স্যাম্পল ডেভলপমেন্ট প্রসেস - Textile Lab | Textile Learning Blog
ডেভেলপমেন্ট

ওভেন ডাইং অনেক ক্ষত্রে আমাদের কিছু স্যাম্পল ডেভেলপ করতে হয় যায় সরাসরি বাইরের থাকে নিয়ে আসা , মুলত এটা করা হয়ে থাকে নিজেদের ডেভলপমেন্টের  দক্ষতা আর কস্টিং এনালাইজ করার জন্য 

১. ডেভেলপ করার জন্য বাইং হাউস থেকে ফুল বডি বা মালিকরা যখন দেশের বাইরে যান তখন এরা বাইরের শোরুম থেকে নিয়ে আসেন কিছু স্যাম্পল, এটা নিজের বায়ারের জন্য বা অন্য বায়ারের জন্য হতে পারে ।

২. প্রথমত  গার্মেন্টস টি চলে যায় উইভিং প্লানিং এর হাতে তারা  ফেব্রিকেশন নিয়ে কাজ শুরু করে তারা সুতার EPI, PPI, Yarn Count, Yarn Composition, GSM দেখে ফেব্রিকের আইডিয়া করে , যেমন ছবিতে দেখতে পাচ্ছেন প্যান্টটি ছোট করে কাটা ।  এটা কাটা অংশ থেকে ফেব্রিকের EPI, PPI, Yarn Count, Yarn Composition, GSM বের করা হয়েছে তারা তাদের প্লান অনুযায়ী ৫০-১০০ মিটার গ্রে ফেব্রিক বানায় স্যাম্পল  ডাইং করার জন্য ।

৩. ফেব্রিক হয়ে গেলে প্যান্ট বা সোয়াচ দিয়ে উইভিং কন্সট্রাকশান নিয়ে ডাইং এর জন্য বুকিং দেয়া হয়।

৪. ডাইং সেকশন ফেব্রিক নিয়ে স্কাওয়ারিং ব্লিচ মার্সারাইজ, ওয়াস  করার পরে RFD ফেব্রিক ল্যাবে দেয় নিজস্ব ডাইজ দিয়ে কালার ম্যাচিং করার জন্য , কালার রেসিপি হয়ে তা থেকে ৩০-৫০ মিটার ডাইং  করা হয় ,  আর স্যাম্পলের হেন্ড ফিল সেড দেখে ফিনিশিং করা হয়।

৫. ফিনিশিং করার পর তআ চলে যায় গার্মেন্টসের স্যাম্পল ডিপার্টমেন্ট এ তখন টেক প্যাকের পরিবর্তে বডি মিজারমেন্ট করে তা থেকে ডিজাইন অনুযায়ী নিজস্ব গার্মেন্টস বানানে হয়৷

স্যাম্পল ডেভলপমেন্ট প্রসেস

ডেভেলপমেন্ট

ওভেন ডাইং অনেক ক্ষত্রে আমাদের কিছু স্যাম্পল ডেভেলপ করতে হয় যায় সরাসরি বাইরের থাকে নিয়ে আসা , মুলত এটা করা হয়ে থাকে নিজেদের ডেভলপমেন্টের  দক্ষতা আর কস্টিং এনালাইজ করার জন্য 

১. ডেভেলপ করার জন্য বাইং হাউস থেকে ফুল বডি বা মালিকরা যখন দেশের বাইরে যান তখন এরা বাইরের শোরুম থেকে নিয়ে আসেন কিছু স্যাম্পল, এটা নিজের বায়ারের জন্য বা অন্য বায়ারের জন্য হতে পারে ।

২. প্রথমত  গার্মেন্টস টি চলে যায় উইভিং প্লানিং এর হাতে তারা  ফেব্রিকেশন নিয়ে কাজ শুরু করে তারা সুতার EPI, PPI, Yarn Count, Yarn Composition, GSM দেখে ফেব্রিকের আইডিয়া করে , যেমন ছবিতে দেখতে পাচ্ছেন প্যান্টটি ছোট করে কাটা ।  এটা কাটা অংশ থেকে ফেব্রিকের EPI, PPI, Yarn Count, Yarn Composition, GSM বের করা হয়েছে তারা তাদের প্লান অনুযায়ী ৫০-১০০ মিটার গ্রে ফেব্রিক বানায় স্যাম্পল  ডাইং করার জন্য ।

৩. ফেব্রিক হয়ে গেলে প্যান্ট বা সোয়াচ দিয়ে উইভিং কন্সট্রাকশান নিয়ে ডাইং এর জন্য বুকিং দেয়া হয়।

৪. ডাইং সেকশন ফেব্রিক নিয়ে স্কাওয়ারিং ব্লিচ মার্সারাইজ, ওয়াস  করার পরে RFD ফেব্রিক ল্যাবে দেয় নিজস্ব ডাইজ দিয়ে কালার ম্যাচিং করার জন্য , কালার রেসিপি হয়ে তা থেকে ৩০-৫০ মিটার ডাইং  করা হয় ,  আর স্যাম্পলের হেন্ড ফিল সেড দেখে ফিনিশিং করা হয়।

৫. ফিনিশিং করার পর তআ চলে যায় গার্মেন্টসের স্যাম্পল ডিপার্টমেন্ট এ তখন টেক প্যাকের পরিবর্তে বডি মিজারমেন্ট করে তা থেকে ডিজাইন অনুযায়ী নিজস্ব গার্মেন্টস বানানে হয়৷

কোন মন্তব্য নেই: