এগ্রোটেক কি ? AgroTextile - Textile Lab | Textile Learning Blog
এগ্রোটেক কি ?


- কৃষি, উদ্যান, বন এবং মৎস এই চার ক্ষেত্রে যেসব টেক্সটাইল ম্যটেরিয়াল ব্যবহার হয় সেগুলোকে একত্রে বলা হয় এগ্রোটেক।

যেমন : মাছ ধরার জাল, মাছ ধরার দড়ি, গাছে ছায়া প্রদানকারী কাপড়, পাখি থেকে ফসল রক্ষা করার জাল, পানি ধারণ কারী কাপড় যা ফসলের জমিতে ব্যবহৃত হয় ইত্যাদি।

এগ্রোটেক এর বৈশিষ্ট কি ? 

-আবহাওয়া প্রতিরোধশক্তি: এগ্রোটেক গরম বা ঠান্ডা উভয় আবহাওয়াতেই কাজ করে।
অনুজীব প্রতিরোধশক্তি: এগ্রোটেক অনুজীব প্রতিরোধী। 

স্থায়ী গঠন : এগ্রোটেকের গঠন স্থায়ী হতে হবে যেনো যেকোনো ধরনের কাজের জন্য ব্যবহার করা যায়।
হালকা ওজন : এগ্রোটেক এর ওজন এমন হতে হবে যেনো ছোট গাছ এর ওজন বহন করতে পারে।

এগ্রোটেক এর কাজ কি ? 

- মাটি ক্ষয়রোধে এবং বনায়নের জন্য রাস্তা বানাতে ব্যবহৃত হয়। 

-গ্রীনহাউসের কভার হিসেবে ব্যবহৃত হয়। 

-জমিতে ফসলের সারি তৈরি করার জন্য।

-জমিকে অবাঞ্চিত ঘাসযুক্ত এলাকা মুক্ত করার জন্য ব্যবহৃত হয়। 

-রোধ প্রতিরোধী হিসেবে ব্যবহৃত হয়। 

- অতিরিক্ত বাতাস প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। 

-কৃষি উপকরন প্যকিং এ ব্যবহৃত হয়। 

-মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। 

-ফসলকে পাখির আক্রমণ হতে রক্ষা করে। 

-জমির পানি ধারণ ক্ষমতা বাড়ায়।

এগ্রোটেক কি কি আকারে পাওয়া যায় ?
-জাল,
-প্লেন শিট
-ওভেন ফেব্রিক
-কিট ফেব্রিক
-নন-ওভেন ফেব্রিক



কিছু এগ্রোটেক কাপড়ের উদাহরণ সহ ব্যখ্যা দেয়া হলো:

১. ল্যন্ডস্কেপ ফেব্রিক : 

ল্যন্ডস্কেপ ফেব্রিক একধরনের এগ্রোটেক ফেব্রিক। এটি জমিতে ঘাস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এগুলো সাধারণত থার্মালি স্পানবোন্ডেড টাইপ ফেব্রিক। এগুলোতে ফাইবারগুলো নিজ অবস্থানে ফিক্সড থাকে তাই ঘাসের শিকড় এটিকে ভেদ করতে পারেনা।


২. ওয়াইন্ড প্রোটেকশন ফেব্রিক : 

কমার্শিয়াল গ্রেড ইউ.ভি স্টাবিলাইজড ইয়ার্ন ব্যবহার করে নিটেড ওয়াইন্ডশিল্ড তেরী করা হয়। এটি ফসল অথবা অবকাঠামো কে অতিরিক্ত বাতাস জনিত ক্ষতি হতে রক্ষা করে।
এটি বিভিন্ন পশু খামার, ডেইরি কারখানা ইত্যাদি যায়গায় বেশি ব্যবহৃত হয়।

৩. ফ্রোস্ট কভার ফেব্রিক :

হঠাৎ তাপমাত্রা পরিবর্তন জনিত ফসলের ক্ষতি রোধ করার জন্য ফ্রোস্ট কভার ফেব্রিক ব্যবহৃত হয়।

৪. সেড ক্লথ :
এটি তৈরি হয় কমার্শিয়াল গ্রেড ইউ.ভি স্টাবিলাইজড ইয়ার্ন দিয়ে। এটি ফসলকে অতি গরমে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।


৫. পোল্ট্রি কার্টেইনস :
মুরগী, পাখি ইত্যাদির খামারে ব্যবহৃত হয়। এর মধ্যে দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে এবং এটির ওজন অনেক হাল্কা কিন্তু মজবুদ।

৬. ড্রেইনেজ টেক্সটাইল:

এটি মাটি ধরে রেখে পানি ড্রেইনিং করে দিতে সক্ষম।

৭. টেক্সটাইল ইরিগেশন সিস্টেম : 

মাল্টি লেয়ারের হাই পার্ফমেন্স টেক্সটাইল এটি যা মাটির আদ্রতা ধরে রাখে।


৮. ফ্লেক্সিবল সিলোস : 

ফার্মে ফসল, পশু খাদ্য ইত্যাদি সংরক্ষণের জন্য পলিস্টার দিয়ে তৈরী খুব মজবুদ এই ফেব্রিক ব্যবহৃত হয়।

৯.তারপুলিন : 

প্লাস্টিক অথবা ল্যটেক্স কোটেট মজবুত শিট, যা বৃষ্টি, বাতাস প্রতিরোধে ব্যবহৃত হয়। এছাড়াও ফসল বা কোন কৃষি পন্য সাময়িক সময় রাখার জন্য এটি ব্যবহার হয়।

১০. এন্টি-ইন্সেক্ট ফেব্রিক: 

এটি ইউ.ভি স্টাবিলাইজড মনোফিলামেন্ট পলিপ্রোপাইলিন বায়োমেস ওভেন ফেব্রিক। এটির প্রতি স্কয়ার ইঞ্চিতে ৩২ টি করে স্ট্রান্ড রয়েছে। . ৫মি.মি আকারের পোকা এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবেনা। এটি সাধারণ নার্সারিতে, কৃষি জমিতে ব্যবহৃত হয়।



লেখক: ওয়েজ আহমাদ রিপন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী

এগ্রোটেক কি ? AgroTextile

এগ্রোটেক কি ?


- কৃষি, উদ্যান, বন এবং মৎস এই চার ক্ষেত্রে যেসব টেক্সটাইল ম্যটেরিয়াল ব্যবহার হয় সেগুলোকে একত্রে বলা হয় এগ্রোটেক।

যেমন : মাছ ধরার জাল, মাছ ধরার দড়ি, গাছে ছায়া প্রদানকারী কাপড়, পাখি থেকে ফসল রক্ষা করার জাল, পানি ধারণ কারী কাপড় যা ফসলের জমিতে ব্যবহৃত হয় ইত্যাদি।

এগ্রোটেক এর বৈশিষ্ট কি ? 

-আবহাওয়া প্রতিরোধশক্তি: এগ্রোটেক গরম বা ঠান্ডা উভয় আবহাওয়াতেই কাজ করে।
অনুজীব প্রতিরোধশক্তি: এগ্রোটেক অনুজীব প্রতিরোধী। 

স্থায়ী গঠন : এগ্রোটেকের গঠন স্থায়ী হতে হবে যেনো যেকোনো ধরনের কাজের জন্য ব্যবহার করা যায়।
হালকা ওজন : এগ্রোটেক এর ওজন এমন হতে হবে যেনো ছোট গাছ এর ওজন বহন করতে পারে।

এগ্রোটেক এর কাজ কি ? 

- মাটি ক্ষয়রোধে এবং বনায়নের জন্য রাস্তা বানাতে ব্যবহৃত হয়। 

-গ্রীনহাউসের কভার হিসেবে ব্যবহৃত হয়। 

-জমিতে ফসলের সারি তৈরি করার জন্য।

-জমিকে অবাঞ্চিত ঘাসযুক্ত এলাকা মুক্ত করার জন্য ব্যবহৃত হয়। 

-রোধ প্রতিরোধী হিসেবে ব্যবহৃত হয়। 

- অতিরিক্ত বাতাস প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। 

-কৃষি উপকরন প্যকিং এ ব্যবহৃত হয়। 

-মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। 

-ফসলকে পাখির আক্রমণ হতে রক্ষা করে। 

-জমির পানি ধারণ ক্ষমতা বাড়ায়।

এগ্রোটেক কি কি আকারে পাওয়া যায় ?
-জাল,
-প্লেন শিট
-ওভেন ফেব্রিক
-কিট ফেব্রিক
-নন-ওভেন ফেব্রিক



কিছু এগ্রোটেক কাপড়ের উদাহরণ সহ ব্যখ্যা দেয়া হলো:

১. ল্যন্ডস্কেপ ফেব্রিক : 

ল্যন্ডস্কেপ ফেব্রিক একধরনের এগ্রোটেক ফেব্রিক। এটি জমিতে ঘাস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এগুলো সাধারণত থার্মালি স্পানবোন্ডেড টাইপ ফেব্রিক। এগুলোতে ফাইবারগুলো নিজ অবস্থানে ফিক্সড থাকে তাই ঘাসের শিকড় এটিকে ভেদ করতে পারেনা।


২. ওয়াইন্ড প্রোটেকশন ফেব্রিক : 

কমার্শিয়াল গ্রেড ইউ.ভি স্টাবিলাইজড ইয়ার্ন ব্যবহার করে নিটেড ওয়াইন্ডশিল্ড তেরী করা হয়। এটি ফসল অথবা অবকাঠামো কে অতিরিক্ত বাতাস জনিত ক্ষতি হতে রক্ষা করে।
এটি বিভিন্ন পশু খামার, ডেইরি কারখানা ইত্যাদি যায়গায় বেশি ব্যবহৃত হয়।

৩. ফ্রোস্ট কভার ফেব্রিক :

হঠাৎ তাপমাত্রা পরিবর্তন জনিত ফসলের ক্ষতি রোধ করার জন্য ফ্রোস্ট কভার ফেব্রিক ব্যবহৃত হয়।

৪. সেড ক্লথ :
এটি তৈরি হয় কমার্শিয়াল গ্রেড ইউ.ভি স্টাবিলাইজড ইয়ার্ন দিয়ে। এটি ফসলকে অতি গরমে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।


৫. পোল্ট্রি কার্টেইনস :
মুরগী, পাখি ইত্যাদির খামারে ব্যবহৃত হয়। এর মধ্যে দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে এবং এটির ওজন অনেক হাল্কা কিন্তু মজবুদ।

৬. ড্রেইনেজ টেক্সটাইল:

এটি মাটি ধরে রেখে পানি ড্রেইনিং করে দিতে সক্ষম।

৭. টেক্সটাইল ইরিগেশন সিস্টেম : 

মাল্টি লেয়ারের হাই পার্ফমেন্স টেক্সটাইল এটি যা মাটির আদ্রতা ধরে রাখে।


৮. ফ্লেক্সিবল সিলোস : 

ফার্মে ফসল, পশু খাদ্য ইত্যাদি সংরক্ষণের জন্য পলিস্টার দিয়ে তৈরী খুব মজবুদ এই ফেব্রিক ব্যবহৃত হয়।

৯.তারপুলিন : 

প্লাস্টিক অথবা ল্যটেক্স কোটেট মজবুত শিট, যা বৃষ্টি, বাতাস প্রতিরোধে ব্যবহৃত হয়। এছাড়াও ফসল বা কোন কৃষি পন্য সাময়িক সময় রাখার জন্য এটি ব্যবহার হয়।

১০. এন্টি-ইন্সেক্ট ফেব্রিক: 

এটি ইউ.ভি স্টাবিলাইজড মনোফিলামেন্ট পলিপ্রোপাইলিন বায়োমেস ওভেন ফেব্রিক। এটির প্রতি স্কয়ার ইঞ্চিতে ৩২ টি করে স্ট্রান্ড রয়েছে। . ৫মি.মি আকারের পোকা এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবেনা। এটি সাধারণ নার্সারিতে, কৃষি জমিতে ব্যবহৃত হয়।



লেখক: ওয়েজ আহমাদ রিপন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী

কোন মন্তব্য নেই: