টেক্সটাইল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (R&D) ডিপার্টমেন্ট - Textile Lab | Textile Learning Blog
রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (R&D) ডিপার্টমেন্ট

রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (R&D) ডিপার্টমেন্ট বেশিরভাগ টেক্সটাইল মিলে নতুন সংযোজন হলেও সময়ের সাথে সাথে এর গুরুত্ব যেমন বেড়েছে, সেই সাথে আর এন্ড ডি ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট দক্ষ জনশক্তির চাহিদাও বেড়েছে টেক্সটাইল সেক্টরে ।

একটা সময় ছিল যখন বাংলাদেশ হতে বেসিক নিট কাপড় যেমন- সিংগেল জার্সি, পিকে, রিব কাপড়ের তৈরি পোষাকই বিদেশে বেশি রপ্তানি হত ।সময়ের সাথে সাথে ট্রেন্ড চেঞ্জ হয়েছে । কনজুমারদের রুচিশীলতায় এসেছে পরিবর্তন । ।ব্যতিক্রমধর্মী পোষাক/কাপড়ের চাহিদা বেড়েছে । বছরের পর বছর প্রায় একই কনস্ট্রাকশনে তৈরি কাপড়ের পোষাক বিক্রি করে প্রতিযোগিতামূলক মার্কেটে ক্রেতা ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে বিশ্বব্যাপী বিস্তৃত রিটেইলারদের জন্য ।

রিটেইলার কোম্পানিগুলোর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম মার্কেট বিশ্লেষন করে ক্রেতাদের রুচি আর চাহিদার কথা মাথায় রেখে কাপড়ের কনস্ট্রাকশন, ডিজাইন, কালার, কোয়ালিটিতে এড করেছে নতুন নতুন মাত্রা । স্থানীয় ও আন্তর্জাতিক বায়িং হাউজগুলো ঘুরে নতুন নতুন সব কনস্ট্রাকশন, ডিজাইন, কালার, কোয়ালিটির কাপড়ের সোয়াচগুলো পৌঁছতে শুরু করে টেক্সটাইল মিলগুলোয় ।

বেসিক কনসট্রাকশনের কাপড় তৈরিতে অভ্যস্থ টেক্সটাইল মিলগুলোর জন্য বায়ারদের নিত্যনতুন সব কনস্ট্রাকশন, কালার, ডিজাইন, কোয়ালিটি্র কাপড় নিয়ে গবেষনা ও ডেভেলপ করার প্রয়োজনীয়তা থেকে তৈরি হয় আলাদা ডিপার্টমেন্ট – R & D (Research & Development) । প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বেশিরভাগ টেক্সটাইল মিল চালু করে নিজস্ব আর এন্ড ডি ডিপার্টমেন্ট । আর এন্ড ডি ডিপার্টমেন্টে চাহিদা বাড়তে শুরু করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ।


চাহিদার তুলনায় দক্ষ আর এন্ড ডি স্পেশালিস্টের সংখ্যা কম হওয়ায় বেড়েছে সুযোগ-সুবিধা । টেক্সটাইল মিলের পাশাপাশি বায়িং হাউজগুলোতেও আর এন্ড স্পেশালিস্টের জবের সুযোগ সৃষ্টি হয়েছে । তবে ভালো একজন আর এন্ড ডি স্পেশালিস্ট হওয়ার জন্য টেকনিক্যাল স্কিলের পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপিং সমসাময়িক স্কিলগুলোরও বিকল্প নেই ।

    

লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )


টেক্সটাইল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (R&D) ডিপার্টমেন্ট

রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (R&D) ডিপার্টমেন্ট

রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (R&D) ডিপার্টমেন্ট বেশিরভাগ টেক্সটাইল মিলে নতুন সংযোজন হলেও সময়ের সাথে সাথে এর গুরুত্ব যেমন বেড়েছে, সেই সাথে আর এন্ড ডি ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট দক্ষ জনশক্তির চাহিদাও বেড়েছে টেক্সটাইল সেক্টরে ।

একটা সময় ছিল যখন বাংলাদেশ হতে বেসিক নিট কাপড় যেমন- সিংগেল জার্সি, পিকে, রিব কাপড়ের তৈরি পোষাকই বিদেশে বেশি রপ্তানি হত ।সময়ের সাথে সাথে ট্রেন্ড চেঞ্জ হয়েছে । কনজুমারদের রুচিশীলতায় এসেছে পরিবর্তন । ।ব্যতিক্রমধর্মী পোষাক/কাপড়ের চাহিদা বেড়েছে । বছরের পর বছর প্রায় একই কনস্ট্রাকশনে তৈরি কাপড়ের পোষাক বিক্রি করে প্রতিযোগিতামূলক মার্কেটে ক্রেতা ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে বিশ্বব্যাপী বিস্তৃত রিটেইলারদের জন্য ।

রিটেইলার কোম্পানিগুলোর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম মার্কেট বিশ্লেষন করে ক্রেতাদের রুচি আর চাহিদার কথা মাথায় রেখে কাপড়ের কনস্ট্রাকশন, ডিজাইন, কালার, কোয়ালিটিতে এড করেছে নতুন নতুন মাত্রা । স্থানীয় ও আন্তর্জাতিক বায়িং হাউজগুলো ঘুরে নতুন নতুন সব কনস্ট্রাকশন, ডিজাইন, কালার, কোয়ালিটির কাপড়ের সোয়াচগুলো পৌঁছতে শুরু করে টেক্সটাইল মিলগুলোয় ।

বেসিক কনসট্রাকশনের কাপড় তৈরিতে অভ্যস্থ টেক্সটাইল মিলগুলোর জন্য বায়ারদের নিত্যনতুন সব কনস্ট্রাকশন, কালার, ডিজাইন, কোয়ালিটি্র কাপড় নিয়ে গবেষনা ও ডেভেলপ করার প্রয়োজনীয়তা থেকে তৈরি হয় আলাদা ডিপার্টমেন্ট – R & D (Research & Development) । প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বেশিরভাগ টেক্সটাইল মিল চালু করে নিজস্ব আর এন্ড ডি ডিপার্টমেন্ট । আর এন্ড ডি ডিপার্টমেন্টে চাহিদা বাড়তে শুরু করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ।


চাহিদার তুলনায় দক্ষ আর এন্ড ডি স্পেশালিস্টের সংখ্যা কম হওয়ায় বেড়েছে সুযোগ-সুবিধা । টেক্সটাইল মিলের পাশাপাশি বায়িং হাউজগুলোতেও আর এন্ড স্পেশালিস্টের জবের সুযোগ সৃষ্টি হয়েছে । তবে ভালো একজন আর এন্ড ডি স্পেশালিস্ট হওয়ার জন্য টেকনিক্যাল স্কিলের পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপিং সমসাময়িক স্কিলগুলোরও বিকল্প নেই ।

    

লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )


কোন মন্তব্য নেই: