শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ( STEC ) - Textile Lab | Textile Learning Blog
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ( STEC )



Shyamoli Textile Engineering College

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

Other name :. STEC

Type : Private, Coeducational

Established : 2009

Founder  :  Principle M.A. Sattar

Academic affiliation :. University of Dhaka

Chancellor : Abdul Hamid

Vice-Chancellor : Mohammad Akhtaruzzaman

Principal :. Md. Mufazzal Hossain

Dean :  Md. Hasanuzzaman

Academic staff :  20

Students :  300

Undergraduates :  300

Address : 
Chad Uddan, Mohammadpur (New Campus) / Town Hall, Mohammadpur, Dhaka, 1207, Bangladesh

Language : English

Website : www.stec-edu.org



ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিভুক্ত একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। মোহাাম্মদপুর থানার অধীনে বেড়িবাঁধ বাজারের সন্নিকটে অবস্থিত এই ক্যাম্পাসটি। 

বহুতলা বিশিষ্ট ভবনটির নির্মাতা অধ্যক্ষ  এম এ সাত্তার কর্তৃক নির্মিত 'এম এ সাত্তার ট্রাস্ট ' এর ফান্ড গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই কলেজ। 

বেকারত্ব দূর করার তাগিদে এবং কর্মমুখী শিক্ষার কার্যক্রম প্রসারিত করার জন্য ১৯৭১ সালে 'শ্যামলী আইডিয়াল পলিটেকনিক কলেজ নির্মাণ করার মাধ্যমে এই ফান্ড গ্রুপ নির্মাণের অগ্রগতির কাজ শুরু হয়। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটির কার্যক্রমের সফলত। 

কলেজটির উদ্ভাবনের সময় বুয়েটের উপাচার্য , ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্যক মাননীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । বর্তমানে এই কলেজটির শিক্ষা কার্যক্রম মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর দায়িত্বের অধীনে পরিচালিত হচ্ছে। সার্বক্ষণিক  সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। ব্যাবহারিক ক্লাসরুমে রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব , ইয়ার্ণ থেকে শুরু করে ওয়েট এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রসেসিং এর আধুনিক যন্ত্রপাতি । ছাত্র ছাত্রীদের প্রয়োগ দক্ষতা বৃদ্ধির জন্য প্রতি বছর দুই বার মিল ভিজিটের সুবিধা প্রদান করে আসছে। 




"কর্মমূখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক" এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে বাংলাদেশ এর অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে বর্তমানে টেক্সটাইল শিল্পের চাহিদার সাথে সংগতি রেখে প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী ও শিক্ষিত জনশক্তি যোগানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত "শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ" । 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এর তত্ত্বাবধানে এই কলেজের ভর্তি কার্যক্রম হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রযুক্তি অনুষদ এর ভর্তি পরীক্ষার মাধ্যমে উক্ত কলেজের ২০১৮-১৯ বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ তলা বিশিষ্ট একাডেমীক ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র মোহাম্মদপুর টাউনহল এর পাশে শাহজাহান রোডে অবস্থিত এবং উক্ত কলেজের সুবিশাল আধুনিক উন্নত অবকাঠামো সমৃদ্ধ স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর সাথে বেড়িবাঁধ এলাকায় অবস্থিত। উক্ত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন

Prof.Dr.Engr.Md. Mufazzal Hossain
(Ph.D(USA),M.ScEngr,MBA,L.L.B, PGD.)
(Life Fellow-IEB)
Ex Director Ministry Of Textile

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে টেক্সটাইল জগতে শ্রেষ্ঠ কয়েকজন গুণী মানের শিক্ষক শিক্ষার্থীদের মূল্যবান সময় দিচ্ছেন

শ্রদ্ধেয়,
Prof. Dr.Engr. Shah Alimuzzaman Belal CText.ITI. (U.K.)
Dean Faculty of Textile Engineering
Bangladesh University of Textiles (BUTex)

শ্রদ্ধেয়,
Prof. Dr. Engr. Shaikh Md. Mominul Alam (Dalim)
Dean, Faculty of Science & Engineering.
Bangladesh University of Textiles (BUTex)

শ্রদ্ধেয়,
Prof.Dr.Engr. Abul Kalam (Azad)
Dean,Bangladesh Jute Research Institute (BJRI)

শ্রদ্ধেয়
Prof.Dr.Md Nurul Amin
Phd In Japan
Professor and Chairman
Faculty of Aplied Chemistry and Chemical Engineering (University of Dhaka)

শ্রদ্ধেয়
Prof.Dr. Hasina Akter
Professor And Head Department of Physics( Butex)

শ্রদ্ধেয়
Md Sharif Ahmed
Assistant professor
Department Of Yarn Manufacturing (Butex)

শ্রদ্ধেয়
Prof.Dr.ASM Amanulla
Professor of University of Dhaka and Austrelian University

এরকম বহু গুনের অধিকারী প্রিন্সিপাল স্যার এবং উচ্চমান সম্পন্ন শিক্ষক পেয়ে সকল ছাত্র-ছাত্রী সহ সম্পূর্ণ ক্যাম্পাস নতুন ভাবে নিজেকে সাঁজিয়ে নিচ্ছে ।কলেজ টি সম্পূর্ণ রাজনীতি মুক্ত এবং সি.সি ক্যামেরায় আওতাভুক্ত,যা ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ । 


কলেজের প্রতিটি ক্লাস মাল্টিমিডিয়া এবং প্রজেক্টর দ্বারা ক্লাস নেওয়া হয়ে থাকে ।কলেজটিতে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। এখানে রয়েছে একটি অত্যাধুনিক লাইব্রেরি,আধুনিক মেশিন সমৃদ্ধ ল্যাব এবং ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ওয়াই-ফাই সুবিধা ।


কলেজের ১০ তলা বিশিষ্ট আধুনিক স্বয়ংসম্পূর্ণ বিল্ডিং এ গ্ৰাউন্ড ফ্লোরে রয়েছে টেক্সটাইল এর আধুনিক যন্ত্রপাতি সংবলিত ল্যাব (ব্লো রোম, কার্ডিং, ড্রয়িং ফ্রেম, সিমপ্লেক্স, রিং ফ্রেম, ওয়েভিং সহ অত্যাধুনিক ভারী মেশিনারি) প্রথম ফ্লোরেই রয়েছে সুবিশাল ক্যান্টিন,২য় ফ্লোরে ফ্যাকাল্টি টিচার্স রূম, ৩য় ফ্লোরে সুবিশাল আধুনিক কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী,৪থ ফ্লোরে রয়েছে সুবিশাল ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব ও ক্লাসরূম ,৫ম ফ্লোরে রয়েছে ওয়েই প্রসেসিং ও ফ্রেবিক ল্যাব, ৬ষ্ট ফ্লোরে রয়েছে সুবিশাল গার্মেন্টস ল্যাব ,৮ম ফ্লোরে কমন রুম ও ১০ম ফ্লোরে কনফারেন্স রুম।

এখানকার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ খুবই বন্ধুসুলভ এবং ছাত্র- ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে সর্বদা সাহায্যে করে থাকেন । এখানে রয়েছে শিক্ষার্থীদের জন্য পৃথক উন্নতমানের হোস্টেল সুবিধা।

এই কলেজ এ ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে টেক্সটাইল এর চারটি মূল বিষয়ে পড়ানো হয়-

(১) ইয়ার্ণ ম্যানুফ্যাকচারিং

(২) ফেব্রিক ম্যানুফ্যাকচারিং

(৩) ওয়েট প্রসেসিং

(৪) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং



একাডেমিক কষ্টঃ
  
বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অএ প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদ পত্র প্রদান করা হয়ে থাকে । শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে,সুদক্ষ ও বিশ্বমানের বস্ত্র প্রকৌশলী গড়ে তোলার লক্ষ্যে এবং নেতৃত্বদানের দক্ষতা বাড়ানোর জন্য রয়েছে আরো রয়েছে ব্লাড ডোনেট ক্লাব,ডিভেট ক্লাব, কালচারাল ক্লাব , স্পোর্টস ক্লাব, টেক ক্লাব, কেরিয়ার ক্লাব ।


এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা,বিভিন্ন টুর্নামেন্ট এবং বার্ষিক বনভোজন। "শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে" এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে এবং জাতি ও দেশের সেবায় নিয়োজিত থেকে এদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা।



Location : 
Lalmatia Kacha Bazaar, 14/26, Shahjahan Road, Town Hall(Near, ঢাকা 1207
01995-349040
Established in 1979

Shyamoli Textile Engineering College 
Mohammadpur in Capital City Dhaka, Dhaka-1207
Phone: 02-9143286, 01711529418, 01911946123, Fax: 02-88-9137383



Website : www.stec-edu.org


মোঃ রাসেল হোসেন
Alfred Rasel
৬ষ্ঠ ব্যাচ(৩য় বর্ষ)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ


শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ( STEC )

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ( STEC )



Shyamoli Textile Engineering College

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

Other name :. STEC

Type : Private, Coeducational

Established : 2009

Founder  :  Principle M.A. Sattar

Academic affiliation :. University of Dhaka

Chancellor : Abdul Hamid

Vice-Chancellor : Mohammad Akhtaruzzaman

Principal :. Md. Mufazzal Hossain

Dean :  Md. Hasanuzzaman

Academic staff :  20

Students :  300

Undergraduates :  300

Address : 
Chad Uddan, Mohammadpur (New Campus) / Town Hall, Mohammadpur, Dhaka, 1207, Bangladesh

Language : English

Website : www.stec-edu.org



ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিভুক্ত একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। মোহাাম্মদপুর থানার অধীনে বেড়িবাঁধ বাজারের সন্নিকটে অবস্থিত এই ক্যাম্পাসটি। 

বহুতলা বিশিষ্ট ভবনটির নির্মাতা অধ্যক্ষ  এম এ সাত্তার কর্তৃক নির্মিত 'এম এ সাত্তার ট্রাস্ট ' এর ফান্ড গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই কলেজ। 

বেকারত্ব দূর করার তাগিদে এবং কর্মমুখী শিক্ষার কার্যক্রম প্রসারিত করার জন্য ১৯৭১ সালে 'শ্যামলী আইডিয়াল পলিটেকনিক কলেজ নির্মাণ করার মাধ্যমে এই ফান্ড গ্রুপ নির্মাণের অগ্রগতির কাজ শুরু হয়। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটির কার্যক্রমের সফলত। 

কলেজটির উদ্ভাবনের সময় বুয়েটের উপাচার্য , ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্যক মাননীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । বর্তমানে এই কলেজটির শিক্ষা কার্যক্রম মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর দায়িত্বের অধীনে পরিচালিত হচ্ছে। সার্বক্ষণিক  সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। ব্যাবহারিক ক্লাসরুমে রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব , ইয়ার্ণ থেকে শুরু করে ওয়েট এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রসেসিং এর আধুনিক যন্ত্রপাতি । ছাত্র ছাত্রীদের প্রয়োগ দক্ষতা বৃদ্ধির জন্য প্রতি বছর দুই বার মিল ভিজিটের সুবিধা প্রদান করে আসছে। 




"কর্মমূখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক" এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে বাংলাদেশ এর অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে বর্তমানে টেক্সটাইল শিল্পের চাহিদার সাথে সংগতি রেখে প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী ও শিক্ষিত জনশক্তি যোগানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত "শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ" । 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এর তত্ত্বাবধানে এই কলেজের ভর্তি কার্যক্রম হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রযুক্তি অনুষদ এর ভর্তি পরীক্ষার মাধ্যমে উক্ত কলেজের ২০১৮-১৯ বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ তলা বিশিষ্ট একাডেমীক ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র মোহাম্মদপুর টাউনহল এর পাশে শাহজাহান রোডে অবস্থিত এবং উক্ত কলেজের সুবিশাল আধুনিক উন্নত অবকাঠামো সমৃদ্ধ স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর সাথে বেড়িবাঁধ এলাকায় অবস্থিত। উক্ত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন

Prof.Dr.Engr.Md. Mufazzal Hossain
(Ph.D(USA),M.ScEngr,MBA,L.L.B, PGD.)
(Life Fellow-IEB)
Ex Director Ministry Of Textile

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে টেক্সটাইল জগতে শ্রেষ্ঠ কয়েকজন গুণী মানের শিক্ষক শিক্ষার্থীদের মূল্যবান সময় দিচ্ছেন

শ্রদ্ধেয়,
Prof. Dr.Engr. Shah Alimuzzaman Belal CText.ITI. (U.K.)
Dean Faculty of Textile Engineering
Bangladesh University of Textiles (BUTex)

শ্রদ্ধেয়,
Prof. Dr. Engr. Shaikh Md. Mominul Alam (Dalim)
Dean, Faculty of Science & Engineering.
Bangladesh University of Textiles (BUTex)

শ্রদ্ধেয়,
Prof.Dr.Engr. Abul Kalam (Azad)
Dean,Bangladesh Jute Research Institute (BJRI)

শ্রদ্ধেয়
Prof.Dr.Md Nurul Amin
Phd In Japan
Professor and Chairman
Faculty of Aplied Chemistry and Chemical Engineering (University of Dhaka)

শ্রদ্ধেয়
Prof.Dr. Hasina Akter
Professor And Head Department of Physics( Butex)

শ্রদ্ধেয়
Md Sharif Ahmed
Assistant professor
Department Of Yarn Manufacturing (Butex)

শ্রদ্ধেয়
Prof.Dr.ASM Amanulla
Professor of University of Dhaka and Austrelian University

এরকম বহু গুনের অধিকারী প্রিন্সিপাল স্যার এবং উচ্চমান সম্পন্ন শিক্ষক পেয়ে সকল ছাত্র-ছাত্রী সহ সম্পূর্ণ ক্যাম্পাস নতুন ভাবে নিজেকে সাঁজিয়ে নিচ্ছে ।কলেজ টি সম্পূর্ণ রাজনীতি মুক্ত এবং সি.সি ক্যামেরায় আওতাভুক্ত,যা ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ । 


কলেজের প্রতিটি ক্লাস মাল্টিমিডিয়া এবং প্রজেক্টর দ্বারা ক্লাস নেওয়া হয়ে থাকে ।কলেজটিতে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। এখানে রয়েছে একটি অত্যাধুনিক লাইব্রেরি,আধুনিক মেশিন সমৃদ্ধ ল্যাব এবং ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ওয়াই-ফাই সুবিধা ।


কলেজের ১০ তলা বিশিষ্ট আধুনিক স্বয়ংসম্পূর্ণ বিল্ডিং এ গ্ৰাউন্ড ফ্লোরে রয়েছে টেক্সটাইল এর আধুনিক যন্ত্রপাতি সংবলিত ল্যাব (ব্লো রোম, কার্ডিং, ড্রয়িং ফ্রেম, সিমপ্লেক্স, রিং ফ্রেম, ওয়েভিং সহ অত্যাধুনিক ভারী মেশিনারি) প্রথম ফ্লোরেই রয়েছে সুবিশাল ক্যান্টিন,২য় ফ্লোরে ফ্যাকাল্টি টিচার্স রূম, ৩য় ফ্লোরে সুবিশাল আধুনিক কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী,৪থ ফ্লোরে রয়েছে সুবিশাল ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব ও ক্লাসরূম ,৫ম ফ্লোরে রয়েছে ওয়েই প্রসেসিং ও ফ্রেবিক ল্যাব, ৬ষ্ট ফ্লোরে রয়েছে সুবিশাল গার্মেন্টস ল্যাব ,৮ম ফ্লোরে কমন রুম ও ১০ম ফ্লোরে কনফারেন্স রুম।

এখানকার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ খুবই বন্ধুসুলভ এবং ছাত্র- ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে সর্বদা সাহায্যে করে থাকেন । এখানে রয়েছে শিক্ষার্থীদের জন্য পৃথক উন্নতমানের হোস্টেল সুবিধা।

এই কলেজ এ ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে টেক্সটাইল এর চারটি মূল বিষয়ে পড়ানো হয়-

(১) ইয়ার্ণ ম্যানুফ্যাকচারিং

(২) ফেব্রিক ম্যানুফ্যাকচারিং

(৩) ওয়েট প্রসেসিং

(৪) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং



একাডেমিক কষ্টঃ
  
বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অএ প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদ পত্র প্রদান করা হয়ে থাকে । শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে,সুদক্ষ ও বিশ্বমানের বস্ত্র প্রকৌশলী গড়ে তোলার লক্ষ্যে এবং নেতৃত্বদানের দক্ষতা বাড়ানোর জন্য রয়েছে আরো রয়েছে ব্লাড ডোনেট ক্লাব,ডিভেট ক্লাব, কালচারাল ক্লাব , স্পোর্টস ক্লাব, টেক ক্লাব, কেরিয়ার ক্লাব ।


এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা,বিভিন্ন টুর্নামেন্ট এবং বার্ষিক বনভোজন। "শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে" এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে এবং জাতি ও দেশের সেবায় নিয়োজিত থেকে এদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা।



Location : 
Lalmatia Kacha Bazaar, 14/26, Shahjahan Road, Town Hall(Near, ঢাকা 1207
01995-349040
Established in 1979

Shyamoli Textile Engineering College 
Mohammadpur in Capital City Dhaka, Dhaka-1207
Phone: 02-9143286, 01711529418, 01911946123, Fax: 02-88-9137383



Website : www.stec-edu.org


মোঃ রাসেল হোসেন
Alfred Rasel
৬ষ্ঠ ব্যাচ(৩য় বর্ষ)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ


৩টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Just Wow

Hafij Khan বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
Hafij Khan বলেছেন...

Part of my life.