রোজার মাসে আমরা পবিত্রতার জন্য যা যা করতে পারিঃ
১. অফিসের কলিগদের উপর প্রেশার কমিয়ে দেয়ার চেস্টা করি। কাওকে অযাচিত চাপ না নেই।
২. অফিসে অন্তত কারো গীবত বলে যেনো না বেড়সি কারো অবর্তমানে কারো বদনাম।
৩. পার্টির কাছে সেড ভালো আছে, আপনার কাপড় রেডি টাইপের মিথ্যা না বলি, যা হয়েছে তাই বলি বা এসে দেখেন যেনো বলি।
৪. ডাইজের কমিশন, ফেব্রিকের কমিশন, ইয়ার্ন পারচেস কমিশন না খাওয়া।
৫. একসোসরিস এর ওভার ইনভয়েস পয়সা না খাওয়া।
৬. বিল ক্লিয়ারেন্স বাবদ কোন বখশিশ না চাওয়া।
৭. ঈদের আত্নীয় স্বজন বন্ধুদের জন্য শার্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট , শার্ট প্যান্ট যে কোন উচিলায় হোক বের না করা।
৮. মাঝে মাঝে আমরা অনেক প্রেশারে আমরা বকাবকি করে থাকি অন্তত রোজার মাসে তা না করি ।
৯. জব দেয়ার কথার মতো মিথ্যা আশ্বাস না দেয়া।
১০. সাপ্লাইয়ারদের বিল গুলি অযথা আটকে না রাখা।
১১. ইফতার মাহফিল আয়োজন করে অন্তত সেল্ফফিশ টাইপের কথা না বলা যাতে উদ্ভুদ্ধ হয়ে একে অন্যের ক্ষতি না করা।
১২. জব দেয়ার ক্ষেত্রে পার্সোনাল রেফারেন্স এর চেয়ে মেধার গুরুত্ব দেয়া যাতে কারো প্রতি অন্যায় বা জুলুম না হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন