ক্যলেন্ডারিং কি | ক্যালেন্ডার ফিনিশ | Calendering Process - Textile Lab | Textile Learning Blog
ক্যলেন্ডারিং কি?


ক্যলেন্ডারিং হলো টেক্সটাইল ফিনিশিং এর একটি প্রসেস যেখানে ফেব্রিককে দুই বা ততোধিক রোলারের মধ্যে দিয়ে প্রেস করে কম্প্রেসড করে উজ্জ্বলতা বাড়ানো এবং ফেব্রিককে সফট করা হয়।
এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে সম্পন্ন হয়।নির্দিষ্ট তাপমাত্রা, চাপ এবং সময় এ এই প্রসেস সম্পন্ন হয়।

ক্যলেন্ডারিং কেন করা হয় ?

-ফেব্রিকের হ্যন্ডফিল ভালো করার জন্য।

-ফেব্রিকের পুরুত্ব কমানোর জন্য 

-ফেব্রিককে সংকুচিত করার জন্য 

-ফেব্রিকের মধ্যে বায়ু প্রবেশ্যতা কমানোর জন্য 

-ফেব্রিকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য 

-সুতার স্লিপেজ কমানোর জন্য 

-ফেব্রিকের অসচ্ছতা বাড়ানোর জন্য 

-ফেব্রিক পৃষ্ঠে একটি প্যটার্নিং এর জন্য


ক্যলেন্ডারিং মেশিনের প্রধান অংশ গুলো কি কি ?

১. ক্যলেন্ডারিং রোলার

২. কেমিক্যাল ট্যাংক /পানির ট্যাংক /স্কুইজার

৩.ফিড ও ডেলিভারি রোলার

৪.গাইড রোলার

৫.টেনশন রোলার

ক্যলেন্ডারিং রোলার কত প্রকার ?

ক্যলেন্ডারিং রোলার ৩ ধরনের হয়।

১. স্টিল রোলার

২. টেফ্লন রোলার 

৩.কটন রোলার

*স্টিল রোলার আবার তিন ধরনের 

১. পলিশড স্টিল রোলার 

২.গ্রেইন্ড/ফ্রিকশন স্টিল রোলার 

৩.এনগ্রেভড স্টিল রোলার



ক্যলেন্ডারিং মেশিনে কিভাবে ক্যলেন্ডারিং করা হয় ?

ফেব্রিককে যখন দুটি ক্যলেন্ডারিং রোলার এর নিপ পয়েন্টের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়, তখন নির্দিষ্ট চাপ,তাপমাত্রা এবং স্পিডে এর উপর নির্ভর করে ফেব্রিক সংকুচিত ও উজ্জ্বল হয়।

ক্যলেন্ডারিং কত ধরনের ?

বিভিন্ন ধরনের ক্যলেন্ডারিং রয়েছে। যেমন :

১. সুইজিং / সাধারণ ক্যলেন্ডারিং 

২.চেসিং ক্যলেন্ডারিং 

৩.গ্লেজড/ফ্রিকশনাল ক্যলেন্ডারিং 

৪.সায়ার ক্যলেন্ডারিং 

৫.এম্বোসড ক্যলেন্ডারিং 

৬. মইরি ক্যলেন্ডারিং 

৭. শিরিন ক্যলেন্ডারিং

সুইজিং ক্যলেন্ডারিং কি 

সুইজিং ক্যলেন্ডারিং মেশিনে ৭-১০ টি ক্যলেন্ডারিং রোলার ব্যবহার হয়।

ফেব্রিক একি গতিতে সব গুলো রোলারের মধ্যে দিয়ে রান করে। 

রুম টেম্পারেচারে উচ্চ চাপ এবং উচ্চ গতিতে এই প্রসেস সম্পন্ন হয়। 

সাধারণত ওভেন অথবা টুইল ফেব্রিক এভাবে ক্যলেন্ডারিং করা হয়। 

এটি একটি অস্থায়ী ফিনিসিং, অর্থাৎ ফেব্রিক ওয়াশিং এর পর এই ক্যলেন্ডারিং ইফেক্ট চলে যায়।

চেসিং ক্যলেন্ডারিং কি ?

চেসিং ক্যলেন্ডারিং কিছুটা সুইজিং ক্যলেন্ডারিং এর মত।

এখানেও ৭-১০ টি স্টিল ক্যলেন্ডারিং রোলার ব্যবহৃত হয়। 

ফেব্রিক সাধারনত ক্যলেন্ডারিং রোলার গুলো পাস করে এসে চেসিং রোলারে প্রবেশ করে এবং পুনরায় নতুন ফেব্রিকের সাথে ক্যলেন্ডারিং রোলারে প্রবেশ করে। 

এভাবে ৫-৬ টি ফেব্রিকের লেয়ার একত্রে ক্যলেন্ডারিং হয়।

এই ক্যলেন্ডারিং এর শুরু তে ফেব্রিক কে ওয়াটার ম্যংগল থেকে পাস করিয়ে আনা হয়। 

এই ক্যলেন্ডারিং এ থ্রেডি লাইন ইফেক্ট তৈরী হয় এবং ফেব্রিক সফট হয়।

গ্লেজড / ফ্রিকশন ক্যলেন্ডারিং কি?

এই ক্যলেন্ডারিং এ ফেব্রিক অনেক উজ্জ্বল হয়ে থাকে। 

সাধারণ ৩ টি রোলার ব্যবহৃত হয় এই মেশিনে।

প্রথমটি হাইলি পলিশড স্টিল রোলার, দ্বিতীয়টি কম্প্রেড কটন রোলার, তৃতীয়টি ক্লোজ গ্রেইন্ড স্টিল রোলার।
ক্যলেন্ডারিং এর পূর্বে ফেব্রিককে প্রথমে স্টার্চ বা রেসিনে ট্রিটমেন্ট করে নেয়া হয়। 

স্টার্চ ট্রিটমেন্ট দিলে ফেব্রিক সেমি-ডিউরেবল হয় এবং রেসিন ট্রিটমেন্ট দিলে ফেব্রিক ডিউরেবল হয়।

সায়ার ক্যলেন্ডারিং কি?

এটি গ্লেজড ক্যলেন্ডারিং এর মতই ৩ টি রোলার থাকে কিন্তু এখানে পলিশড রোলারে গতি অতি বেশি।
এই ক্যলেন্ডারিং এ ফেব্রিকের উপর ওয়েট ইফেক্ট আসে, ফেব্রিক অনেক বেশি উজ্জ্বল হয়।
এই ক্যলেন্ডারিং এর আগে ফেব্রিককে ওয়াক্স বা রেসিন দিয়ে ট্রিটমেন্ট করে নিতে হয়।
ম্যনমেড ফেব্রিকে এই ক্যলেন্ডারিং করলে পানিরোধী কাপড় তৈরি করা যায়।


এম্বুসড ক্যলেন্ডারিং কি ?

এম্বুসড ক্যলেন্ডারিং এর মাধ্যমে 3-D ইফেক্ট আনা হয় ফেব্রিকের উপর। 

দুটি খাজ কাটা এম্বুসড রোলারের মধ্যে দিয়ে ফেব্রিককে পাস করে এই ক্যলেন্ডারিং করা হয়।

এখানে ক্যলেন্ডারিং শেষে রেসিন ট্রিটমেন্ট করে কিউরিং করা হয়।

থার্মোপ্লাস্টিক ফেব্রিক গুলোকে Tg পয়েন্ট এ নিয়ে ক্যলেন্ডারিং করে ঠান্ডা করা হয়। ফলে এটি পার্মানেন্ট হয়।

মইরি ক্যলেন্ডারিং কি ?

এই ক্যলেন্ডারিং এর মাধ্যমে ফেব্রিকে ওয়াটারমার্ক ইফেক্ট আনা হয়।

একটি এনগ্রেভড রোলার এবং একটি কটন রোলারে মধ্যে দিয়ে ফেব্রিক পাস করে এই ক্যলেন্ডারিং করা হয়।

শ্রেইনার ক্যলেন্ডারিং কি ?

এই ক্যলেন্ডারিং এ একটি ডায়াগনাল খাজ কাটা রোলার এবং একটি প্লেইন স্টিল রোলার ব্যবহৃত হয়।
এখানে ফেব্রিক সফট ও উজ্জ্বল হয়।


লেখক : ওয়েজ আহমাদ রিপন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী

ক্যলেন্ডারিং কি | ক্যালেন্ডার ফিনিশ | Calendering Process

ক্যলেন্ডারিং কি?


ক্যলেন্ডারিং হলো টেক্সটাইল ফিনিশিং এর একটি প্রসেস যেখানে ফেব্রিককে দুই বা ততোধিক রোলারের মধ্যে দিয়ে প্রেস করে কম্প্রেসড করে উজ্জ্বলতা বাড়ানো এবং ফেব্রিককে সফট করা হয়।
এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে সম্পন্ন হয়।নির্দিষ্ট তাপমাত্রা, চাপ এবং সময় এ এই প্রসেস সম্পন্ন হয়।

ক্যলেন্ডারিং কেন করা হয় ?

-ফেব্রিকের হ্যন্ডফিল ভালো করার জন্য।

-ফেব্রিকের পুরুত্ব কমানোর জন্য 

-ফেব্রিককে সংকুচিত করার জন্য 

-ফেব্রিকের মধ্যে বায়ু প্রবেশ্যতা কমানোর জন্য 

-ফেব্রিকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য 

-সুতার স্লিপেজ কমানোর জন্য 

-ফেব্রিকের অসচ্ছতা বাড়ানোর জন্য 

-ফেব্রিক পৃষ্ঠে একটি প্যটার্নিং এর জন্য


ক্যলেন্ডারিং মেশিনের প্রধান অংশ গুলো কি কি ?

১. ক্যলেন্ডারিং রোলার

২. কেমিক্যাল ট্যাংক /পানির ট্যাংক /স্কুইজার

৩.ফিড ও ডেলিভারি রোলার

৪.গাইড রোলার

৫.টেনশন রোলার

ক্যলেন্ডারিং রোলার কত প্রকার ?

ক্যলেন্ডারিং রোলার ৩ ধরনের হয়।

১. স্টিল রোলার

২. টেফ্লন রোলার 

৩.কটন রোলার

*স্টিল রোলার আবার তিন ধরনের 

১. পলিশড স্টিল রোলার 

২.গ্রেইন্ড/ফ্রিকশন স্টিল রোলার 

৩.এনগ্রেভড স্টিল রোলার



ক্যলেন্ডারিং মেশিনে কিভাবে ক্যলেন্ডারিং করা হয় ?

ফেব্রিককে যখন দুটি ক্যলেন্ডারিং রোলার এর নিপ পয়েন্টের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়, তখন নির্দিষ্ট চাপ,তাপমাত্রা এবং স্পিডে এর উপর নির্ভর করে ফেব্রিক সংকুচিত ও উজ্জ্বল হয়।

ক্যলেন্ডারিং কত ধরনের ?

বিভিন্ন ধরনের ক্যলেন্ডারিং রয়েছে। যেমন :

১. সুইজিং / সাধারণ ক্যলেন্ডারিং 

২.চেসিং ক্যলেন্ডারিং 

৩.গ্লেজড/ফ্রিকশনাল ক্যলেন্ডারিং 

৪.সায়ার ক্যলেন্ডারিং 

৫.এম্বোসড ক্যলেন্ডারিং 

৬. মইরি ক্যলেন্ডারিং 

৭. শিরিন ক্যলেন্ডারিং

সুইজিং ক্যলেন্ডারিং কি 

সুইজিং ক্যলেন্ডারিং মেশিনে ৭-১০ টি ক্যলেন্ডারিং রোলার ব্যবহার হয়।

ফেব্রিক একি গতিতে সব গুলো রোলারের মধ্যে দিয়ে রান করে। 

রুম টেম্পারেচারে উচ্চ চাপ এবং উচ্চ গতিতে এই প্রসেস সম্পন্ন হয়। 

সাধারণত ওভেন অথবা টুইল ফেব্রিক এভাবে ক্যলেন্ডারিং করা হয়। 

এটি একটি অস্থায়ী ফিনিসিং, অর্থাৎ ফেব্রিক ওয়াশিং এর পর এই ক্যলেন্ডারিং ইফেক্ট চলে যায়।

চেসিং ক্যলেন্ডারিং কি ?

চেসিং ক্যলেন্ডারিং কিছুটা সুইজিং ক্যলেন্ডারিং এর মত।

এখানেও ৭-১০ টি স্টিল ক্যলেন্ডারিং রোলার ব্যবহৃত হয়। 

ফেব্রিক সাধারনত ক্যলেন্ডারিং রোলার গুলো পাস করে এসে চেসিং রোলারে প্রবেশ করে এবং পুনরায় নতুন ফেব্রিকের সাথে ক্যলেন্ডারিং রোলারে প্রবেশ করে। 

এভাবে ৫-৬ টি ফেব্রিকের লেয়ার একত্রে ক্যলেন্ডারিং হয়।

এই ক্যলেন্ডারিং এর শুরু তে ফেব্রিক কে ওয়াটার ম্যংগল থেকে পাস করিয়ে আনা হয়। 

এই ক্যলেন্ডারিং এ থ্রেডি লাইন ইফেক্ট তৈরী হয় এবং ফেব্রিক সফট হয়।

গ্লেজড / ফ্রিকশন ক্যলেন্ডারিং কি?

এই ক্যলেন্ডারিং এ ফেব্রিক অনেক উজ্জ্বল হয়ে থাকে। 

সাধারণ ৩ টি রোলার ব্যবহৃত হয় এই মেশিনে।

প্রথমটি হাইলি পলিশড স্টিল রোলার, দ্বিতীয়টি কম্প্রেড কটন রোলার, তৃতীয়টি ক্লোজ গ্রেইন্ড স্টিল রোলার।
ক্যলেন্ডারিং এর পূর্বে ফেব্রিককে প্রথমে স্টার্চ বা রেসিনে ট্রিটমেন্ট করে নেয়া হয়। 

স্টার্চ ট্রিটমেন্ট দিলে ফেব্রিক সেমি-ডিউরেবল হয় এবং রেসিন ট্রিটমেন্ট দিলে ফেব্রিক ডিউরেবল হয়।

সায়ার ক্যলেন্ডারিং কি?

এটি গ্লেজড ক্যলেন্ডারিং এর মতই ৩ টি রোলার থাকে কিন্তু এখানে পলিশড রোলারে গতি অতি বেশি।
এই ক্যলেন্ডারিং এ ফেব্রিকের উপর ওয়েট ইফেক্ট আসে, ফেব্রিক অনেক বেশি উজ্জ্বল হয়।
এই ক্যলেন্ডারিং এর আগে ফেব্রিককে ওয়াক্স বা রেসিন দিয়ে ট্রিটমেন্ট করে নিতে হয়।
ম্যনমেড ফেব্রিকে এই ক্যলেন্ডারিং করলে পানিরোধী কাপড় তৈরি করা যায়।


এম্বুসড ক্যলেন্ডারিং কি ?

এম্বুসড ক্যলেন্ডারিং এর মাধ্যমে 3-D ইফেক্ট আনা হয় ফেব্রিকের উপর। 

দুটি খাজ কাটা এম্বুসড রোলারের মধ্যে দিয়ে ফেব্রিককে পাস করে এই ক্যলেন্ডারিং করা হয়।

এখানে ক্যলেন্ডারিং শেষে রেসিন ট্রিটমেন্ট করে কিউরিং করা হয়।

থার্মোপ্লাস্টিক ফেব্রিক গুলোকে Tg পয়েন্ট এ নিয়ে ক্যলেন্ডারিং করে ঠান্ডা করা হয়। ফলে এটি পার্মানেন্ট হয়।

মইরি ক্যলেন্ডারিং কি ?

এই ক্যলেন্ডারিং এর মাধ্যমে ফেব্রিকে ওয়াটারমার্ক ইফেক্ট আনা হয়।

একটি এনগ্রেভড রোলার এবং একটি কটন রোলারে মধ্যে দিয়ে ফেব্রিক পাস করে এই ক্যলেন্ডারিং করা হয়।

শ্রেইনার ক্যলেন্ডারিং কি ?

এই ক্যলেন্ডারিং এ একটি ডায়াগনাল খাজ কাটা রোলার এবং একটি প্লেইন স্টিল রোলার ব্যবহৃত হয়।
এখানে ফেব্রিক সফট ও উজ্জ্বল হয়।


লেখক : ওয়েজ আহমাদ রিপন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী