সাব কন্ট্রাক্ট ডিল
টেক্সটাইল সাব কনট্রাক্টের কাজ যারা আনেন তাদের জন্য অনেকটা কন্ট্রাক বেসিস কাজ আনেন তাদের একটা লেনদেন এর বিষয় থেকে যায় সেটা কিভাবে ডিল হয়।
একজন টেক্সটাইল এর পার্সনের পরিচিত গার্মেন্টস, বাইং হাউস, ফেব্রিক সাপ্লাইয়ার থাকতে পারে আর গার্মেন্টস বাইং হাউস, ফেব্রিক সাপ্লাইয়ার দের অনেক সময় ফেক্টরি ফলোয়াপ করার মতো দক্ষ লোক থাকে না এক্ষত্রে তারা নেগোসিয়েটর হায়ার করে তারা তাদের কাজ গুলি তুলে দেয় মানে ডাইং করিয়ে দ্রুত সময়ে বের করে দেয়।
এদের মুল শক্তি হচ্ছে এদের পরিচিত কিছু ডাইং জিএম যারা এদের সাথে নিয়মিত কাজ করায়।
কাজের শুরুতে এরা কাজ নিয়ে এসে এরা প্রথমেই বকে যে ধরেন আমার কাছে ২০ হাজার মিটার ফেব্রিক আছে আপনার ডাইং চার্জ কতো ধরেন ৩২ টাকা প্রতি গজ এখন আপনি আমাকে কি দিবেন সেটা বলেন, আপনার রেইট ৩২ থাকবে ।
তখন জিএম তাকে গজে ১ টাকা করে বা ২ টাকা বা ৫০ পয়সা করে দেয়ার জন্য প্রতিশ্রুতি দেন, তখন রেইট নেগোসিয়েশন এর জন্য তারা উক্ত গার্মেন্টস, বাইং হাউস, ফেব্রিক সাপ্লাইয়ার এর সাথে কথা বলেন আর এখন তারা ইচ্ছে করে কমিশনের টাকা এড করে তাদের ডাইং চার্জ নির্ধারণ করেন।
অনেক সময় জিএম তাদের মালিককে বিষয়টা জানান যে স্যার একটা অর্ডার আছে যার কমিশন এতো স্যার রেইট দিসি এতও বা মালিক রেইট ঠিক করে দেন ।
পরে ডাইং ফিনিশিং হয়ে যাবার পর মাল ডেলিভারি হলে যখন বিল জমা পড়ে তখন তারা জিএম এবং মালিকের মাধ্যমে তারা ফেক্টরির একাউন্ট থেকে তারা তুলে নেন।
বিদ্রঃ
বলতে পারে এই প্রক্রিয়া ভুল বা কেও জানে না! সবাই জানে এসব, কাজ দ্রুত তুলে নেয়ার জন্য এটা একটা প্রোনোদনা এটা সবাই মেনে নিয়ে অর্ডার দেয়। না দিলে কিছু পাবে না এটা মেনে টাকা দেন অনেকে।
বলতে পারে এই প্রক্রিয়া ভুল বা কেও জানে না! সবাই জানে এসব, কাজ দ্রুত তুলে নেয়ার জন্য এটা একটা প্রোনোদনা এটা সবাই মেনে নিয়ে অর্ডার দেয়। না দিলে কিছু পাবে না এটা মেনে টাকা দেন অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন