গার্মেন্টসের কাটিং সেকশনের অভিযোগ সমস্যা - Textile Lab | Textile Learning Blog

গার্মেন্টসের কাটিং সেকশনের অভিযোগ সমস্যা

গার্মেন্টসের কাটিং সেকশনের অভিযোগ

হট করে গার্মেন্টসের লোকজন কাট প্যানেল নিয়ে হাজির বিস্তর অভিযোগ এই সমস্যস সেই সমস্যা  ক্রিজ উইভিং ফল্ট , হোল ।

যারা নতুন জব করেন গার্মেন্টসের কাটিং সেকশনের এমন অভিযোগ এর কারনে হতাস হবার কিছু নাই , গার্মেন্টসের কাটিং সেকশন তারা ফল্ট ধরবে আর তারা অভিযোগ করবে এটা স্বাভাবিক ব্যাপার । 
যেহেতু তারা ফল্ট ধরেছে আপনার মেনে নেয়া ছাড়া উপায় নেই আর কাটিং তারা বুকিং অনুযায়ী ফেব্রিক  পায় এবং তা দিয়ে তাদের টার্গেট করা বডি ফিলাপ করতে হয় হয় এর ভেতরে না কারনে সমস্যায় ফেব্রিক নস্ট হতে পারে যার দায়ভার কেও নিতে চায় না ।  যাতো অভিযোগ থাকুক না কেনো আপনি বডি মেকয়াপ করে দিলে আর এই বিষয় কোন কথা হবে না ।

ডাইং ফিনিশিং খুব সহযে এরা বাড়তি ফেব্রিক দিতে কখনো চাইবে না যার দরুন এক্সিডেন্টাল কেইসে বাড়তি ফেব্রিক নেয়ার জন্য এদের উপর দায় চাপাতে হয় ।  এখানে ফল্টের কারনে অনেক বডি বাদ পড়বে ।  কিছু ফল্ট ক্রিজ সাইনিং এবং প্রবলেম যা চাইলে মেকয়াপ করা যায় কিন্ত এএয়া নিজেরা বাচতে টাইম সেইভের  জন্য এসব ফল্টের আওতায় ধরে । 

আপনার  যখন ১০০% বডি কাটার পর ৫% বডি রিজেক্ট হয়  তা তাদের কাছ থেকে আদায় করার জন্য তাদের সাক্ষী করে মাল কাটিং করে৷।  মুলত এর সমাধান হলো তাদের ৫% বডি বালানোর জন্য এডিশনাল ফেব্রিক দেয়া যাতে তারা সে ৫% মেকাপ করতে পারে । তাদের বাড়তি ফেব্রিক দেয়ার এশিউরেন্স দিলে এই নিয়ে অভিযোগ বেশি দূর যায় না।







কোন মন্তব্য নেই: