কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলোতে ফ্যাকাল্টিদের মনযোগ দেওয়া উচিৎ - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফেকাল্টিদের প্রতি কিছু আবেদনঃ

১. টেক্সটাইল ক্যারিকুলামের ক্ষত্রে স্টেন্ডার্ড ইউনিভার্সিটির টা ফলো করুন টেক্সটাইল সিলেভাস কারিকুলাম ফলো করতে পারেন । 

২. ক্লাস লেকচারের ক্ষত্রে ভাষা ইংলিশ কে বেছে নিন, কারন টেক্সটাইল গ্লোবাল সেক্টরে এখানে কাজ করতে ভাষা গত দক্ষতা অনেক জরুরী ,  ইউনিভার্সিটি কর্তিপক্ষের জন্য দেখা জরুরী ।  অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর ফেকাল্টি আছেন যারা ফরেইন হায়ার স্টাডি থাকার পরো এরা ক্লসসে বাংলায় স্পিচ দেন ।  বুঝবে না এই উছিলায়  এখন ১০০% ইংলিশ মুভি দেখে অভ্যস্ত তাই আপনার জোর করে হলেও ক্লাসে ইংলিশ লেকচারের চর্চা করুন।

৩. প্রেজেন্টেশন ১০০% যেনো নিখুঁত হয়, ভুল হলে বারে বারে প্রেক্টিস করে ঠিক করুন ।  এখন যদি এদের খারাপ প্রেজেন্টেশনে মার্কস দিয়ে দেন ফিউচারে এরা বায়ারের সামেন, গ্রুপ ডিসকার্সনের সময় এখন ভাংগা ভাংগা প্রেজেন্টেশন দিবে।

৪. এসাইনমেন্টের লেইম টপিক দেয়া ঠিক হয় ।  এসাইনমেন্টের ৯৮% স্টুডেন্ট কপি পেস্ট করে , এর জন্য এসাইনমেন্ট হাতে লিখা দিতে হবে।

৫. ল্যাব রিপোর্ট এর কপি পেস্ট ঠেকাবেন , টাইপ না সব এসাইনমেন্ট হেন্ড রাইটিং করেদিন  ।  ল্যাবে যারা ডেমন্সট্রেটর তারা যেনো প্রিভিয়াস রিপোর্ট না দেয় তার খোজ নিন।

৬. গ্রুপ ডিসকার্শন নিতে হবে, এসাইনমেন্টের এর উপর গ্রুপ ভাইবা ধরতে হবে, কার কি কন্ট্রিবিউশান তা জিজ্ঞেস করতে হবে  ।  গ্রুপ এসাইনমেন্ট এর কার ভুমিকা কি এটা চেক করুন।

৭. ফেকাল্টিদের নিজের জন্য মিল ভিজিটিং জরুরী, তাদের রিসেন্ট প্রসেস এবং টেকনোলজিস সম্পর্কে জানা জরুরী ।

৯. এক্সামে এ সাজেশন দেয়ার প্রথা দূর করুন , এতে স্টুডেন্টদের মাঝে লেইজিনেস তৈরি হয়, ভালো ইন্সটিটিউটে কোন সাজেশন  দেয়া হয় না।

১০. সিট চোথা পরিহার করে বই পড়ার অভ্যাস করান রেফারেন্স বই উল্লেখ করে দিন ।  বই থেকে প্রশ্ন করুন ।  ছেলে মেয়েরা পড়ার জন্য চেস্টা করবে ।

১১. রিসার্চ পেপার জার্নাল সংশ্লিষ্ট থাকুন, স্টুডেন্টদের টিম করে টেক্সটাইল রিসার্চ পেপার কেইস স্টাডিতে কাজ করান ।

১২ ইন্টার্নিশিপ এর সময় ১০০% সুপারভাইজ করুন, আমাদের দেশের স্টুডেন্ট গন মেজরিটির এক সাপ্তাহ পর এদের কন্সেন্ট্রেশন থাকে না এরা তথ্য গুলি রেডিমেট পায় । ফেকাদের উচিৎ এদের কপিরাইট ক্লেইম করে রিপোর্ট রিজেক্ট করা আবার পুনরায় রিপোর্ট করতে বলা।

১৩. ক্লাসে অযথা গল্প করে সময় নস্ট করবেন না,  লেটেস্ট টেকনোলজি এর সাথে আপডেট থাকবেন। ফেক্টরিতে রানিং টেকনোলজি প্রসেস প্যারামিটার দিয়ে কোর্স মডিউল বানাবেন।

১৪.জব ভাইবা ইন্টারভিউ প্রসেস, ককম্পিউটার স্কিল, পাব্লিক স্পিকিং, ডিবেট, ফ্লোর ম্যানেজমেন্ট, হায়ার স্টাডি, গভমেন্ট টেক্সটাইল জব, GRE,IELTS, ইন্ড্রাস্ট্রিয়াল সাইকোলজি এর বিষয়ে স্টুডেন্টদের আগেই প্রয়োজনীয় শিক্ষা দিবেন।

১৫. বিএসসি লেভেলের জন্য ফেকাল্টি মিনিমাম পোস্ট গ্রেজুয়েট হওয়া উচিৎ  এতে করে নলেজ গ্যাপ হবে না।

১৬. মিনিমাম  ৬ মাসের সেমিস্টার  হওয়া উচিৎ  এতে স্টুডেন্টরা পড়ার  পর্যাপ্ত সময় পেয়ে থাকেন।

১৭.  মিড, ক্লাস টেস্ট এসব পরিহার করে ৬ মাসে বা ১ বছরে হলে এক বারি এক্সাম হওয়া উচিৎ ।

১৮. স্টুডেন্টদের এসাইনমেন্ট ,রিসার্চ প্রজেক্ট গুলি গুগলে প্লেগারিজম চেক দেয়া যাতে কেও কপি পেস্ট করতে না পারে ।    এতে স্টুডেন্টরা  ইউনিক কন্টেন্ট করা শিখবে  ,দক্ষতা অনেক বাড়বে।   


কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলোতে ফ্যাকাল্টিদের মনযোগ দেওয়া উচিৎ

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফেকাল্টিদের প্রতি কিছু আবেদনঃ

১. টেক্সটাইল ক্যারিকুলামের ক্ষত্রে স্টেন্ডার্ড ইউনিভার্সিটির টা ফলো করুন টেক্সটাইল সিলেভাস কারিকুলাম ফলো করতে পারেন । 

২. ক্লাস লেকচারের ক্ষত্রে ভাষা ইংলিশ কে বেছে নিন, কারন টেক্সটাইল গ্লোবাল সেক্টরে এখানে কাজ করতে ভাষা গত দক্ষতা অনেক জরুরী ,  ইউনিভার্সিটি কর্তিপক্ষের জন্য দেখা জরুরী ।  অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর ফেকাল্টি আছেন যারা ফরেইন হায়ার স্টাডি থাকার পরো এরা ক্লসসে বাংলায় স্পিচ দেন ।  বুঝবে না এই উছিলায়  এখন ১০০% ইংলিশ মুভি দেখে অভ্যস্ত তাই আপনার জোর করে হলেও ক্লাসে ইংলিশ লেকচারের চর্চা করুন।

৩. প্রেজেন্টেশন ১০০% যেনো নিখুঁত হয়, ভুল হলে বারে বারে প্রেক্টিস করে ঠিক করুন ।  এখন যদি এদের খারাপ প্রেজেন্টেশনে মার্কস দিয়ে দেন ফিউচারে এরা বায়ারের সামেন, গ্রুপ ডিসকার্সনের সময় এখন ভাংগা ভাংগা প্রেজেন্টেশন দিবে।

৪. এসাইনমেন্টের লেইম টপিক দেয়া ঠিক হয় ।  এসাইনমেন্টের ৯৮% স্টুডেন্ট কপি পেস্ট করে , এর জন্য এসাইনমেন্ট হাতে লিখা দিতে হবে।

৫. ল্যাব রিপোর্ট এর কপি পেস্ট ঠেকাবেন , টাইপ না সব এসাইনমেন্ট হেন্ড রাইটিং করেদিন  ।  ল্যাবে যারা ডেমন্সট্রেটর তারা যেনো প্রিভিয়াস রিপোর্ট না দেয় তার খোজ নিন।

৬. গ্রুপ ডিসকার্শন নিতে হবে, এসাইনমেন্টের এর উপর গ্রুপ ভাইবা ধরতে হবে, কার কি কন্ট্রিবিউশান তা জিজ্ঞেস করতে হবে  ।  গ্রুপ এসাইনমেন্ট এর কার ভুমিকা কি এটা চেক করুন।

৭. ফেকাল্টিদের নিজের জন্য মিল ভিজিটিং জরুরী, তাদের রিসেন্ট প্রসেস এবং টেকনোলজিস সম্পর্কে জানা জরুরী ।

৯. এক্সামে এ সাজেশন দেয়ার প্রথা দূর করুন , এতে স্টুডেন্টদের মাঝে লেইজিনেস তৈরি হয়, ভালো ইন্সটিটিউটে কোন সাজেশন  দেয়া হয় না।

১০. সিট চোথা পরিহার করে বই পড়ার অভ্যাস করান রেফারেন্স বই উল্লেখ করে দিন ।  বই থেকে প্রশ্ন করুন ।  ছেলে মেয়েরা পড়ার জন্য চেস্টা করবে ।

১১. রিসার্চ পেপার জার্নাল সংশ্লিষ্ট থাকুন, স্টুডেন্টদের টিম করে টেক্সটাইল রিসার্চ পেপার কেইস স্টাডিতে কাজ করান ।

১২ ইন্টার্নিশিপ এর সময় ১০০% সুপারভাইজ করুন, আমাদের দেশের স্টুডেন্ট গন মেজরিটির এক সাপ্তাহ পর এদের কন্সেন্ট্রেশন থাকে না এরা তথ্য গুলি রেডিমেট পায় । ফেকাদের উচিৎ এদের কপিরাইট ক্লেইম করে রিপোর্ট রিজেক্ট করা আবার পুনরায় রিপোর্ট করতে বলা।

১৩. ক্লাসে অযথা গল্প করে সময় নস্ট করবেন না,  লেটেস্ট টেকনোলজি এর সাথে আপডেট থাকবেন। ফেক্টরিতে রানিং টেকনোলজি প্রসেস প্যারামিটার দিয়ে কোর্স মডিউল বানাবেন।

১৪.জব ভাইবা ইন্টারভিউ প্রসেস, ককম্পিউটার স্কিল, পাব্লিক স্পিকিং, ডিবেট, ফ্লোর ম্যানেজমেন্ট, হায়ার স্টাডি, গভমেন্ট টেক্সটাইল জব, GRE,IELTS, ইন্ড্রাস্ট্রিয়াল সাইকোলজি এর বিষয়ে স্টুডেন্টদের আগেই প্রয়োজনীয় শিক্ষা দিবেন।

১৫. বিএসসি লেভেলের জন্য ফেকাল্টি মিনিমাম পোস্ট গ্রেজুয়েট হওয়া উচিৎ  এতে করে নলেজ গ্যাপ হবে না।

১৬. মিনিমাম  ৬ মাসের সেমিস্টার  হওয়া উচিৎ  এতে স্টুডেন্টরা পড়ার  পর্যাপ্ত সময় পেয়ে থাকেন।

১৭.  মিড, ক্লাস টেস্ট এসব পরিহার করে ৬ মাসে বা ১ বছরে হলে এক বারি এক্সাম হওয়া উচিৎ ।

১৮. স্টুডেন্টদের এসাইনমেন্ট ,রিসার্চ প্রজেক্ট গুলি গুগলে প্লেগারিজম চেক দেয়া যাতে কেও কপি পেস্ট করতে না পারে ।    এতে স্টুডেন্টরা  ইউনিক কন্টেন্ট করা শিখবে  ,দক্ষতা অনেক বাড়বে।   


কোন মন্তব্য নেই: