Smart Textile (All update topic)
আধুনিক টেক্সটাইল টেক্সটাইল টেকনোলজিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।।
গবেষকরা দাবি করছেন ক্ষুদ্র ধাতু কটন ফাইবারের সাথে যুক্ত করলে সূর্যালোকের উপস্হিতিতে এটি ময়লা কনিকাকে ভেঙে দিতে সক্ষম হবে।
গবেষকরা "3D Copper & Silver nanostructure " কটন থ্রেড এর সাথে যুক্ত করে ফেব্রিক তৈরি করেন।
পর্যবেক্ষন করেন :
যখন উক্ত ফেব্রিক সূর্য রশ্মির মুখোমুখি হয় তখন Nanostructure শক্তি শোষন করে এবং ধাতব পরমানু উত্তেজিত হয়৷ মাত্র ৬ মিনিটের মাথায় ফেব্রিকে অবস্হিত ময়লার কনিকাগুলোকে ভেঙে দেয় এবং নিজেকে নিজেই পরিস্কার করে ফেলে।
Color changing fabric.
তাপমাত্রা পরিবর্তনের কারণে যে পদার্থগুলি রঙ পরিবর্তন করতে পারে তাদের থার্মোক্রোম বলে । দুটি ধরণের থার্মোক্রোম রয়েছে: তরল স্ফটিক এবং লিউকো রঞ্জক।
হাইপারকালার শার্টের রঙ পরিবর্তন দুটি রঙের সংমিশ্রণের উপর ভিত্তি করে ঘঠে। ডাই ফ্যাব্রিকের রঙ যা ধ্রুবক থেকে যায়।
আরেকটি হলো থার্মোক্রমিক ডাই৷
থার্মোক্রোমিক ডাই মিশ্রণের ফোঁটাগুলি স্বচ্ছ মাইক্রোক্যাপসুলগুলিতে আবদ্ধ থাকে। কয়েক মাইক্রোমিটার ব্যাসের ফ্যাব্রিকের তন্তুতে আবদ্ধ থাকে।
থার্মোক্রমিক ড্রপলেট মূলত কিছু ক্যামিকেলের মিশ্রন।
১.ক্রিস্টাল ভায়োলেট ল্যাকটন (The color changing dye).
2.বেনজোট্রাই অ্যাজল (a weak acid).
3.কোয়াটারনারি এমোনিয়াম সল্ট ও ফ্যাটি এসিড।
এই ক্যামিকেলগুলো Dodecanol এর উপস্হিতে মিশ্রিত করলে বিপরীতমুখী বিক্রিয়ার মাধ্যমে নিজের রং পরিবর্তন করতে পারে।
কম তাপমাত্রায়, মিশ্রণটি সলিড হবে।
ডাই অণুর কেন্দ্রে ল্যাকটোন রিংটি খোলার ফলে দুর্বল অ্যাসিডটি লিউকো রঙের সাথে কালার কমপ্লেক্স গঠন করে।
ডাই অণুর কেন্দ্রে ল্যাকটোন রিংটি খোলার ফলে দুর্বল অ্যাসিডটি লিউকো রঙের সাথে কালার কমপ্লেক্স গঠন করে।
উচ্চ তাপমাত্রায়, ২৪-২৫ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, দ্রাবকটি গলে যায় এবং অ্যামোনিয়াম লবণ বিচ্ছিন্ন হয়ে যায় এটি দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং এই বিক্রিয়ার হলে PH বেড়ে যায়। ডাই এর ল্যাকটোন রিংটি বন্ধ করে দেয় এবং কালার বিহীন লিউকো তে পরিনত হয়৷
কম তাপমাত্রায় শার্টের রঙ রঙযুক্ত ফ্যাব্রিকের রঙ ও এনক্যাপসুলেটেড রঙিন রঙের সাথে সংমিশ্রণ হয়। উচ্চতর তাপমাত্রায় ক্যাপসুল বর্ণহীন হয়ে যায় এবং ফ্যাব্রিকের রঙ বিরাজমান হয়৷
Smart Textile
আমরা সাধারনত পোশাক পরে থাকি আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। পোষাক আমাদের পার্সোনালিটিও প্রকাশ করে থাকে। Cute Circuit নামে এক কোম্পানি এমন পোষাক তৈরি করেছে যা মেসেজ ও টুইট করতে সক্ষম।
উক্ত কোম্পানি প্রথমত টি-শার্ট তৈরি করতো এখন তারা Mirror handbag তৈরি করছে৷
গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হ্যান্ডব্যাগের সাইডগুলো তৈরি হয় Laser-etched acrylic mirror দিয়ে যা সাদা LEDS থেকে আলোকে অ্যানিমেশনে কনভার্ট করতে পারে এবং বার্তা ও টুইট প্রদর্শন করতে সক্ষম।
Q.App ব্যবহার করে আপনি যে কোন জিনিস দেখতে, টুইট ও মেসেজ দিতে ব্যাগটি ব্যবহার করতে পারেন।
Sports & Military industries :
এই কোম্পানিগুলো Sports & Military purpose এ উপযোগী কিছু ফেব্রিক তৈরি করবে। এই ফেব্রিকগুলোর যে সব বৈশিষ্ট্য থাকবে সেগুলো হলো :
১.শরীরের তাপমাত্রা নিয়ত্রন করা।
২.বাতাসের বাধা কে কমিয়ে আনা
৩.মাসেল ভাইব্রেশন নিয়ত্রন করা।
Health & Beauty industry :
এই কোম্পানিগুলো Health & Beauty purpose এ নতুনত্ব আনবে।
এগুলো গুরুত্বপূর্ণ যেসব বৈশিষ্ট্য নিয়ে কাজ করবে সেগুলো হলো :
১.শরীরে ঔষধ প্রবেশ করতে পারবে এরকম মেডিকেল টেক্সটাইল জেল তৈরি করবে।।
২.টিউমারের ফটোডাইনামিক চিকিৎসার জন্য টেক্সটাইল তৈরি করবে।
৩.ফেব্রিক তৈরি করবে যেটা এন্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে৷
এই কোম্পানিগুলো Health & Beauty purpose এ নতুনত্ব আনবে।
এগুলো গুরুত্বপূর্ণ যেসব বৈশিষ্ট্য নিয়ে কাজ করবে সেগুলো হলো :
১.শরীরে ঔষধ প্রবেশ করতে পারবে এরকম মেডিকেল টেক্সটাইল জেল তৈরি করবে।।
২.টিউমারের ফটোডাইনামিক চিকিৎসার জন্য টেক্সটাইল তৈরি করবে।
৩.ফেব্রিক তৈরি করবে যেটা এন্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন