মার্চেন্ডাইজিং ও বায়িং চাকরি বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র।
এসব থেকে এড়িয়ে থাকুন
রাজধানীতে চাকরি বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র নিয়ে ফরম পূরণ করলেই ১৫ হাজার টাকা বেতনের চাকরি। এই সংঘবদ্ধ চক্রটি যুবক বেকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরির কথা বলে তাদের ফাঁদে ফেল নানা কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে হয়রানি করা হচ্ছে। রাজধানী ঘুরে দেখা যায় এই সঙ্গবদ্ধচক্রটি শহরে বিভিন্ন রাস্তার পাশে, দেয়ালে, বাসে লোভনীয় চাকরির বিজ্ঞপ্তির পোস্টার, দেয়ালিকা, পত্রিকায় বিজ্ঞাপন, দিয়ে আকৃষ্ট করছে বেকার তরুণ-তরুণীদের। গ্রাম থেকে আসা সহজ সরল বেকার যুবক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে রাস্তায় বের হলে দেখা যায় পার্টাইম/পুলটাইম চাকরির বিজ্ঞপ্তি। লুকাল গাড়ির জানালা ছোট লিপলেট আকারে, রাজধানীর জনাকীর্ণ স্থানগুলোর রাস্তার পাশে এসব পোস্টার শুভা পাচ্ছে। সরকার অনুমোদিত বৃহৎ গ্রুপ অব কোম্পানিজ, ফ্যাশন হাউস, গার্মেন্ট, বায়িং হাউস, বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিতে উচ্চ বেতনে পার্টটাইম/পুলটাইম চাকরি। কিছু সংখ্যক দক্ষ/অদক্ষ পুরুষ/মহিলা জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। এসব বিজ্ঞপ্তিতে বড় বড় প্রতিষ্ঠান কর্পোরেট হাউজের নাম ব্যবহার হচ্ছে। লেখা থাকে মার্চেন্ডাইজার, সুপারভাইজার, অডিটর, কোম্পানির ম্যানেজার, সহকারী ম্যানেজার, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, পার্ট টাইম/পুলটাইম এ রকম নানা পদের নিয়োগের জন্য প্রার্থী আহ্বান করা হয়। বিজ্ঞাপনে লোভনীয় বেতনসহ নানা সুযোগ-সুবিধা যেমন, যে কোন জেলা ও থানার প্রার্থীগণ আবেদন করতে পারবে, প্রতিমাসে ৫ তারিখে বেতন, বছরে দুই ঈদে বোনাস/হাজীরা/ta/da, কর্মস্থলে পাশাপাশি থাকা-খাওয়ার সু-ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়। চাকরি পেতে কোনো অভিজ্ঞতা ও জামানত লাগবে না এ রকম শর্ত নিয়োগ যেমন শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, ২কপি ছবি নিয়ে যেতে বলা হয়।
প্রথমে অফিসে ঢুকতেই রিসিপশনে বসা অল্প বয়সে ভদ্র মেয়ে। ঢুকার সঙ্গে সঙ্গে তিনি আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি বিজ্ঞাপন দেখে ফোন দিয়েছিলেন, বললাম হ্যাঁ। কোন নম্বরে ফোন দিয়েছেন, নাম্বারটি বলুন তো, একটি খাতা নিয়ে তিনি লিখলেন এবং নাম ও জেলা কোথায় জিজ্ঞেস করে খাতায় এন্ট্রি করে আমাকে বসতে বললেন। ১০ মিনিট বসার পর আমি বললাম আপু দেরি হবে কি? রিসিপশনের মেয়েটি বলে স্যার ব্যাস্ত আছেন বসুন আপনাকে ডাকবে। ৫ মিনিট পর আমাকে স্যার ডাকলেন, ভিতরে ঢোকার পর আমাকে বসতে বললেন, প্রথমে স্যার আমাকে জিজ্ঞস করলেন আপনার জেলা কোথায়, ঢাকা কোথায় থাকেন, এখন কি করছেন, আগে কোথাও জব করতেন কি না। আমি তার সব কথার উত্তর দিলে স্যার আমাকে বললেন, আচ্ছা আগে আপনি আমাদের ওখানে একটি ফরম আছে ৫০০ টাকা দিয়ে পুরণ করে আমার সঙ্গে দেখা করেন। আমি জিজ্ঞেস করলাম ফরম পুরণ করার আগে কি বিস্তারিত কথা বলা যাবে? বলল না, প্রথমে একটি ফরম পুরণ করতে হবে।
তার পর বিস্তারিত দেখে আমরা আপনার সঙ্গে কথা বলব। আমি জিজ্ঞেস করলাম এর পর কোন শর্ত থাকবে। হ্যাঁ প্রথমে আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। উত্তীর্ণ হলেই চাকরি। প্রথম মাসে বেতন ১২ হাজার টাকা, তিন মাস পর ১৫ হাজার পাবেন। অফিসে সময় দিতে হবে সপ্তাহে ৫ দিন। জীবন বীমা করার জন্য আড়াই হাজার টাকা লাগবে। প্রথম মাসের বেতন থেকে অর্ধেক টাকা কেটে রাখা হবে। কিন্তু এর পেছনে আরো অনেক প্রতারণা রয়েছে জানা যায় একজন প্রতারিত যুবক মো. বেলাল হোসাইন কাছ থেকে। ১৫ হাজার টাকা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে এই চক্র। প্রথমে সে ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করে। তার পর তাকে প্রাথমিক পরীক্ষা নিয়ে বলে আপনাকে মার্চেন্ডাইজিং ট্রেনিং দিয়ে ১৫ হাজার টাকার বেতনের চাকরি দিব। এজন্য আপনাকে ট্রেনিং নিতে হবে এক মাস। ট্রেনিং ফিস ৫ হাজার টাকা এবং এক মাসের মেসে ভাড়া ৩ হাজার টাকা। পরে যে মেসে থাকতে দেয়া হয়, এই মেস নিজেদের লোকেই চালায়। সব টাকা নেয়ার পর তার সঙ্গে খারাপ আচরণ ও নিন্ম মানের খাবার দেয়া হয়। যেন সে বাধ্য হয়ে চলে যায়। এভাবেই চাকরি প্রার্থী যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
আমরা সবাই সঠিক পথে যাবো ।এই আশা করবোআ পনারা যদি মার্চেন্ডাইজিং কোর্স করতে চান তাহলে
আপনি সঠিক প্রতিষ্ঠান গিয়ে আলোচনা করে তারপর বুজে সুনে সিদান্ত নিবেন।
তাই বলবো আপনারা সবাই প্রতারক থেকে দুরে থাকুন]
এসব থেকে এড়িয়ে থাকুন
রাজধানীতে চাকরি বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র নিয়ে ফরম পূরণ করলেই ১৫ হাজার টাকা বেতনের চাকরি। এই সংঘবদ্ধ চক্রটি যুবক বেকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরির কথা বলে তাদের ফাঁদে ফেল নানা কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে হয়রানি করা হচ্ছে। রাজধানী ঘুরে দেখা যায় এই সঙ্গবদ্ধচক্রটি শহরে বিভিন্ন রাস্তার পাশে, দেয়ালে, বাসে লোভনীয় চাকরির বিজ্ঞপ্তির পোস্টার, দেয়ালিকা, পত্রিকায় বিজ্ঞাপন, দিয়ে আকৃষ্ট করছে বেকার তরুণ-তরুণীদের। গ্রাম থেকে আসা সহজ সরল বেকার যুবক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে রাস্তায় বের হলে দেখা যায় পার্টাইম/পুলটাইম চাকরির বিজ্ঞপ্তি। লুকাল গাড়ির জানালা ছোট লিপলেট আকারে, রাজধানীর জনাকীর্ণ স্থানগুলোর রাস্তার পাশে এসব পোস্টার শুভা পাচ্ছে। সরকার অনুমোদিত বৃহৎ গ্রুপ অব কোম্পানিজ, ফ্যাশন হাউস, গার্মেন্ট, বায়িং হাউস, বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিতে উচ্চ বেতনে পার্টটাইম/পুলটাইম চাকরি। কিছু সংখ্যক দক্ষ/অদক্ষ পুরুষ/মহিলা জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। এসব বিজ্ঞপ্তিতে বড় বড় প্রতিষ্ঠান কর্পোরেট হাউজের নাম ব্যবহার হচ্ছে। লেখা থাকে মার্চেন্ডাইজার, সুপারভাইজার, অডিটর, কোম্পানির ম্যানেজার, সহকারী ম্যানেজার, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, পার্ট টাইম/পুলটাইম এ রকম নানা পদের নিয়োগের জন্য প্রার্থী আহ্বান করা হয়। বিজ্ঞাপনে লোভনীয় বেতনসহ নানা সুযোগ-সুবিধা যেমন, যে কোন জেলা ও থানার প্রার্থীগণ আবেদন করতে পারবে, প্রতিমাসে ৫ তারিখে বেতন, বছরে দুই ঈদে বোনাস/হাজীরা/ta/da, কর্মস্থলে পাশাপাশি থাকা-খাওয়ার সু-ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়। চাকরি পেতে কোনো অভিজ্ঞতা ও জামানত লাগবে না এ রকম শর্ত নিয়োগ যেমন শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, ২কপি ছবি নিয়ে যেতে বলা হয়।
প্রথমে অফিসে ঢুকতেই রিসিপশনে বসা অল্প বয়সে ভদ্র মেয়ে। ঢুকার সঙ্গে সঙ্গে তিনি আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি বিজ্ঞাপন দেখে ফোন দিয়েছিলেন, বললাম হ্যাঁ। কোন নম্বরে ফোন দিয়েছেন, নাম্বারটি বলুন তো, একটি খাতা নিয়ে তিনি লিখলেন এবং নাম ও জেলা কোথায় জিজ্ঞেস করে খাতায় এন্ট্রি করে আমাকে বসতে বললেন। ১০ মিনিট বসার পর আমি বললাম আপু দেরি হবে কি? রিসিপশনের মেয়েটি বলে স্যার ব্যাস্ত আছেন বসুন আপনাকে ডাকবে। ৫ মিনিট পর আমাকে স্যার ডাকলেন, ভিতরে ঢোকার পর আমাকে বসতে বললেন, প্রথমে স্যার আমাকে জিজ্ঞস করলেন আপনার জেলা কোথায়, ঢাকা কোথায় থাকেন, এখন কি করছেন, আগে কোথাও জব করতেন কি না। আমি তার সব কথার উত্তর দিলে স্যার আমাকে বললেন, আচ্ছা আগে আপনি আমাদের ওখানে একটি ফরম আছে ৫০০ টাকা দিয়ে পুরণ করে আমার সঙ্গে দেখা করেন। আমি জিজ্ঞেস করলাম ফরম পুরণ করার আগে কি বিস্তারিত কথা বলা যাবে? বলল না, প্রথমে একটি ফরম পুরণ করতে হবে।
তার পর বিস্তারিত দেখে আমরা আপনার সঙ্গে কথা বলব। আমি জিজ্ঞেস করলাম এর পর কোন শর্ত থাকবে। হ্যাঁ প্রথমে আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। উত্তীর্ণ হলেই চাকরি। প্রথম মাসে বেতন ১২ হাজার টাকা, তিন মাস পর ১৫ হাজার পাবেন। অফিসে সময় দিতে হবে সপ্তাহে ৫ দিন। জীবন বীমা করার জন্য আড়াই হাজার টাকা লাগবে। প্রথম মাসের বেতন থেকে অর্ধেক টাকা কেটে রাখা হবে। কিন্তু এর পেছনে আরো অনেক প্রতারণা রয়েছে জানা যায় একজন প্রতারিত যুবক মো. বেলাল হোসাইন কাছ থেকে। ১৫ হাজার টাকা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে এই চক্র। প্রথমে সে ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করে। তার পর তাকে প্রাথমিক পরীক্ষা নিয়ে বলে আপনাকে মার্চেন্ডাইজিং ট্রেনিং দিয়ে ১৫ হাজার টাকার বেতনের চাকরি দিব। এজন্য আপনাকে ট্রেনিং নিতে হবে এক মাস। ট্রেনিং ফিস ৫ হাজার টাকা এবং এক মাসের মেসে ভাড়া ৩ হাজার টাকা। পরে যে মেসে থাকতে দেয়া হয়, এই মেস নিজেদের লোকেই চালায়। সব টাকা নেয়ার পর তার সঙ্গে খারাপ আচরণ ও নিন্ম মানের খাবার দেয়া হয়। যেন সে বাধ্য হয়ে চলে যায়। এভাবেই চাকরি প্রার্থী যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
আমরা সবাই সঠিক পথে যাবো ।এই আশা করবোআ পনারা যদি মার্চেন্ডাইজিং কোর্স করতে চান তাহলে
আপনি সঠিক প্রতিষ্ঠান গিয়ে আলোচনা করে তারপর বুজে সুনে সিদান্ত নিবেন।
তাই বলবো আপনারা সবাই প্রতারক থেকে দুরে থাকুন]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন