টেক্সটাইল প্লানিং ডিপার্টমেন্টের কাজ | Textile Planning Department - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মিলের প্লানিং ডিপার্টমেন্ট এর কাজ হচ্ছে মুলত ফেব্রিক ইয়ার্ন স্টেটাস রাখা নতুন নতুন জব অর্ডার এলে তা এন্ট্রি দেয়া ।  অর্ডার  গুলি আপডেট এবং কারেন্ট স্টেটাস গুলি আপডেট করে দেয়া ।  প্রতিটা জব অর্ডারে যতোটা কালার আছে তাদের পিপি দেয়া, স্যাম্পল বানানো, ল্যাব ডিপ সাবমিশন করা ।


জব নাম্বার
বায়ার
মার্চেন্ডাইজার
স্টাইল
ডাইং অপশন
আইটেম
কন্সট্রাকশন
অর্ডার রিসিভ
ডেলিভারি অর্ডার
কোয়ানটিটি
ইয়ার্ন স্টেটাস
কম্পলিট ব্যালেন্স
উইভিং স্টেটাস
ডাইং স্টেটাস
রিমার্কস

জব নাম্বারঃ 19212003 (মানে ১৯২  সিজনের ১২ মাস মানে ডিসেম্বর এর ৩ নাম্বার অর্ডার একে একত্রেজব নাম্বার বলে এটা দিয়ে কোড বুঝায় )

বায়ারঃ  উইলসন (বায়ার আইডেন্টিটি মেন্ডাটরি )

মার্চেন্ডাইজারঃ মাহমুদ ( যে ফলোআপ করেন এই ওর্ডার তার নাম)

স্টাইলঃ  BC 4140+EM1821 (কোন স্টাইল হবে )ডাইং
অপশনঃ  সলিড ( কি টাইপ মানে ইয়ার্ন ডাইজ নাকি সলিড )

আইটেমঃ টুইল

কন্সট্রাকশনঃ  130×80/30×20
 ITem: Twill

অর্ডার রিসিভঃ ১৩ ডিসেম্বর
ডেলিভারিঃ 30 ডিসেম্বর 

কোয়ানটিটিঃ ১৩৭১ মিটার ইয়ার্ন স্টেটাস (ওকে) কম্পলিট কোয়ানটিটি ১৩৭১ ব্যালেন্স  উইভিং স্টেটাস (রানিং /ওকে)  রিমার্কস ইন হাউস / সাব কন্ট্রাক্ট

এখানে প্রতিটি ফেব্রিকের কারেন্ট স্টেটাস আপডেট এর পাশাপাশি গ্রে ফেব্রিক এরেঞ্জ করে সর্ট কোয়ান্টিটিটি  ডাইং করানো ডেলিভারি পর্যন্ত ফলোয়াপ করা।

টেক্সটাইল প্লানিং ডিপার্টমেন্টের কাজ | Textile Planning Department

টেক্সটাইল মিলের প্লানিং ডিপার্টমেন্ট এর কাজ হচ্ছে মুলত ফেব্রিক ইয়ার্ন স্টেটাস রাখা নতুন নতুন জব অর্ডার এলে তা এন্ট্রি দেয়া ।  অর্ডার  গুলি আপডেট এবং কারেন্ট স্টেটাস গুলি আপডেট করে দেয়া ।  প্রতিটা জব অর্ডারে যতোটা কালার আছে তাদের পিপি দেয়া, স্যাম্পল বানানো, ল্যাব ডিপ সাবমিশন করা ।


জব নাম্বার
বায়ার
মার্চেন্ডাইজার
স্টাইল
ডাইং অপশন
আইটেম
কন্সট্রাকশন
অর্ডার রিসিভ
ডেলিভারি অর্ডার
কোয়ানটিটি
ইয়ার্ন স্টেটাস
কম্পলিট ব্যালেন্স
উইভিং স্টেটাস
ডাইং স্টেটাস
রিমার্কস

জব নাম্বারঃ 19212003 (মানে ১৯২  সিজনের ১২ মাস মানে ডিসেম্বর এর ৩ নাম্বার অর্ডার একে একত্রেজব নাম্বার বলে এটা দিয়ে কোড বুঝায় )

বায়ারঃ  উইলসন (বায়ার আইডেন্টিটি মেন্ডাটরি )

মার্চেন্ডাইজারঃ মাহমুদ ( যে ফলোআপ করেন এই ওর্ডার তার নাম)

স্টাইলঃ  BC 4140+EM1821 (কোন স্টাইল হবে )ডাইং
অপশনঃ  সলিড ( কি টাইপ মানে ইয়ার্ন ডাইজ নাকি সলিড )

আইটেমঃ টুইল

কন্সট্রাকশনঃ  130×80/30×20
 ITem: Twill

অর্ডার রিসিভঃ ১৩ ডিসেম্বর
ডেলিভারিঃ 30 ডিসেম্বর 

কোয়ানটিটিঃ ১৩৭১ মিটার ইয়ার্ন স্টেটাস (ওকে) কম্পলিট কোয়ানটিটি ১৩৭১ ব্যালেন্স  উইভিং স্টেটাস (রানিং /ওকে)  রিমার্কস ইন হাউস / সাব কন্ট্রাক্ট

এখানে প্রতিটি ফেব্রিকের কারেন্ট স্টেটাস আপডেট এর পাশাপাশি গ্রে ফেব্রিক এরেঞ্জ করে সর্ট কোয়ান্টিটিটি  ডাইং করানো ডেলিভারি পর্যন্ত ফলোয়াপ করা।

কোন মন্তব্য নেই: