টেক্সটাইল জবের কমন বিষয় যা আপনার জেনে রাখা উচিৎ - Textile Lab | Textile Learning Blog
কর্মপরিবেশ অনুযায়ী টেক্সটাইল জব এর বিভিন্ন ডিপার্টমেন্টঃ

১. আপনার যদি ঠান্ডা পরিবেশ পছন্দ করেন তবে আপনার জন্য উপযোগী ডিপার্টমেন্ট হচ্ছে টেস্টিং ল্যাব, স্যুয়েটার জ্যাকার্ড, এমব্রয়ডারি, ফেব্রিক প্রিন্টিং ডিজাইন সেকশন।

২. আপনার যদি ক্ষমতা দেখানো ইচ্ছে হয় তবে আপনার জব করতে হবে মার্চেন্ডাইজিং, মার্কেটিং সেকশনে ।  এরা মালিকের কাছাকাছি থাকে সব সময়।

৩. ফেক্টরির জুট ঝামেলা ভালো লাগেনা আপনার জন্য বেস্ট হবে আপনি ফেকাল্টি জব ট্রাই করুন। ফেকাল্টি জবে ফেক্টরির ঝুট ঝামেলা নেই ।

৪. ধুলাবালি তে এলার্জি আপনি নীটিং উইভিং স্পিনিং এ জব করতে পারবেন না ।  ফাইবার ডাস্টে এলার্জি হয়ে অনেকেরি।

৫. সাপ্তাহিক ২ দিন ছুটি  চান তবে আপনাকে ফরেইন বাইং হাউস লিয়াজোঁ অফিসে জব করা উচিৎ , টেস্টিং  হাউস গুলিতে জব করতে পারেন এদের শুক্রবার শনিবার , বা রবি সোমবার বন্ধ থাকে।

৬. কম্পলায়েন্স এর আইন ভালো লাগে আপনার উচিৎ EPZ জবের ট্রাই করা, এবং ফরেইন জয়েন্ট ভেঞ্চারে ।

৭.  লোকাল বা জয়েন্ট ভেঞ্চার , আপনাকে বলবো জয়েন্ট ভেঞ্চার ফেক্টরি গুলিতে ট্রাই করুন এরা কম্পলায়েন্স মেনে চলে, লোকাল ফেক্টরি গুলি ।

৮. ফ্লোরে হাটার অভ্যাস নেই দাঁড়িয়ে থাকার অভ্যাস নেই ডেক্স জব চাচ্ছেন তবে আপনার জন্য বেটার জব মার্চেন্ডাইজিং, মার্কেটিং, R&D ,প্লানিং, ডিজাইনার  এতে বসে কাজের সুযোগ আছে।

৯. দেশের বাইরে যাবার শখ ঘুরে দেখার  তবে আপনাকে জব করতে হবে ডাইজ ক্যামিকেল, ফেব্রিক, এক্সেসরিস মার্কেটিং কোম্পানিতে তারা সু্যোগ দেয় বাইরে যেতে ।  ফরেইন বাইং লিয়াজোঁ অফিসে জব করলে বায়ারদের গ্লোবাল মিটিং এর জন্য বাইরে আপনার যেতে হবে।

১০. টেক্সটাইল মিলের সফল GM হতে চাই তবে আপনাকে ডাইং সেকশন থেকে হতে হবে যে ডাইং জানবে সে টেক্সটাইলের সব জানবে ।

১১. দাড়িয়ে থাকার অভ্যাস আছে আপনি স্পিনিং মিল, IE জবের জন্য তা হলে টিকে গেছেন।

১৩. কারো সাথে খারাপ ব্যাবহার গালমন্দ করতে পারি না R&D ,Lab এতে নিজের কাজ নিজে করতে হয়।

১৪. অন্যর কাজের গুলর গালি খেতে চাইলে আপনাকে ইন্সপেকশন কোয়ালিটিতে জব করা লাগবে।

১৫. অফিসের গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে চান তবে আপনাকে মার্কেটিং মার্চেন্ডাইজিং এ জব করতে হবে ক্লায়েন্ট ভিজিট ফেক্টরি ভিজিটের জন্য আপনি গাড়ি সাপোর্ট পাবেন।

১৬. আপনার গরমে সমস্যা আপনার নীট, ওভেন, ইয়ার্ন, গার্মেন্টস ওয়াস ডাইং এর জব না করাই ভালো এভারেজ ফ্লোর টেম্পারেচার ৪০ ডিগ্রী হবে ।

১৭.  আপনার যদি ধৈর্য্য থাকে আর লং টাইম ডিউট করতে পারেন তবে আপনি IE তে ভালো করবেন কারন এতে ১৪ ঘন্টা পর্যন্ত লং ডিউটি করা লাগে । এর জিন্য অভারটাইম দেয়া হয় না ।  

১৮. টেক্সটাইল বিজনেস করতে চাইলে একা করুন কারন পার্টনার রাই এই বিজনেস ঢুবায় বেশি, এরা কেনে কম দামে বলে বেশী দামে দুদিক দিয়ে লাভ করে।

১৯. গভমেন্ট ইন্সটিটিউটের ইঞ্জিনিয়ার না হলে আপনি ডাইং এ সারভাইব করতে পারবেন না।

২০. ডাইজ মার্কেটিং, মেশিন মার্কেটিং এর জব করতে চাইলে আপনার বুটেক্সে পড়া উচিৎ, এরা মার্কেটিং এ দারুন দক্ষ হয়।

২১. হায়ার স্টাডি করতে চাইলে সাথে পড়তে চাইলে আপনার ঢাকায় জব করা উচিৎ আর জব কররে চাইলে আপনার টেস্টিং ল্যাব এবং ফেকাল্টি জব করা উচিৎ এতে সময় পাওয়া যায় পড়ার জন্য ক্লাস করার জন্য।

২২. ঢাকা এবং ঢাকার বাইরের জব হলে  আপনি ঢাকার ভেতরে জব করুন কারন এতে অনেক জন্যের সাথে পরিচিতি বাড়ে, সময় করে সব খানে যাওয়া যায়। জব চেইঞ্জ করা যায়।

২৩. লোকাল ফেক্টরি আর জয়েন্ট ভেঞ্চার হলে আপনাকে বলবো জয়েন্ট ভেঞ্চারে জয়েন করুন যেমন ১০০% ফরেইন ফেক্টরি বা বাংলাদেশ- চায়না, বাংলাদেশ- ইন্ডিয়া, বাংলাদেশ- পাকিস্তান, বাংলাদেশ- শ্রীলঙ্কান ফেক্টরিতে জয়েন করতে পারেন, এই ফেক্টরি গুলি নিয়ম কানুন স্যালারী স্ট্রাকচার, জব পলিটিক্স  কম আর ফেক্টরি গুলি ১০০% কম্পলায়েন্স হয় ।

২৪. আপনি নিজের কাজের মান এবং গতি বাড়াতে হলে আপনার পাকিস্তান, তুর্কি, ইন্ডিয়ান, চাইনিজদের সাথে জব করুন।

২৪. টেক্সটাইল বিজনেস করলে একা করুন পার্টনার নিয়ে নয়।

২৫. ফিউচারে বিজনেস করতে চাইলে আপনি মার্কেটিং মার্চেন্ডাইজিং এ জব করুন কারন এতে অনেক বায়ার সাপ্লাইয়ার হাতে থাকে আপনার, যার দ্বারা আপনার বিজনেস অনেক সহজে করতে পারবেন ।

২৬. ডাইংয়ে ভালো করতে চাইলে আগে ল্যাবে জব করুন ৬ মাস আপনার কালার IQ বাড়বে আপনার ডাইং দলোরে সেডের ডিসশন দেয়া আপনার পক্ষে সহজ হবে ।

২৭. ডাইং প্রডাকশনে জব করা লোক যে কোন ডিপার্টমেন্টে জব করতে পারেন এটা তাদের প্লাস পয়েন্ট ।  তারা সব প্রকার কাজের অভিজ্ঞ থাকেন।

২৮. নিজের কাজের মান বাড়াতে আপনার কোয়ালিটিতে কিছু দিন জব করা উচিৎ, পরে আপনি প্রডাকশন মার্চেন্ডাইজিং এ জব করতে চলে যেতে পারেন এতে আপনার কোয়ালিটি বুঝতে সমস্যা হবে না  ।

২৯. আপনার নিচের পোস্টে জয়েন করা উচিৎ না, সুপারভাইজার, QI, QC, APO, TPO এতে ধাপ অনেক পার হতে হয়। মার্চেন্ডাইজার, প্রডাকশন অফিসার এসব পোস্টে জয়েন করবেন এতে দ্রুত এগিয়ে যাওয়া যায় ।

৩০. টেক্সটাইল জবে কাজ করতে ২০০% সেল্ফিশ হতে হবে আপনার ইনক্রিমেন্ট প্রোমশন এর ক্ষত্রে আপোষ করবেন না, যতো দ্রুত প্রোমশন নিবেন ততো উপরে উঠবেন ।  শান্তনা দিয়ে ম্যানেজমেন্ট কাজ করিয়ে নিতে চাইলে সেখান থেকে চলে আসুন । কিছু লোক কাজ করিয়ে নিবে আশা দিয়ে, প্রমোশন সুবিধা দিবে অন্য জনকে ।

৩১. পলিটিক্সের ভয় পাবেন না কাওকে ভয় পেয়ে জব করবেন না কারন এতে আপনার ক্যারিয়ার গ্রোথ হবে না  ভয়ে ভয়ে জব করার দরকার নেই । মনে চাইলে করবেন ভালো ভাবে করবেন।

৩২. টেক্সটাইল দ্রুত উপরে ওঠা যায় প্লানিং, R&D,  মার্কেটিং, IE তে কারন এর অর্গানোগ্রাম অনেক সর্ট কিন্ত নীটিং উইভিং, ওভেন ডাইং, নীট ডাইং, ইয়ার্ন ডাইং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট এর অর্গানোগ্রাম অনেক বড় তাই উপরে উঠতে অনেক সময় লাগে।

৩৩. ডিপ্লোমাদের জন্য ল্যাবের জব পারফেক্ট জব, আপনাদের অনেক স্কোপ আছে।

৩৪. টেক্সটাইল জবের জব ফরেইন বাইং হাউস > ফেক্টরি মার্চেন্ডাইজিং > মার্কেটিং > প্রডাকশন > ল্যাব।

৩৫. প্রডাকশন জব এ শিফটিং হয় আপনাকে ৮-১২ ঘন্ট করে ডিউটি করতে হয়,  কিন্ত গার্মেন্টস রিলেটেড জব, প্লানিং, R&D জব জেনারেল ডিউটি হয় । আপনি পছন্দের সেকশন আপনাকে সিলেক্ট করে নিতে হবে।

৩৬. আপনার টার্গেট নিতে হবে ২-৩ বছরে মিনিমাম ৩-৪ জন্য ভালো GM এর সাথে সম্পর্ক করতে হবে, এদের রেফারেন্সে আপনি জব চেইঞ্জ করতে পারবেন । 

৩৭. নিজের মুল্য কমিয়ে বলবেন না জব থাকুক আর নাই থাকুক। নিজের মুল্য কমিয়ে দিলে আপনার কোয়ালিটি নেই ভাববে ম্যানেজমেন্ট ।  কারন ম্যানেজমেন্ট অভিজ্ঞদের জন্য নির্দিষ্ট স্যালারী রেঞ্জ নেই এটা নেগোশিয়েবল । তাই চেয়ে নিতে হবে আপনাকে ।

৩৮. জব ছেড়ে দিয়ে খুজবেন না, আর খুজলে জব নেই এটা বলবেন না ।
৩৯.  ফিউচার ডিপার্টমেন্ট হচ্ছে ডেনিম, হোম টেক্সটাইল, ওয়ার্প নীটিং , ডিপার্টমেন্ট  এগুলি আমাদের দেশে দিন দিন বাড়ছে ।  এই কাযে প্রতিযোগি খুবি কম।

৪০. আপুদের জন্য একটা কমনজব ল্যাবের জব, তাছাড়া মার্চেন্ডাইজিং, মার্কেটিং, IE ডিপার্টমেন্ট প্রডাকশনে ভারি কাজে তাদের নেয়া হয় না , তবে ভালো রেজাল্ট থাকলে ফেকাল্টি জব সেরা জব।
৪১. টেক্সটাইল জবে স্টাফদের স্যালারী ৯০% ফেক্টরি দেরিতে দেয় আর  ৫০% ফেক্টরির ডিউ থাকে ৪-৫ মাস করে , তাই আপনার সমস্যা অন্য ফেক্টরিতে যাবেন, যাবার আগে চেক করে নিবেন ওই ফেক্টরিতে এ সমস্যা আছে কিনা।

৪২. সব সময় বড় গ্রুপ ফেক্টরিতে ঢুকবেন এতে আপনার মুল্যায়ন ওই ফেক্টরির মতো হবে। যে কোন জবে প্রায়োরিটি পাবেন।

job

টেক্সটাইল জবের কমন বিষয় যা আপনার জেনে রাখা উচিৎ

কর্মপরিবেশ অনুযায়ী টেক্সটাইল জব এর বিভিন্ন ডিপার্টমেন্টঃ

১. আপনার যদি ঠান্ডা পরিবেশ পছন্দ করেন তবে আপনার জন্য উপযোগী ডিপার্টমেন্ট হচ্ছে টেস্টিং ল্যাব, স্যুয়েটার জ্যাকার্ড, এমব্রয়ডারি, ফেব্রিক প্রিন্টিং ডিজাইন সেকশন।

২. আপনার যদি ক্ষমতা দেখানো ইচ্ছে হয় তবে আপনার জব করতে হবে মার্চেন্ডাইজিং, মার্কেটিং সেকশনে ।  এরা মালিকের কাছাকাছি থাকে সব সময়।

৩. ফেক্টরির জুট ঝামেলা ভালো লাগেনা আপনার জন্য বেস্ট হবে আপনি ফেকাল্টি জব ট্রাই করুন। ফেকাল্টি জবে ফেক্টরির ঝুট ঝামেলা নেই ।

৪. ধুলাবালি তে এলার্জি আপনি নীটিং উইভিং স্পিনিং এ জব করতে পারবেন না ।  ফাইবার ডাস্টে এলার্জি হয়ে অনেকেরি।

৫. সাপ্তাহিক ২ দিন ছুটি  চান তবে আপনাকে ফরেইন বাইং হাউস লিয়াজোঁ অফিসে জব করা উচিৎ , টেস্টিং  হাউস গুলিতে জব করতে পারেন এদের শুক্রবার শনিবার , বা রবি সোমবার বন্ধ থাকে।

৬. কম্পলায়েন্স এর আইন ভালো লাগে আপনার উচিৎ EPZ জবের ট্রাই করা, এবং ফরেইন জয়েন্ট ভেঞ্চারে ।

৭.  লোকাল বা জয়েন্ট ভেঞ্চার , আপনাকে বলবো জয়েন্ট ভেঞ্চার ফেক্টরি গুলিতে ট্রাই করুন এরা কম্পলায়েন্স মেনে চলে, লোকাল ফেক্টরি গুলি ।

৮. ফ্লোরে হাটার অভ্যাস নেই দাঁড়িয়ে থাকার অভ্যাস নেই ডেক্স জব চাচ্ছেন তবে আপনার জন্য বেটার জব মার্চেন্ডাইজিং, মার্কেটিং, R&D ,প্লানিং, ডিজাইনার  এতে বসে কাজের সুযোগ আছে।

৯. দেশের বাইরে যাবার শখ ঘুরে দেখার  তবে আপনাকে জব করতে হবে ডাইজ ক্যামিকেল, ফেব্রিক, এক্সেসরিস মার্কেটিং কোম্পানিতে তারা সু্যোগ দেয় বাইরে যেতে ।  ফরেইন বাইং লিয়াজোঁ অফিসে জব করলে বায়ারদের গ্লোবাল মিটিং এর জন্য বাইরে আপনার যেতে হবে।

১০. টেক্সটাইল মিলের সফল GM হতে চাই তবে আপনাকে ডাইং সেকশন থেকে হতে হবে যে ডাইং জানবে সে টেক্সটাইলের সব জানবে ।

১১. দাড়িয়ে থাকার অভ্যাস আছে আপনি স্পিনিং মিল, IE জবের জন্য তা হলে টিকে গেছেন।

১৩. কারো সাথে খারাপ ব্যাবহার গালমন্দ করতে পারি না R&D ,Lab এতে নিজের কাজ নিজে করতে হয়।

১৪. অন্যর কাজের গুলর গালি খেতে চাইলে আপনাকে ইন্সপেকশন কোয়ালিটিতে জব করা লাগবে।

১৫. অফিসের গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে চান তবে আপনাকে মার্কেটিং মার্চেন্ডাইজিং এ জব করতে হবে ক্লায়েন্ট ভিজিট ফেক্টরি ভিজিটের জন্য আপনি গাড়ি সাপোর্ট পাবেন।

১৬. আপনার গরমে সমস্যা আপনার নীট, ওভেন, ইয়ার্ন, গার্মেন্টস ওয়াস ডাইং এর জব না করাই ভালো এভারেজ ফ্লোর টেম্পারেচার ৪০ ডিগ্রী হবে ।

১৭.  আপনার যদি ধৈর্য্য থাকে আর লং টাইম ডিউট করতে পারেন তবে আপনি IE তে ভালো করবেন কারন এতে ১৪ ঘন্টা পর্যন্ত লং ডিউটি করা লাগে । এর জিন্য অভারটাইম দেয়া হয় না ।  

১৮. টেক্সটাইল বিজনেস করতে চাইলে একা করুন কারন পার্টনার রাই এই বিজনেস ঢুবায় বেশি, এরা কেনে কম দামে বলে বেশী দামে দুদিক দিয়ে লাভ করে।

১৯. গভমেন্ট ইন্সটিটিউটের ইঞ্জিনিয়ার না হলে আপনি ডাইং এ সারভাইব করতে পারবেন না।

২০. ডাইজ মার্কেটিং, মেশিন মার্কেটিং এর জব করতে চাইলে আপনার বুটেক্সে পড়া উচিৎ, এরা মার্কেটিং এ দারুন দক্ষ হয়।

২১. হায়ার স্টাডি করতে চাইলে সাথে পড়তে চাইলে আপনার ঢাকায় জব করা উচিৎ আর জব কররে চাইলে আপনার টেস্টিং ল্যাব এবং ফেকাল্টি জব করা উচিৎ এতে সময় পাওয়া যায় পড়ার জন্য ক্লাস করার জন্য।

২২. ঢাকা এবং ঢাকার বাইরের জব হলে  আপনি ঢাকার ভেতরে জব করুন কারন এতে অনেক জন্যের সাথে পরিচিতি বাড়ে, সময় করে সব খানে যাওয়া যায়। জব চেইঞ্জ করা যায়।

২৩. লোকাল ফেক্টরি আর জয়েন্ট ভেঞ্চার হলে আপনাকে বলবো জয়েন্ট ভেঞ্চারে জয়েন করুন যেমন ১০০% ফরেইন ফেক্টরি বা বাংলাদেশ- চায়না, বাংলাদেশ- ইন্ডিয়া, বাংলাদেশ- পাকিস্তান, বাংলাদেশ- শ্রীলঙ্কান ফেক্টরিতে জয়েন করতে পারেন, এই ফেক্টরি গুলি নিয়ম কানুন স্যালারী স্ট্রাকচার, জব পলিটিক্স  কম আর ফেক্টরি গুলি ১০০% কম্পলায়েন্স হয় ।

২৪. আপনি নিজের কাজের মান এবং গতি বাড়াতে হলে আপনার পাকিস্তান, তুর্কি, ইন্ডিয়ান, চাইনিজদের সাথে জব করুন।

২৪. টেক্সটাইল বিজনেস করলে একা করুন পার্টনার নিয়ে নয়।

২৫. ফিউচারে বিজনেস করতে চাইলে আপনি মার্কেটিং মার্চেন্ডাইজিং এ জব করুন কারন এতে অনেক বায়ার সাপ্লাইয়ার হাতে থাকে আপনার, যার দ্বারা আপনার বিজনেস অনেক সহজে করতে পারবেন ।

২৬. ডাইংয়ে ভালো করতে চাইলে আগে ল্যাবে জব করুন ৬ মাস আপনার কালার IQ বাড়বে আপনার ডাইং দলোরে সেডের ডিসশন দেয়া আপনার পক্ষে সহজ হবে ।

২৭. ডাইং প্রডাকশনে জব করা লোক যে কোন ডিপার্টমেন্টে জব করতে পারেন এটা তাদের প্লাস পয়েন্ট ।  তারা সব প্রকার কাজের অভিজ্ঞ থাকেন।

২৮. নিজের কাজের মান বাড়াতে আপনার কোয়ালিটিতে কিছু দিন জব করা উচিৎ, পরে আপনি প্রডাকশন মার্চেন্ডাইজিং এ জব করতে চলে যেতে পারেন এতে আপনার কোয়ালিটি বুঝতে সমস্যা হবে না  ।

২৯. আপনার নিচের পোস্টে জয়েন করা উচিৎ না, সুপারভাইজার, QI, QC, APO, TPO এতে ধাপ অনেক পার হতে হয়। মার্চেন্ডাইজার, প্রডাকশন অফিসার এসব পোস্টে জয়েন করবেন এতে দ্রুত এগিয়ে যাওয়া যায় ।

৩০. টেক্সটাইল জবে কাজ করতে ২০০% সেল্ফিশ হতে হবে আপনার ইনক্রিমেন্ট প্রোমশন এর ক্ষত্রে আপোষ করবেন না, যতো দ্রুত প্রোমশন নিবেন ততো উপরে উঠবেন ।  শান্তনা দিয়ে ম্যানেজমেন্ট কাজ করিয়ে নিতে চাইলে সেখান থেকে চলে আসুন । কিছু লোক কাজ করিয়ে নিবে আশা দিয়ে, প্রমোশন সুবিধা দিবে অন্য জনকে ।

৩১. পলিটিক্সের ভয় পাবেন না কাওকে ভয় পেয়ে জব করবেন না কারন এতে আপনার ক্যারিয়ার গ্রোথ হবে না  ভয়ে ভয়ে জব করার দরকার নেই । মনে চাইলে করবেন ভালো ভাবে করবেন।

৩২. টেক্সটাইল দ্রুত উপরে ওঠা যায় প্লানিং, R&D,  মার্কেটিং, IE তে কারন এর অর্গানোগ্রাম অনেক সর্ট কিন্ত নীটিং উইভিং, ওভেন ডাইং, নীট ডাইং, ইয়ার্ন ডাইং মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট এর অর্গানোগ্রাম অনেক বড় তাই উপরে উঠতে অনেক সময় লাগে।

৩৩. ডিপ্লোমাদের জন্য ল্যাবের জব পারফেক্ট জব, আপনাদের অনেক স্কোপ আছে।

৩৪. টেক্সটাইল জবের জব ফরেইন বাইং হাউস > ফেক্টরি মার্চেন্ডাইজিং > মার্কেটিং > প্রডাকশন > ল্যাব।

৩৫. প্রডাকশন জব এ শিফটিং হয় আপনাকে ৮-১২ ঘন্ট করে ডিউটি করতে হয়,  কিন্ত গার্মেন্টস রিলেটেড জব, প্লানিং, R&D জব জেনারেল ডিউটি হয় । আপনি পছন্দের সেকশন আপনাকে সিলেক্ট করে নিতে হবে।

৩৬. আপনার টার্গেট নিতে হবে ২-৩ বছরে মিনিমাম ৩-৪ জন্য ভালো GM এর সাথে সম্পর্ক করতে হবে, এদের রেফারেন্সে আপনি জব চেইঞ্জ করতে পারবেন । 

৩৭. নিজের মুল্য কমিয়ে বলবেন না জব থাকুক আর নাই থাকুক। নিজের মুল্য কমিয়ে দিলে আপনার কোয়ালিটি নেই ভাববে ম্যানেজমেন্ট ।  কারন ম্যানেজমেন্ট অভিজ্ঞদের জন্য নির্দিষ্ট স্যালারী রেঞ্জ নেই এটা নেগোশিয়েবল । তাই চেয়ে নিতে হবে আপনাকে ।

৩৮. জব ছেড়ে দিয়ে খুজবেন না, আর খুজলে জব নেই এটা বলবেন না ।
৩৯.  ফিউচার ডিপার্টমেন্ট হচ্ছে ডেনিম, হোম টেক্সটাইল, ওয়ার্প নীটিং , ডিপার্টমেন্ট  এগুলি আমাদের দেশে দিন দিন বাড়ছে ।  এই কাযে প্রতিযোগি খুবি কম।

৪০. আপুদের জন্য একটা কমনজব ল্যাবের জব, তাছাড়া মার্চেন্ডাইজিং, মার্কেটিং, IE ডিপার্টমেন্ট প্রডাকশনে ভারি কাজে তাদের নেয়া হয় না , তবে ভালো রেজাল্ট থাকলে ফেকাল্টি জব সেরা জব।
৪১. টেক্সটাইল জবে স্টাফদের স্যালারী ৯০% ফেক্টরি দেরিতে দেয় আর  ৫০% ফেক্টরির ডিউ থাকে ৪-৫ মাস করে , তাই আপনার সমস্যা অন্য ফেক্টরিতে যাবেন, যাবার আগে চেক করে নিবেন ওই ফেক্টরিতে এ সমস্যা আছে কিনা।

৪২. সব সময় বড় গ্রুপ ফেক্টরিতে ঢুকবেন এতে আপনার মুল্যায়ন ওই ফেক্টরির মতো হবে। যে কোন জবে প্রায়োরিটি পাবেন।

1 টি মন্তব্য:

শ্রীরাম বলেছেন...

ভাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা। প্রাইভেট ভার্সিটিগুলোর যে সিরিয়াল দিয়েছেন তা কি গুনগত দিক বিবেচনায় না এমনিতে?