পারবেন ।

১৮. অনেকেই এক্সাম, ক্লাস, টিউটোরিয়াল, এসাইনমেন্ট, প্রেজেন্টশনের ট্রেপে পড়বেন , যাই হোক একটা টেক্সটাইল মেলায় যে পরিমাপ আউট নলেজ দিতে পারে তা আপনার ১.৫ ক্রেডিট এর কোর্স দিতে পারে কিনা তাতে আপনারা সন্দিহান ।



বিদ্রঃ
আমাদের ডিপার্টমেন্টের কেও স্টল নিলে অবশ্যই আমাদের জানাবেন । ইনশাআল্লাহ শুক্রবার সবার সাথে দেখা হবে

মাজেদুল হাসান শিশির
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com

Textile Fair এ আপনার করনীয় কিছু কাজ এবং আমাদের কিছু পরামর্শ

টেক্সটাইল মেলায় আপনার করনীয় কিছু কাজ এবং আমাদের কিছু পরামর্শঃ






১. কিছুটা সেল্ফফিশ হোন, সবাইকে ইনভাইট করুন যাবার জন্য, গেলে ওয়েল না গেলে নিজেই যান আরো অপেক্ষায় থাকবেন না ৷  ক্যারিয়ার আপনার নিজের, IQ লেবেল আপনার নিজের তাই একে বাড়াতে আপনার নিজের চেস্টা করা লাগবে ।

২. মোবাইলে পর্যাপ্ত চার্জ রাখুন এটা সেল্ফির জন্য নয়  মেশিন আইটেম গুলি আপনার বাসায় এসে দেখার জন্য ।  এটা খুব খারাপ দেখায় যে বিদেশি দের সাথে সেল্ফি তোলা নিজেরা নিজেদের ছোট করছি এতে ।  আপনি মেশিনের ছবি তোলেন নিজের, বিদেশীদের ছবি আপনার না তুললেও সমস্যা হবে না ।

৩. গেলে সিনিয়রদের সাথে যান সে ভালো গাইড করতে পারবে আপনাদের । এখানে যাওয়ার উদ্যেশ্য কিছু শেখা ।  



৪.  ঘুরাঘুরি বেশি করে আর অস্থিরতা বেশি এমন সার্কেলের সাথে না যাওয়াই ভালো ।

৫. সবাই নিজ নিজ ইন্সটিটিউট এর অনেক সিনিয়রদের স্টল পাবেন মেলায় ।

৬. আইডি কার্ড, ব্যাগ নিয়ে যেতেই হবে এটা মেন্ডাটরি না  বরং না নেয়াই ভালো এসব ।

৭. জব করলে ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ড  নিয়ে যান বেশি করে তারা চাইবে আপনার ভিজিটিং কার্ড ।  ভিজিটিং কার্ড থাকলে আপনি কেলেন্ডার ডাইরি কলম এর মতো উপহার সমগ্রী পাবেন ।

৮. তাদের স্টলের ক্যাটালগ নিয়ে টানাটানি করবেন না, আপনি যদি বেশি দেখেন তবে মনে করবেন এটা তারা নেয়ার জন্য ওপেন করে রেখেছে ।  কম হলে এটা দেখে রেখে দিন ।  এটাই ভদ্রতা ।

৯. টেক্সটাইল এর অনেকেই চাইনিজ ল্যাংগুয়েজ কোর্স করেছেন তারা একটু ঝালাই করে নিন নিজের স্কিল।

১০. ডেইট যথেষ্ট ফ্লেক্সিবল ৪ দিনের একদিন ফ্রাইডে থাকেই ।
১১. আমদের যাদের বাসা নিকুঞ্জ বিশ্বরোড় ক্ষিলখেত তারা অন্তত সব দিন বিকেল বেলার আড্ডার সময়টা যেনো মেলায় দেই ।

১২. এখানে শেখার মুল বিষয় হচ্ছে, টেক্সটাইল মার্কেটিং , নতুন নতুন ডেভেলপমেন্ট, কোম্পানি গুলির নাম, মেশিনারি , ফেব্রিক গুলি চেনা ।

১৩. প্রতিটি স্টলে আপনার ৫ মিনিট অন্তত না ব্যায় করলে শেখা হবে না কিছু , আপনার দেখতে হবে  আর দাঁড়িয়ে থাকতে হবে দেখতে হবে তারা কিভাবে তাদের প্রডাক্ট কে প্রেজেন্ট করে সবার কাছে ।  অপেক্ষা করতে হবে কারন যারা জব করবে তাদের কাছে তারা বিষয় গুলি  খুলে বলবে ।

১৪. কালেকশন করা টেক্সটাইল পিক, ভিডিও গুলি দিয়ে আমাদের যারা ফাইনাল ইয়ারে আছেন তারা প্রেজেন্টেশন বানাতে পারে এবং তা সবার কাছে ক্লাস রুমে প্রেজেন্টেশন দিতে পারেন কি কি দেখে এসেছেন, হোপ এতে অনেক কিছু আপনার শেখা হবে ।



১৫. টেক্সটাইল স্টুডেন্টদের চেয়ে আমরা যারা রেগুলার টেকনোলজি প্রডাক্ট নিয়ে কাজ করি তাদের নতুন প্রডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছে করে তাই এটা তাদের চেয়ে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

১৬. প্রতিটি স্টলে আপনাকে তারা ভিজিটিং কার্ড দিবে আপনি টার্গেট করে প্রতিটি স্টলের কার্ড নিবেন এবং বাসায় এসে তা দিয়ে এলবাম করে রাখবেন, এটার উপকারিতা পাবেন সব ফিল্ডে এসে যখন আপনাকে হুট করে সাপ্লাইয়ার এর এড্রেস খুজে বের কর‍তে হবে তখন ।

১৭. টেক্সটাইল ক্যাটালগ যে যাই কালেকশন করুন তা সব আপনার বাসা থেকে ইউনিভার্সিটি নিয়ে আসুন এবং লাইব্রেরীতে আপনারা রেখে দিন , সব ক্যাটালগ সবাই পায় না । একত্রে করলে আপনাদের পড়ার আগ্রহ হবে আর ভেরাইটিস ক্যাটালগ দেখতে পারবেন ।

১৮. অনেকেই এক্সাম, ক্লাস, টিউটোরিয়াল, এসাইনমেন্ট, প্রেজেন্টশনের ট্রেপে পড়বেন , যাই হোক একটা টেক্সটাইল মেলায় যে পরিমাপ আউট নলেজ দিতে পারে তা আপনার ১.৫ ক্রেডিট এর কোর্স দিতে পারে কিনা তাতে আপনারা সন্দিহান ।



বিদ্রঃ
আমাদের ডিপার্টমেন্টের কেও স্টল নিলে অবশ্যই আমাদের জানাবেন । ইনশাআল্লাহ শুক্রবার সবার সাথে দেখা হবে

মাজেদুল হাসান শিশির
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com

কোন মন্তব্য নেই: