আমাদের মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রীর প্রতি আমাদের বিশেষ কিছু আর্জিঃ
১. বাংলাদেশের টেক্সটাইল ইকোনমি বিবেচনায় টেক্সটাইল উচ্চ শিক্ষার জন্য আমাদের আরো ২-১ বিশেষায়িত টেক্সটাইল ইউনিভার্সিটি করা ।
২. টেক্সটাইল ভকেশনাল এবং কোর্সের কার্যক্রম কমানো। ভকেশনাল ইন্সটিটিউট গুলিকে টেক্সটাইল ডিপ্লোমায় রুপান্তর করা ।
৩. টেক্সটাইল কলেজ ইন্সটিটিউট গুলিতে শূন্য কোটায় দ্রুত শিক্ষক, ফোরম্যান নিয়োগ।
৪. সারা বাংলাদেশে পাব্লিক প্রাইভেট টেক্সটাইল ইন্সটিটিউট গুলিতে মেডিকেল এর ন্যায় এক দিনে ভর্তি পরিক্ষা নেয়া।
৫. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বিসিএস এ বিশেষ কোটা চালু করা ।
৬. টেক্সটাইল ফেকাল্টিদের গেস্ট ফেকাল্টি হওয়া বন্ধ করা।
৭. একটা ন্যাশনাল টেক্সটাইল রিসার্চ ল্যাব প্রতিষ্ঠা করা । রিসার্চ ফাউন্ডেশন করা।
৮. রুগ্ন রাস্ট্রীয় টেক্সটাইল মিল গুলি ফরেইন জয়েন্ট ভেঞ্চার বা পিপিপি আওতায় চালু করা ।
৯. সারা বাংলাদেশে পাব্লিক প্রাইভেট সকল টেক্সটাইল ইন্সটিটিউটে একই অভিন্ন কারিকুলাম সিলেবাসে চলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন