ওভেন ফেব্রিকের সমস্যা এবং গার্মেন্টস ওয়াস - Textile Lab | Textile Learning Blog
ওভেন ফেব্রিকের সমস্যা এবং ওয়াসঃ



ওভেন ফেব্রিকের ক্ষত্রে প্রায় সকল অর্ডারে গার্মেন্টস ওয়াসের রিকয়ারমেন্ট থাকে আমরা দেখি যে অনেক সময় আমাদের ডাইং ফিনিশিং এর পর আমাদের ওভেন ফেব্রিকে অনেক প্রকার ফল্ট দেখা যায় যেমন ক্রিজ মার্ক লাইন মার্ক স্পট পিন হোল সহ অনেক সমস্যা ।  যার ইন্সপেকশন এর সময় ধরা হয় ।  যেহেতু ওভেন ফেব্রিক ওয়াস হয় তাই ওয়াসের  পর ফেব্রিকে এনজাইম সিলিকন ট্রাম্বল করার পর ফেব্রিক ফুলে ওঠে যার ফলে অনেক ফল্ট মিনিমাইজ হয়ে যায়।  তাই এই ফল্ট গুলি ধরাপড়ার পর এটা গার্মেন্টস থাকবে কিনা বা ইনপেক্ট কেমন হবে তা চেক করার জন্য কাপড় ১/২ মিটার কেটে সেলভেজ টু সেলভেজ সাইড সেলাই করে গার্মেন্টস ওয়াসে দেয়া হয় যা গার্মেন্টস কি টাইপের ওয়াস হবে তার ফেব্রিক সেইম ফর্মুলায় ওয়াস করে দেখা হয় ।  ওয়াসের পর যদি প্রবলেম দেখা না যায় তবে তাকে ডেলিভারি দেয়া হয় না হয় একে আবার রিপ্রসেস পাঠানো হয় ।  ওভেনের ক্ষত্রে এটা সম্ভব হলেও নীটের ক্ষত্রে এটা মোটেই সম্ভব না।

ওভেনের ক্ষত্রে কম কথা ফল্ট ধরা পড়েছে  কিছু সিদ্ধান্ত দেয়ার আগে একে ওয়াসে পাঠাণ পরে তা দেখে সিদ্ধান্ত নিন কি করবেন । ফল্ট বোঝা না গেলে কোন অসুবিধা নেই ।  আর গার্মেন্টস ওয়াস রিকয়ারমেন্ট এ না থাকলে একে রি প্রসেস করে দিতে হবে ।

এই কারনে ডাইং বা গার্মেন্টস আপনি যে ডিপার্টমেন্ট এর ওভেন আইটেম ফলোআপ করেন না কেনো আপনাকে কোন ফল্টের বিষয়ে জানালে আগে ওয়াস করতে বলে, যদিও অনেকে বলতে পারে ওয়াস লাগবে না তার পরো করে নেয়াতে হবে ।


ওভেন ফেব্রিকের সমস্যা এবং গার্মেন্টস ওয়াস

ওভেন ফেব্রিকের সমস্যা এবং ওয়াসঃ



ওভেন ফেব্রিকের ক্ষত্রে প্রায় সকল অর্ডারে গার্মেন্টস ওয়াসের রিকয়ারমেন্ট থাকে আমরা দেখি যে অনেক সময় আমাদের ডাইং ফিনিশিং এর পর আমাদের ওভেন ফেব্রিকে অনেক প্রকার ফল্ট দেখা যায় যেমন ক্রিজ মার্ক লাইন মার্ক স্পট পিন হোল সহ অনেক সমস্যা ।  যার ইন্সপেকশন এর সময় ধরা হয় ।  যেহেতু ওভেন ফেব্রিক ওয়াস হয় তাই ওয়াসের  পর ফেব্রিকে এনজাইম সিলিকন ট্রাম্বল করার পর ফেব্রিক ফুলে ওঠে যার ফলে অনেক ফল্ট মিনিমাইজ হয়ে যায়।  তাই এই ফল্ট গুলি ধরাপড়ার পর এটা গার্মেন্টস থাকবে কিনা বা ইনপেক্ট কেমন হবে তা চেক করার জন্য কাপড় ১/২ মিটার কেটে সেলভেজ টু সেলভেজ সাইড সেলাই করে গার্মেন্টস ওয়াসে দেয়া হয় যা গার্মেন্টস কি টাইপের ওয়াস হবে তার ফেব্রিক সেইম ফর্মুলায় ওয়াস করে দেখা হয় ।  ওয়াসের পর যদি প্রবলেম দেখা না যায় তবে তাকে ডেলিভারি দেয়া হয় না হয় একে আবার রিপ্রসেস পাঠানো হয় ।  ওভেনের ক্ষত্রে এটা সম্ভব হলেও নীটের ক্ষত্রে এটা মোটেই সম্ভব না।

ওভেনের ক্ষত্রে কম কথা ফল্ট ধরা পড়েছে  কিছু সিদ্ধান্ত দেয়ার আগে একে ওয়াসে পাঠাণ পরে তা দেখে সিদ্ধান্ত নিন কি করবেন । ফল্ট বোঝা না গেলে কোন অসুবিধা নেই ।  আর গার্মেন্টস ওয়াস রিকয়ারমেন্ট এ না থাকলে একে রি প্রসেস করে দিতে হবে ।

এই কারনে ডাইং বা গার্মেন্টস আপনি যে ডিপার্টমেন্ট এর ওভেন আইটেম ফলোআপ করেন না কেনো আপনাকে কোন ফল্টের বিষয়ে জানালে আগে ওয়াস করতে বলে, যদিও অনেকে বলতে পারে ওয়াস লাগবে না তার পরো করে নেয়াতে হবে ।


কোন মন্তব্য নেই: