বায়িং হাউজে জবের জন্য কেমন কোয়ালিফিকেশন বা যোগ্যতা প্রয়োজন? - Textile Lab | Textile Learning Blog
" বায়িং হাউজে জবের জন্য কেমন কোয়ালিফিকেশন বা যোগ্যতা প্রয়োজন? "

উত্তর :
বায়িং হাউজে ডিপার্টমেন্টওয়াইজ শিক্ষাগত যোগ্যতার পার্থক্য হয় । সবার আগে জানা প্রয়োজন বায়িং হাউজে কি কি কাজ হয় এবং একটি পূর্নাঙ্গ বায়িং হাউজে কি কি ডিপার্টমেন্ট থাকে।

বায়িং হাউজ মূলত বাংলাদেশে অবস্থিত গার্মেন্টস-টেক্সটাইল এবং  বিদেশী বায়ারদের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে । প্রতিষ্ঠিত এবং রেপিউটেড বায়িং হাউজগুলোতে নিম্নে উল্লেখিত বিভাগগুলো থাকে   -

♦ সোর্সিং এন্ড মার্চেন্ডাইজিং
♦ কোয়ালিটি এশুরেন্স
♦ কোয়ালিটি কন্ট্রোল
♦ শিপিং এণ্ড কমার্শিয়াল
♦ একাউন্টস
♦ এইচ আর
♦ এডমিন
♦ কম্পলায়ান্স
♦ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
♦ ক্যাড

একটি বায়িং হাউজে সবচেয়ে বেশি জনবল থাকে মার্চেন্ডাইজিং এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে । মার্চেন্ডাইজারদের বিদেশে অবস্থিত বায়ারদের ইমেইল, টেলিফোন, স্কাইপিতে নিয়মিত কমিউনিকেশন করে অর্ডার কনফার্ম করা, ল্যাব ডিপ- স্যাম্পল-ট্রিম কার্ড ইত্যাদি এপ্রুভাল কম্পলিট করতে হয় । সেই সাথে ফ্যাক্টরিতে অর্ডার প্লেস, কস্টিং, প্রোডাকশন ফলোয়াপ করে থাকেন ।

প্রায় সম্পূর্ণ কমিউনিকেশন ইংরেজিতে করা লাগে বিধায় একজন মার্চেন্ডাইজারকে' ইংরেজি  ভারবাল, রাইটিং, লিসনিং এ পারদর্শী হতে হয়। সেই সাতে মাইক্রো সফট ওয়ার্ড, এক্সেল, ফটোশপেও পারদর্শিতা থাকা লাগে । গ্রাজুয়েশন ডিগ্রী থাকলেই বেশিরভাগ মার্চেন্ডাইজিং জবের এপ্লাই করা যায় । বর্তমানে টেক্সটাইল এবং টেক্সটাইল রিলেটেড প্রতিষ্ঠান হতে পাশ করা গ্রাজুয়েটগন মার্চেন্ডাইজিং জবের জন্য প্রাধান্য পেয়ে থাকেন ।

বায়িং হাউজের অন্যান্য ডিপার্টমেন্ট গুলোতে চাকরির জন্য গ্রাজুয়েশন ডিগ্রী থাকলেই এপ্লাই করা যায় । তবে কোয়ালিটি এবং ক্যাড ডিপার্টমেন্টে জবের ক্ষেত্রে অভিজ্ঞদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয় ।
শিপিং,  কমার্শিয়াল, এইচ আর, এডমিন, কম্পলায়ান্স ইত্যাদি বিভাগে চাকরির ক্ষেত্রে বিবিএ, এমবিএ ডিগ্রী ধারীগন প্রাধান্য পান।



লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )
https://www.facebook.com/kaporjama.co/


job

বায়িং হাউজে জবের জন্য কেমন কোয়ালিফিকেশন বা যোগ্যতা প্রয়োজন?

" বায়িং হাউজে জবের জন্য কেমন কোয়ালিফিকেশন বা যোগ্যতা প্রয়োজন? "

উত্তর :
বায়িং হাউজে ডিপার্টমেন্টওয়াইজ শিক্ষাগত যোগ্যতার পার্থক্য হয় । সবার আগে জানা প্রয়োজন বায়িং হাউজে কি কি কাজ হয় এবং একটি পূর্নাঙ্গ বায়িং হাউজে কি কি ডিপার্টমেন্ট থাকে।

বায়িং হাউজ মূলত বাংলাদেশে অবস্থিত গার্মেন্টস-টেক্সটাইল এবং  বিদেশী বায়ারদের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে । প্রতিষ্ঠিত এবং রেপিউটেড বায়িং হাউজগুলোতে নিম্নে উল্লেখিত বিভাগগুলো থাকে   -

♦ সোর্সিং এন্ড মার্চেন্ডাইজিং
♦ কোয়ালিটি এশুরেন্স
♦ কোয়ালিটি কন্ট্রোল
♦ শিপিং এণ্ড কমার্শিয়াল
♦ একাউন্টস
♦ এইচ আর
♦ এডমিন
♦ কম্পলায়ান্স
♦ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
♦ ক্যাড

একটি বায়িং হাউজে সবচেয়ে বেশি জনবল থাকে মার্চেন্ডাইজিং এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে । মার্চেন্ডাইজারদের বিদেশে অবস্থিত বায়ারদের ইমেইল, টেলিফোন, স্কাইপিতে নিয়মিত কমিউনিকেশন করে অর্ডার কনফার্ম করা, ল্যাব ডিপ- স্যাম্পল-ট্রিম কার্ড ইত্যাদি এপ্রুভাল কম্পলিট করতে হয় । সেই সাথে ফ্যাক্টরিতে অর্ডার প্লেস, কস্টিং, প্রোডাকশন ফলোয়াপ করে থাকেন ।

প্রায় সম্পূর্ণ কমিউনিকেশন ইংরেজিতে করা লাগে বিধায় একজন মার্চেন্ডাইজারকে' ইংরেজি  ভারবাল, রাইটিং, লিসনিং এ পারদর্শী হতে হয়। সেই সাতে মাইক্রো সফট ওয়ার্ড, এক্সেল, ফটোশপেও পারদর্শিতা থাকা লাগে । গ্রাজুয়েশন ডিগ্রী থাকলেই বেশিরভাগ মার্চেন্ডাইজিং জবের এপ্লাই করা যায় । বর্তমানে টেক্সটাইল এবং টেক্সটাইল রিলেটেড প্রতিষ্ঠান হতে পাশ করা গ্রাজুয়েটগন মার্চেন্ডাইজিং জবের জন্য প্রাধান্য পেয়ে থাকেন ।

বায়িং হাউজের অন্যান্য ডিপার্টমেন্ট গুলোতে চাকরির জন্য গ্রাজুয়েশন ডিগ্রী থাকলেই এপ্লাই করা যায় । তবে কোয়ালিটি এবং ক্যাড ডিপার্টমেন্টে জবের ক্ষেত্রে অভিজ্ঞদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয় ।
শিপিং,  কমার্শিয়াল, এইচ আর, এডমিন, কম্পলায়ান্স ইত্যাদি বিভাগে চাকরির ক্ষেত্রে বিবিএ, এমবিএ ডিগ্রী ধারীগন প্রাধান্য পান।



লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )
https://www.facebook.com/kaporjama.co/