নিজেই জেনে নিন আপনার জামা তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন - Textile Lab | Textile Learning Blog
নিজেই জেনে নিন আপনার জামা তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন :

* ইঞ্চি টেপ দিয়ে প্রথমে বুকের মাপ নিন

(বগলের এক ইঞ্চি পরিমান নিচে ইঞ্চি টেপের শূন্য নির্দেশিত প্রান্ত ধরে ইঞ্চি টেপকে বুকের উপর দিয়ে টেনে অপর বগলের এক ইঞ্চি নিচ দিয়ে পিঠের উপর দিয়ে ঘুরিয়ে এনে যেখানে ইঞ্চি টেপের শূন্য নির্দেশিত প্রথম প্রান্ত ধরা হয়েছে সেখানে এনে ইঞ্চি টেপের যত ইঞ্চি শেষ হয়েছে সেটিই বুকের মাপ)

* তারপর ঘাড় বরাবর ঠিক কলারের উপরের অংশ হতে ইঞ্চি টেপ ধরে পিঠ বরারর নিচের দিকে যতটুকু লম্বা জামা পরেন সেই মাপ নিন ।

* পরিশেষে বাহু এবং কাঁধের সংযোগস্থল হতে কব্জি পর্যন্ত মেপে নিয়ে হাতার মাপ নিয়ে নিচের ফরমুলা দিয়ে জেনে নিন আপনার জামা তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন ।

উদাহরণস্বরুপ :
বুকের মাপ - ৪০ ইঞ্চি
ঘাড় হতে পিঠ বরাবর জামার লম্বা - ৩৩ ইঞ্চি
হাতার মাপ - ২২ ইঞ্চি
কাপড়ের প্রস্থ - ৫৬ ইঞ্চি

জামা তৈরিতে প্রয়োজনীয় কাপড়ের পরিমান

      বুকের মাপ x (জামার লম্বা দৈর্ঘ + হাতার মাপ)
= -----------------------------------------------------------   গজ
                    কাপড়ের প্রস্থ x ৩৬

          ৪০ x (৩৩+২২)
=    -------------------------- গজ
             ৫৬x ৩৬
= ১.০৯ গজ

= (১.০৯ + ১৫%) গজ

(এখানে ১৫% ওয়েস্টেজ । কারন কাপড় থেকে পোষাক তৈরির সময় কিছু টুকরো বের হয় যেগুলো কাজে লাগে না)
= ১.২৫ গজ

এখানে সোয়া গজ কাপড়ের প্রয়োজন । শরীরের গঠন ও মাপের ভিন্নতার সাথে সাথে প্রয়োজনীয় কাপড়ের পরিমানও ভিন্ন হবে ।

বি: দ্র:
* বেশিরভাগ ক্ষেত্রে কাপড়ের প্রস্থ ৫৬ ইঞ্চিই হয় । তবে ৫৬ ইঞ্চির কম-বেশি হতে পারে ।

* বুকের মাপ, হাতার মাপ, জামার লম্বা মাপ - প্রতিটি মাপের সাথে ২ ইঞ্চি এলাউন্স যোগ করে নিন । যেমন : বুকের মাপ ৩৮ ইঞ্চি হলে সাথে অতিরিক্ত ২ ইঞ্চি যোগ করে ফরমুলায় ৪০ ইঞ্চি বসান, জামার লম্বা ৩১ ইঞ্চি হলে সাথে অতিরিক্ত ২ ইঞ্চি যোগ করে ফরমুলায় ৩৩ ইঞ্চি বসান, হাতার মাপ ২০ ইঞ্চি হলে সাথে ২ ইঞ্চি যোগ করে ফরমুলায় ২২ ইঞ্চি বসান । উপরোক্ত ফরমুলায় প্রতিটি মাপের সাথে ২ ইঞ্চি এলাউন্স যোগ করে ফরমুলায় বসানো হয়েছে ।




লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )




নিজেই জেনে নিন আপনার জামা তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন

নিজেই জেনে নিন আপনার জামা তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন :

* ইঞ্চি টেপ দিয়ে প্রথমে বুকের মাপ নিন

(বগলের এক ইঞ্চি পরিমান নিচে ইঞ্চি টেপের শূন্য নির্দেশিত প্রান্ত ধরে ইঞ্চি টেপকে বুকের উপর দিয়ে টেনে অপর বগলের এক ইঞ্চি নিচ দিয়ে পিঠের উপর দিয়ে ঘুরিয়ে এনে যেখানে ইঞ্চি টেপের শূন্য নির্দেশিত প্রথম প্রান্ত ধরা হয়েছে সেখানে এনে ইঞ্চি টেপের যত ইঞ্চি শেষ হয়েছে সেটিই বুকের মাপ)

* তারপর ঘাড় বরাবর ঠিক কলারের উপরের অংশ হতে ইঞ্চি টেপ ধরে পিঠ বরারর নিচের দিকে যতটুকু লম্বা জামা পরেন সেই মাপ নিন ।

* পরিশেষে বাহু এবং কাঁধের সংযোগস্থল হতে কব্জি পর্যন্ত মেপে নিয়ে হাতার মাপ নিয়ে নিচের ফরমুলা দিয়ে জেনে নিন আপনার জামা তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন ।

উদাহরণস্বরুপ :
বুকের মাপ - ৪০ ইঞ্চি
ঘাড় হতে পিঠ বরাবর জামার লম্বা - ৩৩ ইঞ্চি
হাতার মাপ - ২২ ইঞ্চি
কাপড়ের প্রস্থ - ৫৬ ইঞ্চি

জামা তৈরিতে প্রয়োজনীয় কাপড়ের পরিমান

      বুকের মাপ x (জামার লম্বা দৈর্ঘ + হাতার মাপ)
= -----------------------------------------------------------   গজ
                    কাপড়ের প্রস্থ x ৩৬

          ৪০ x (৩৩+২২)
=    -------------------------- গজ
             ৫৬x ৩৬
= ১.০৯ গজ

= (১.০৯ + ১৫%) গজ

(এখানে ১৫% ওয়েস্টেজ । কারন কাপড় থেকে পোষাক তৈরির সময় কিছু টুকরো বের হয় যেগুলো কাজে লাগে না)
= ১.২৫ গজ

এখানে সোয়া গজ কাপড়ের প্রয়োজন । শরীরের গঠন ও মাপের ভিন্নতার সাথে সাথে প্রয়োজনীয় কাপড়ের পরিমানও ভিন্ন হবে ।

বি: দ্র:
* বেশিরভাগ ক্ষেত্রে কাপড়ের প্রস্থ ৫৬ ইঞ্চিই হয় । তবে ৫৬ ইঞ্চির কম-বেশি হতে পারে ।

* বুকের মাপ, হাতার মাপ, জামার লম্বা মাপ - প্রতিটি মাপের সাথে ২ ইঞ্চি এলাউন্স যোগ করে নিন । যেমন : বুকের মাপ ৩৮ ইঞ্চি হলে সাথে অতিরিক্ত ২ ইঞ্চি যোগ করে ফরমুলায় ৪০ ইঞ্চি বসান, জামার লম্বা ৩১ ইঞ্চি হলে সাথে অতিরিক্ত ২ ইঞ্চি যোগ করে ফরমুলায় ৩৩ ইঞ্চি বসান, হাতার মাপ ২০ ইঞ্চি হলে সাথে ২ ইঞ্চি যোগ করে ফরমুলায় ২২ ইঞ্চি বসান । উপরোক্ত ফরমুলায় প্রতিটি মাপের সাথে ২ ইঞ্চি এলাউন্স যোগ করে ফরমুলায় বসানো হয়েছে ।




লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ )




কোন মন্তব্য নেই: