Fabric কালার ফাস্টনেস | Color Fastness - Textile Lab | Textile Learning Blog
ইন্টারভিউ বোর্ডে বিশেষত ডাইং-ফিনিশিং-মার্চেন্ডাইজিং জব ইন্টারভিউতে  টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য অতি  গুরত্বপূর্ণ একটি টার্ম "কালার ফাস্টনেস (Color Fastness)" । নিচের পোস্ট থেকে কালার ফাস্টনেস বিষয়ে জেনে নিন, কনফিডেন্স বাড়ান ।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট মাত্রই “কালার ফাস্টনেস (Color Fastness) টার্ম এর সাথে অত্যন্ত পরিচিত । যারা ওয়েট প্রসেসিং এ পড়েন এ শব্দটির সাথে তাদের পরিচয় অনেক বেশি । ওয়েট প্রসেসিং যাদের মেজর সাবজেক্ট নয় তাদেরকেও টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল (TTQC) সাবজেক্টে “কালার ফাস্টনেস” টার্মটি কমবেশি পড়তে হয় ।

কালার ফাস্টনেস (Color Fastness) এর বাংলা অর্থ রং এর স্থায়িত্ব । কাপড়কে বিভিন্ন পদ্ধতি যেমন – সাধারন পানি, ডীটারজেন্ট, সমুদ্রের পানিতে  ধৌত করার পর এবং উঠা-বসা-শোয়ার সময় কাপড়ের সাথে বিভিন্ন অংশের সাথে (যেমনঃ চেয়ার, সোফা, বিছানা) ঘর্ষনজনিত কারনে রং উঠার পরিমান নির্ণয় করা হয় কালার ফাস্টনেস রেটিং দ্বারা । এ ক্ষেত্রে গ্রে স্কেল (grey scale) ব্যবহৃত হয় । কাপড়কে রোদে শুকাতে দেওয়ার ফলে রং জ্বলে যাওয়ার পরিমান কালার ফাস্টনেস টু লাইট টেস্ট দ্বারা নির্ণয় করা হয় ।

গ্রে স্কেলে ১ থেকে ৫ পর্যন্ত রেটিং দেওয়া থাকে । কাপড়ের কিছু অংশকে ওয়াশ করার পর আনওয়াশড কাপড়ের সাথে তুলনা করে রং এর স্থায়িত্ব তথা কালার ফাস্টনেস নির্নয় করা হয়। ধোয়ার পর কাপড়ের রং যদি ধোয়ার পূর্বে যেমন ছিলে তেমনি থাকে তাহলে ঐ কাপড়ের কালার ফাস্টনেস রেটিং ৫ মানে অত্যন্ত ভালো (excellent)। যদি ধোয়ার পর রং একেবারেই সামান্য উঠে তবে গ্রে স্কেলের রেটিং ৪ (good) হওয়ার সম্ভাবনা বেশি । ধোয়ার পর মাঝারি পরিমান রং উঠে গেলে রেটিং হবে ৩ (Fair) । আরো বেশি উঠলে হবে ২ (poor)। ধোয়ার পর যদি প্রায় পুরোপুরি রং উঠে যায় তবে রেটিং হবে ১ (very poor) । 

অবশ্য প্রত্যেক গ্রেডিং এর মাঝে হাফ গ্রেডিং আছে । যেমন ১, ১/২, ২, ২/৩, ৩, ৩/৪, ৪, ৪/৫, ৫ কমপেয়ার করে গ্রেডিং নির্ণয় করা হয় । গার্মেণ্টস-টেক্সটাইল সেক্টরে এই কালার ফাস্টনেস এক বিরাট গুরুত্বপূর্ণ বিষয় ।  ধোয়ার পর, রোদে শুকাতে দেওয়ার পর, ঘর্ষনজনিত কারনে রং উঠে গেলে কাস্টমারদের নিকট পোষাক বিক্রেতা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয় ।

যে কারনে কালার ফাস্টনেস টেস্টে পাশ না করলে বেশিরভাগ ক্ষেত্রেই গার্ন্টমেন্টস শিপমেন্ট এর অনুমোদন (Approval) পাওয়া যায় না। সব বায়ারের এক নিয়ম নয় । এক্ষেত্রে এক এক বায়ারের এক এক রিকয়ারমেন্ট থাকে ।



লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ ) 

Fabric কালার ফাস্টনেস | Color Fastness

ইন্টারভিউ বোর্ডে বিশেষত ডাইং-ফিনিশিং-মার্চেন্ডাইজিং জব ইন্টারভিউতে  টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য অতি  গুরত্বপূর্ণ একটি টার্ম "কালার ফাস্টনেস (Color Fastness)" । নিচের পোস্ট থেকে কালার ফাস্টনেস বিষয়ে জেনে নিন, কনফিডেন্স বাড়ান ।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট মাত্রই “কালার ফাস্টনেস (Color Fastness) টার্ম এর সাথে অত্যন্ত পরিচিত । যারা ওয়েট প্রসেসিং এ পড়েন এ শব্দটির সাথে তাদের পরিচয় অনেক বেশি । ওয়েট প্রসেসিং যাদের মেজর সাবজেক্ট নয় তাদেরকেও টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল (TTQC) সাবজেক্টে “কালার ফাস্টনেস” টার্মটি কমবেশি পড়তে হয় ।

কালার ফাস্টনেস (Color Fastness) এর বাংলা অর্থ রং এর স্থায়িত্ব । কাপড়কে বিভিন্ন পদ্ধতি যেমন – সাধারন পানি, ডীটারজেন্ট, সমুদ্রের পানিতে  ধৌত করার পর এবং উঠা-বসা-শোয়ার সময় কাপড়ের সাথে বিভিন্ন অংশের সাথে (যেমনঃ চেয়ার, সোফা, বিছানা) ঘর্ষনজনিত কারনে রং উঠার পরিমান নির্ণয় করা হয় কালার ফাস্টনেস রেটিং দ্বারা । এ ক্ষেত্রে গ্রে স্কেল (grey scale) ব্যবহৃত হয় । কাপড়কে রোদে শুকাতে দেওয়ার ফলে রং জ্বলে যাওয়ার পরিমান কালার ফাস্টনেস টু লাইট টেস্ট দ্বারা নির্ণয় করা হয় ।

গ্রে স্কেলে ১ থেকে ৫ পর্যন্ত রেটিং দেওয়া থাকে । কাপড়ের কিছু অংশকে ওয়াশ করার পর আনওয়াশড কাপড়ের সাথে তুলনা করে রং এর স্থায়িত্ব তথা কালার ফাস্টনেস নির্নয় করা হয়। ধোয়ার পর কাপড়ের রং যদি ধোয়ার পূর্বে যেমন ছিলে তেমনি থাকে তাহলে ঐ কাপড়ের কালার ফাস্টনেস রেটিং ৫ মানে অত্যন্ত ভালো (excellent)। যদি ধোয়ার পর রং একেবারেই সামান্য উঠে তবে গ্রে স্কেলের রেটিং ৪ (good) হওয়ার সম্ভাবনা বেশি । ধোয়ার পর মাঝারি পরিমান রং উঠে গেলে রেটিং হবে ৩ (Fair) । আরো বেশি উঠলে হবে ২ (poor)। ধোয়ার পর যদি প্রায় পুরোপুরি রং উঠে যায় তবে রেটিং হবে ১ (very poor) । 

অবশ্য প্রত্যেক গ্রেডিং এর মাঝে হাফ গ্রেডিং আছে । যেমন ১, ১/২, ২, ২/৩, ৩, ৩/৪, ৪, ৪/৫, ৫ কমপেয়ার করে গ্রেডিং নির্ণয় করা হয় । গার্মেণ্টস-টেক্সটাইল সেক্টরে এই কালার ফাস্টনেস এক বিরাট গুরুত্বপূর্ণ বিষয় ।  ধোয়ার পর, রোদে শুকাতে দেওয়ার পর, ঘর্ষনজনিত কারনে রং উঠে গেলে কাস্টমারদের নিকট পোষাক বিক্রেতা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয় ।

যে কারনে কালার ফাস্টনেস টেস্টে পাশ না করলে বেশিরভাগ ক্ষেত্রেই গার্ন্টমেন্টস শিপমেন্ট এর অনুমোদন (Approval) পাওয়া যায় না। সব বায়ারের এক নিয়ম নয় । এক্ষেত্রে এক এক বায়ারের এক এক রিকয়ারমেন্ট থাকে ।



লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ ) 

কোন মন্তব্য নেই: