ডেনিম | জিন্স প্যান্ট - Textile Lab | Textile Learning Blog
ডেনিম কাপড়ে প্রস্তুতকৃত জিন্স প্যান্ট তারুন্যের প্রথম পছন্দ । বৈচিত্র্যময় ডিজাইন, কালার এবং চমৎকার গুনগত মানের জন্যই চাহিদার শীর্ষে জিন্স প্যান্ট ।

বর্তমানে ক্যাজুয়াল ও ফরমাল ওয়্যার হিসেবে বাসা, অফিস, কলেজ, ইউনিভার্সিটি, পার্টি, প্রোগ্রামে ব্যাপকহারে জিন্স প্যান্ট পরতে দেখা যায় ।

বাজারে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের জিন্স প্যান্ট পাওয়া যায় । জিন্স প্যান্ট সম্পর্কিত কিছু সাধারণ বিষয় জানা থাকলে কেনার সময় ভালো মানের প্যান্ট চেনা ও কেনা সহজ হয় । যেমন:

১) কাপড়ের ওজন:

জিন্স প্যান্টের কাপড়ের ওজন সাধারণ প্যান্টের কাপড়ের ওজনের চাইতে বেশি হয় । ভালো মানের জিন্স প্যান্টের কাপড়ের ওজন ১০ আউন্স পার স্কয়ার ইয়ার্ড এর বেশি হয়ে থাকে । গ্রামে হিসেব করলে ৩০০ গ্রাম পার স্কয়ার মিটার । জিন্স প্যান্টের কাপড়ের ওজন ১০ আউন্স বা ৩০০ গ্রাম এর কম হলে কাপড় টেকসই হয় কম এবং স্থায়িত্বও কম হয় । এ ধরনের কাপড়ে প্রস্তুতকৃত প্যান্ট অল্প কিছুদিন পরার পর ঘর্ষনে ঘর্ষনে হাটু ও ক্রচ পয়েন্টের অংশে ক্ষয়ে গিয়ে একসময় ছিড়ে যায় । সুতরাং জিন্স প্যান্ট ক্রয়ের সময় হাত দিয়ে ধরে অভিজ্ঞতা থেকেই অনুমান করুন কাপড়ের ওজন (জিএসএম) ৩০০ এর কাছাকাছি কিংবা বেশি কিনা । এক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা কাজে দেবে ।

২) কাপড়ের সফটনেস তথা কোমলতা :

যেহেতু জিন্স প্যান্টের কাপড়ের ওজন সাধারণ প্যান্টের ওজনের চাইতে বেশি হয়, সেহেতু এ ধরনের কাপড় কিছুটা ভারী হয় । ভারী কাপড় কিছুটা রিজিড তথা দৃঢ় হয় যাহা পরিধান আরামদায়ক নয় । সেজন্য জিন্স প্যান্ট প্রস্তুতির পর বিভিন্ন রকম ওয়াশের মাধ্যমে এর সফটনেস তথা কোমলতা বাড়ানো হয় । ওয়াশ করা জিন্স প্যান্ট হাত দিয়ে স্পর্শ করলে কোমল লাগে । বিপরীতে যেসব জিন্স প্যান্ট ওয়াশ করা হয় না, সেগুলি কিছুটা দৃঢ় (কোমল নয়) হয় যে কারনে পরে আরাম পাওয়া যায় না । সুতরাং জিন্স প্যান্ট ক্রয়ের সময় অবশ্যই ভালোভাবে হ্যান্ডফিল দেখে নিন প্যান্টটি ওয়াশ করা কিনা ।

৩) কাপড়ের ইলাস্টিসিটি তথা সম্প্রসারণ/সংকোচন বৈশিষ্ট্য:

জিন্স প্যান্ট সাধারণত কিছুটা টাইট ফিট হয় এবং বডির সাথে লেগে থাকে । এ ধরনের প্যান্ট পরে হাটা-চলা, উঠা-বসা করা কিছুটা কষ্টকর হয় যদি কাপড়ে স্পান্ডেক্স বা ইলাস্টেন না থাকে । বেশিরভাগক্ষেত্রে এ স্পান্ডেক্স বা ইলাস্টেন লাইক্রা নামে পরিচিত ।

যেসকল জিন্স প্যান্টের কাপড়ে লাইক্রা থাকে সেগুলি উঠা-বসার সময় শরীরের ভাজগুলোর সাথে প্রয়োজনমত প্রসারিত/সংকুচিত হয় যা অত্যন্ত আরামদায়ক । জিন্স প্যান্টের কাপড় হাত দিয়ে টেনে ধরলে যদি সহজে প্রসারিত হয় এবং ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে তাহলে সহজেই বুঝা যায় যে প্যান্টটি লাইক্রা বা ইলাস্টেন রয়েছে । সুতরাং জিন্স প্যান্ট ক্রয়ের সময় অবশ্যই কাপড়ে লাইক্রা আছে কিনা দেখে নিন ।




লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )




ডেনিম | জিন্স প্যান্ট

ডেনিম কাপড়ে প্রস্তুতকৃত জিন্স প্যান্ট তারুন্যের প্রথম পছন্দ । বৈচিত্র্যময় ডিজাইন, কালার এবং চমৎকার গুনগত মানের জন্যই চাহিদার শীর্ষে জিন্স প্যান্ট ।

বর্তমানে ক্যাজুয়াল ও ফরমাল ওয়্যার হিসেবে বাসা, অফিস, কলেজ, ইউনিভার্সিটি, পার্টি, প্রোগ্রামে ব্যাপকহারে জিন্স প্যান্ট পরতে দেখা যায় ।

বাজারে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের জিন্স প্যান্ট পাওয়া যায় । জিন্স প্যান্ট সম্পর্কিত কিছু সাধারণ বিষয় জানা থাকলে কেনার সময় ভালো মানের প্যান্ট চেনা ও কেনা সহজ হয় । যেমন:

১) কাপড়ের ওজন:

জিন্স প্যান্টের কাপড়ের ওজন সাধারণ প্যান্টের কাপড়ের ওজনের চাইতে বেশি হয় । ভালো মানের জিন্স প্যান্টের কাপড়ের ওজন ১০ আউন্স পার স্কয়ার ইয়ার্ড এর বেশি হয়ে থাকে । গ্রামে হিসেব করলে ৩০০ গ্রাম পার স্কয়ার মিটার । জিন্স প্যান্টের কাপড়ের ওজন ১০ আউন্স বা ৩০০ গ্রাম এর কম হলে কাপড় টেকসই হয় কম এবং স্থায়িত্বও কম হয় । এ ধরনের কাপড়ে প্রস্তুতকৃত প্যান্ট অল্প কিছুদিন পরার পর ঘর্ষনে ঘর্ষনে হাটু ও ক্রচ পয়েন্টের অংশে ক্ষয়ে গিয়ে একসময় ছিড়ে যায় । সুতরাং জিন্স প্যান্ট ক্রয়ের সময় হাত দিয়ে ধরে অভিজ্ঞতা থেকেই অনুমান করুন কাপড়ের ওজন (জিএসএম) ৩০০ এর কাছাকাছি কিংবা বেশি কিনা । এক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা কাজে দেবে ।

২) কাপড়ের সফটনেস তথা কোমলতা :

যেহেতু জিন্স প্যান্টের কাপড়ের ওজন সাধারণ প্যান্টের ওজনের চাইতে বেশি হয়, সেহেতু এ ধরনের কাপড় কিছুটা ভারী হয় । ভারী কাপড় কিছুটা রিজিড তথা দৃঢ় হয় যাহা পরিধান আরামদায়ক নয় । সেজন্য জিন্স প্যান্ট প্রস্তুতির পর বিভিন্ন রকম ওয়াশের মাধ্যমে এর সফটনেস তথা কোমলতা বাড়ানো হয় । ওয়াশ করা জিন্স প্যান্ট হাত দিয়ে স্পর্শ করলে কোমল লাগে । বিপরীতে যেসব জিন্স প্যান্ট ওয়াশ করা হয় না, সেগুলি কিছুটা দৃঢ় (কোমল নয়) হয় যে কারনে পরে আরাম পাওয়া যায় না । সুতরাং জিন্স প্যান্ট ক্রয়ের সময় অবশ্যই ভালোভাবে হ্যান্ডফিল দেখে নিন প্যান্টটি ওয়াশ করা কিনা ।

৩) কাপড়ের ইলাস্টিসিটি তথা সম্প্রসারণ/সংকোচন বৈশিষ্ট্য:

জিন্স প্যান্ট সাধারণত কিছুটা টাইট ফিট হয় এবং বডির সাথে লেগে থাকে । এ ধরনের প্যান্ট পরে হাটা-চলা, উঠা-বসা করা কিছুটা কষ্টকর হয় যদি কাপড়ে স্পান্ডেক্স বা ইলাস্টেন না থাকে । বেশিরভাগক্ষেত্রে এ স্পান্ডেক্স বা ইলাস্টেন লাইক্রা নামে পরিচিত ।

যেসকল জিন্স প্যান্টের কাপড়ে লাইক্রা থাকে সেগুলি উঠা-বসার সময় শরীরের ভাজগুলোর সাথে প্রয়োজনমত প্রসারিত/সংকুচিত হয় যা অত্যন্ত আরামদায়ক । জিন্স প্যান্টের কাপড় হাত দিয়ে টেনে ধরলে যদি সহজে প্রসারিত হয় এবং ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে তাহলে সহজেই বুঝা যায় যে প্যান্টটি লাইক্রা বা ইলাস্টেন রয়েছে । সুতরাং জিন্স প্যান্ট ক্রয়ের সময় অবশ্যই কাপড়ে লাইক্রা আছে কিনা দেখে নিন ।




লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )




কোন মন্তব্য নেই: