সাবজেক্ট রিভিউঃ Apparel Engineering - Textile Lab | Textile Learning Blog
সাবজেক্ট রিভিউঃ Apparel Engineering

Apparel Engineering

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর (Faculty of Textile Fashion Design & Apparel Engineering)  এর অন্যতম ডিপার্টমেন্ট হলো Apparel Engineering, এই ডিপার্টমেন্ট সম্পর্কে ছোট একটা রিভিউ লেখার চেষ্টা করেছি।

Apparel মানে  পোশাক আর ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশল এই দুইটা আমরা সবাই জানি,তাহলে Apparel Engineering মানে হলো পোশাক প্রকৌশল। কাপড় থেকে পোশাক তৈরী,নতুন নতুন ফ্যাশন তৈরী,পোশাক এক্সপোর্ট করা এইসবই এই সাব্জেক্ট এর মূল কাজ।

এখন আসি কি কি বিষয় রয়েছে Apparel Engineering এ,কয়েকটি ভাগে বিভক্ত এই সাবজেক্টটি-

♦Fashion
এখানে রয়েছে ফ্যাশন ও পোশাকের বিবর্তন,ফ্যাশন পণ্যদ্রব্যের ক্রমোন্নতি, ফ্যাশন শিল্পের গুনমান নিশ্চিতকরণ, ফ্যাশন সিলেকশন, ফ্যাশন এক্সেসোরিস ইত্যাদি।

♦Textile
এ বিভাগে আছে Textile Raw Materials, ফ্যাব্রিক ফরমেশন,ফ্যাব্রিক স্ট্রাকচার,কালার অ্যান্ড ডায়িং কন্সেপ্ট,কেমিক্যাল ও মেকানিক্যাল ফিনিশিং ইত্যাদি

♦Garments
এখানে রয়েছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট টেস্টিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, প্রোডাকশন মেশিন ও ইকুয়েপমেন্টস,প্রোডাকশন প্ল্যানিং,গার্মেন্টস প্রসেসিং ও ফিনিশিং,অ্যাপারেল মার্কেটিং অ্যান্ড মারচেন্ডাইজিং

♦Computer & Management
এ বিভাগে রয়েছে - টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনে CAD(Computer Aided Design)  এর ব্যবহার,CAM(Computer Aided Manufacturing)  এর ব্যবহার,EDI Technology, Database Management System,OLAP.

ক্যারিয়ার প্রসপেক্টস :

Apparel Engineering থেকে আপনি যেসকল জব করতে পারবেন-

*Apparel Merchandiser

*Buying House Manager

* Accessories Designer

*Quality Control Manager

*Supply Chain Management

*Fashion Designer

*Fashion Consultant

*Master In Patter Making

*Academics/Lecturer

বাংলাদেশ এর প্রেক্ষাপটে ফ্রেশাররা সাধারণত Apparel Merchandising টা বেছে নেন,এখন একটু দেখা যাক একজন মারচেন্ডাইসার এর কাজ কি-

Management, Internal and External Communication, Sampling, Accessories and Trims,Advising and Assisting Production, Execution Process to Shipment,Following Shipments ইত্যাদি।

দেশীয় যেসকল ফ্যাশন হাউজে আপনার ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে-
*আড়ং
*রং
*Cats Eye
*Yellow
*Richman
*Ecstasy
*Sailor
*kay Kraft ইত্যাদি।

যেসকল ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউজ এ আপনি ক্যারিয়ার গড়ে তুলতে পারেন-
* H&M
* Calvin Klein
* Adidas
* Zara
* Armani
* Levi's
* Puma
* Adidas
* Versace ইত্যাদি।

" টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো,প্রত্যেকটা ডিপার্টমেন্টই ডিমান্ডেবল"

Tanvir Al Rafi
Apparel Engineering
SARSTEC
8th Batch

সাবজেক্ট রিভিউঃ Apparel Engineering

সাবজেক্ট রিভিউঃ Apparel Engineering

Apparel Engineering

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর (Faculty of Textile Fashion Design & Apparel Engineering)  এর অন্যতম ডিপার্টমেন্ট হলো Apparel Engineering, এই ডিপার্টমেন্ট সম্পর্কে ছোট একটা রিভিউ লেখার চেষ্টা করেছি।

Apparel মানে  পোশাক আর ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশল এই দুইটা আমরা সবাই জানি,তাহলে Apparel Engineering মানে হলো পোশাক প্রকৌশল। কাপড় থেকে পোশাক তৈরী,নতুন নতুন ফ্যাশন তৈরী,পোশাক এক্সপোর্ট করা এইসবই এই সাব্জেক্ট এর মূল কাজ।

এখন আসি কি কি বিষয় রয়েছে Apparel Engineering এ,কয়েকটি ভাগে বিভক্ত এই সাবজেক্টটি-

♦Fashion
এখানে রয়েছে ফ্যাশন ও পোশাকের বিবর্তন,ফ্যাশন পণ্যদ্রব্যের ক্রমোন্নতি, ফ্যাশন শিল্পের গুনমান নিশ্চিতকরণ, ফ্যাশন সিলেকশন, ফ্যাশন এক্সেসোরিস ইত্যাদি।

♦Textile
এ বিভাগে আছে Textile Raw Materials, ফ্যাব্রিক ফরমেশন,ফ্যাব্রিক স্ট্রাকচার,কালার অ্যান্ড ডায়িং কন্সেপ্ট,কেমিক্যাল ও মেকানিক্যাল ফিনিশিং ইত্যাদি

♦Garments
এখানে রয়েছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট টেস্টিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, প্রোডাকশন মেশিন ও ইকুয়েপমেন্টস,প্রোডাকশন প্ল্যানিং,গার্মেন্টস প্রসেসিং ও ফিনিশিং,অ্যাপারেল মার্কেটিং অ্যান্ড মারচেন্ডাইজিং

♦Computer & Management
এ বিভাগে রয়েছে - টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনে CAD(Computer Aided Design)  এর ব্যবহার,CAM(Computer Aided Manufacturing)  এর ব্যবহার,EDI Technology, Database Management System,OLAP.

ক্যারিয়ার প্রসপেক্টস :

Apparel Engineering থেকে আপনি যেসকল জব করতে পারবেন-

*Apparel Merchandiser

*Buying House Manager

* Accessories Designer

*Quality Control Manager

*Supply Chain Management

*Fashion Designer

*Fashion Consultant

*Master In Patter Making

*Academics/Lecturer

বাংলাদেশ এর প্রেক্ষাপটে ফ্রেশাররা সাধারণত Apparel Merchandising টা বেছে নেন,এখন একটু দেখা যাক একজন মারচেন্ডাইসার এর কাজ কি-

Management, Internal and External Communication, Sampling, Accessories and Trims,Advising and Assisting Production, Execution Process to Shipment,Following Shipments ইত্যাদি।

দেশীয় যেসকল ফ্যাশন হাউজে আপনার ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে-
*আড়ং
*রং
*Cats Eye
*Yellow
*Richman
*Ecstasy
*Sailor
*kay Kraft ইত্যাদি।

যেসকল ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউজ এ আপনি ক্যারিয়ার গড়ে তুলতে পারেন-
* H&M
* Calvin Klein
* Adidas
* Zara
* Armani
* Levi's
* Puma
* Adidas
* Versace ইত্যাদি।

" টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো,প্রত্যেকটা ডিপার্টমেন্টই ডিমান্ডেবল"

Tanvir Al Rafi
Apparel Engineering
SARSTEC
8th Batch

কোন মন্তব্য নেই: