Technical Textile : Medical Textile.
ফাইবার বা ফেব্রিকের গুনাবলি Developed করে নতুন ধাসের টেক্সটাইল প্রোডাক্ট তৈরি করার নামই হলো Technical Textile.
Technical Textile পন্য আমরা যেসব ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো হলো :
Medi Tech
Agro Tech
Build Tech
Cloth Tech
Geo Tech
Homo Tech
Mobile Tech
pro Tech
Sport Tech
আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে Medi tech কি ও মেডিকেল সেক্টরের কোন কোন কাজে আমরা টেক্সটাইল ব্যবহার করি। আজকে মেডি টেক নিয়ে মোটামোটি ধারনা আলোচনা করবো।
Medical Textile :
মেডিকেল টেক্সটাইল টেকনিক্যাল টেক্সটাইলের একটি অন্যতম টপিক। টেক্সটাইল ম্যাটেরিয়ালকে মেডিসিন,হেলথকেয়ার,পার্সোনাল কেয়ার ইত্যাদিতে প্রয়োগের আধুনিক প্রক্রিয়াকে মেডিকেল টেক্সটাইল বলে। মেডিকেল টেক্সটাইল হেলথকেয়ার টেক্সটাইল নামেও পরিচিত। আধুনিক যুগে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে মেডিকেল টেক্সটাইলে প্রয়োগ করার জন্য টেক্সটাইল ম্যাটেরিয়ালের যেসব গুনাবলি থাকার দরকার সেগুলো হলো :
Softness
lightness
flexibility
Absorbency
Filtering
মেডিকেল টেক্সটাইলে ন্যানো টেকনোলোজি এর ব্যবহার:
ন্যানো টেকনোলোজি আধুনিক মেডি টেক এ নতুন মাত্রা যোগ করছে। আধুনিক মেডিটেক এ জীবানুনাশক ফাইবার তৈরিতে ন্যানো টেকনোলোজি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এ ক্ষেত্রে মেডিটেকে ব্যবহৃত ফাইবারকে ন্যানো সিনথেটিক ফাইবারের সাথে treat করে জীবানুনাশক ফাইবার তৈরি করা হয়। ন্যানো টেকনোলোজি এর বদৌলতে প্রাপ্ত জীবানু নাশক এজেন্ট বিভিন্ন Toxic এজেন্ট মানব শরীরকে রক্ষা করে।
মেডিটেক এর শ্রেনীবিন্যাস:
Non-Implantable Material : wound dressing, bandages, plasters.
Extracorporel Device: Artificial kindey,Artificial liver and Artificial lung.
Implantable Material :Sutures,vascular graft,Artificial ligament, Artificial joint.
Helthcare :bedding, clothing, surgical gowns etc.
মেডিটেক প্রোডাক্ট :
Wound care :
wound care শরীরের ইনফেকশনে বাধা দেয় ক্ষত স্হান থেকে রক্ত শোষন করে।
wound care শরীরের ইনফেকশনে বাধা দেয় ক্ষত স্হান থেকে রক্ত শোষন করে।
Bandages :
wound care এর স্তর সঠিক পজিশনে বসানোর জন্য ব্যান্ডেজ ব্যবহার করা হয়। ব্যান্ডেজ তৈরিতে Woven,non-woven ও knitted fabric ব্যবহার করা হয়।
wound care এর স্তর সঠিক পজিশনে বসানোর জন্য ব্যান্ডেজ ব্যবহার করা হয়। ব্যান্ডেজ তৈরিতে Woven,non-woven ও knitted fabric ব্যবহার করা হয়।
Extracoporeal Device :
Extracoporeal Devic হলো মেক্যানিকাল অর্গান। কৃত্রিম পরিশুদ্ধিকরন, কৃত্রিম কিডনি, কৃত্রিম লিভার ইত্যাদি হলো Extracoporeal Device। আধুনিক টেক্সটাইল টেকনোলোজি Extracoporeal Device তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
Extracoporeal Devic হলো মেক্যানিকাল অর্গান। কৃত্রিম পরিশুদ্ধিকরন, কৃত্রিম কিডনি, কৃত্রিম লিভার ইত্যাদি হলো Extracoporeal Device। আধুনিক টেক্সটাইল টেকনোলোজি Extracoporeal Device তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
Implantable Material :
এই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় শরীর মেরামত করার কাজে। কৃত্রিম অঙ্গ তৈরি করে ক্ষতিগ্রস্হ অঙ্গ অপসারন করার কাজে এটি ব্যবহৃত হয়।
যেমন : Artificial Ligaments.
এই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় শরীর মেরামত করার কাজে। কৃত্রিম অঙ্গ তৈরি করে ক্ষতিগ্রস্হ অঙ্গ অপসারন করার কাজে এটি ব্যবহৃত হয়।
যেমন : Artificial Ligaments.
Artificial Ligaments:
এই মেডিকেল ডিভাইসটি bones এর দুই প্রান্তে জয়েন্ট করার কাজে ব্যবহার হয়। Man Made fibre যেমন polyester ব্যবহার করে Artificial Ligament তৈরি সম্ভব।
এই মেডিকেল ডিভাইসটি bones এর দুই প্রান্তে জয়েন্ট করার কাজে ব্যবহার হয়। Man Made fibre যেমন polyester ব্যবহার করে Artificial Ligament তৈরি সম্ভব।
Contact lenses:
আধুনিককালে ব্যবহৃত অন্যতম টেক্সটাইল প্রযুক্তি হলো Contact lenses । Contact Lenses চোখের কালার পরিবর্তন করে অধিক মাধুর্যপুর্ন করে তুলে। এটা পানি শোষন ক্ষমতা সম্পুর্ণ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়।
যেমন : HEMA(Hydroxy Ethyl Metha Acrylate)
আধুনিককালে ব্যবহৃত অন্যতম টেক্সটাইল প্রযুক্তি হলো Contact lenses । Contact Lenses চোখের কালার পরিবর্তন করে অধিক মাধুর্যপুর্ন করে তুলে। এটা পানি শোষন ক্ষমতা সম্পুর্ণ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়।
যেমন : HEMA(Hydroxy Ethyl Metha Acrylate)
Artificial Cornea :
এ প্রযুক্তি অন্ধত্ব দুরিকরণে ব্যবহার করা হয়।এক্ষেত্রে ব্যবহৃত টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলো flexible ও sufficient Mechanical Strength হতে হবে।
এ প্রযুক্তি অন্ধত্ব দুরিকরণে ব্যবহার করা হয়।এক্ষেত্রে ব্যবহৃত টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলো flexible ও sufficient Mechanical Strength হতে হবে।
Artificial Kidney :
এটা তৈরিতে Hollow viscose,polyester ব্যবহার করা হয়।Artificial kindey রক্ত থেকে অপদ্রব্য দূর করার কাজে ব্যবহার হয়।
এটা তৈরিতে Hollow viscose,polyester ব্যবহার করা হয়।Artificial kindey রক্ত থেকে অপদ্রব্য দূর করার কাজে ব্যবহার হয়।
Mechanical lung:
এটা রক্ত থেকে কার্বনডাইঅক্সাইড দূর করে এবং পরিস্কার অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এটা তৈরিতে hollow viscose ব্যবহার হয়।
এটা রক্ত থেকে কার্বনডাইঅক্সাইড দূর করে এবং পরিস্কার অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এটা তৈরিতে hollow viscose ব্যবহার হয়।
এছাড়াও Artificial Skin,sutures vascular graft Artificial joint, Health care এ টেক্সটাইল ম্যাটেরিয়াল ব্যবহার হয়।
মেডিকেল টেক্সটাইলের উপর কিছু বইঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন