বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সুবিধা কি?
এই সুবিধা কিভাবে পাবেন?
একশত ভাগ রপ্তানি-মুখী শিল্প প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড যে শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে তাকে বন্ডে-ড ওয়্যারহাউজ লাইসেন্স সুবিধা বলে। এই সুবিধা পেলে সেই শিল্প প্রতিষ্ঠানটি শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করতে পারে। এই সুবিধা পেলে সেই শিল্প প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানি করে খরচ কমাতে পারে। একশভাগ রপ্তানি মুখি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বন্ডে-ড ওয়্যারহাউজ লাইসেন্স সুবিধা পেয়ে থাকেন। নতুবা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি না করে শুল্ক, কর ইত্যাদি প্রদান করে কাঁচামাল আমদানি বা স্থানীয়ভাবে ক্রয় করে পণ্য উৎপাদন করা যেতে পারে। সেই ক্ষেত্রে বন্ডে-ড ওয়্যারহাউজ লাইসেন্সের প্রয়োজন হবে না। রপ্তানির পর ব্যক্তিরা ডিউটি ড্রব্যাক বা বর্তমান নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ ক্যাশ বেনিফিট পেতে পারেন। ডিউটি ড্র ব্যাক DEDO অফিস থেকে নিয়ম অনুযায়ী দাবি করতে হবে। আর ক্যাশ বেনিফিট ২৫ শতাংশ আপনার ব্যাংক -এর মাধ্যমে আবেদন করে সংগ্রহ করতে হবে।
সেবার পরিধি: সরকারি সেবা
মন্ত্রনালয়ঃ অর্থ মন্ত্রণালয়
সেবা প্রদানকারী প্রতিষ্ঠানঃ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বাংলাদেশ কাস্টমস এর অধীনে কাস্টমস বন্ড কমিশনারেট।
ফরম সংগ্রহ: কাস্টমস বন্ড কমিশনারেটের অফিস অথবা নিচের লিংক থেকে ফরম ডাউনলোড করতে হবে।
আবেদনের উপায়: ম্যানুফ্যাকচারিং ইউনিটের নাম, ঠিকানা, হোল্ডিং নাম্বার, প্রধান অফিসের নাম, ঠিকানা প্রয়োজনীয় কাগজপত্র, ফরমের কভার পেজ, নির্ধারিত ফি ও জেনারেল বন্ড কাস্টমস বন্ড কমিশনারেটের অফিসে জমা দিয়ে বন্ডে-ড লাইসেন্স গ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. রেভিনিউ স্ট্যাম্পসহ নির্ধারিত ফরমে আবেদন
২. বিনিয়োগ বোর্ড/বিসিক রেজিস্ট্রেশন
৩. কোম্পানি টিআইএন এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হতে সব পরিচালক এবং উদ্যোক্তার সম্পত্তির
৪. হিসাবের সত্যায়িত কপি।
৫. হালনাগাদ ট্রেড লাইসেন্স
৬. হালনাগাদ ফায়ার লাইসেন্স
৭. ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিজনেস আইডেনটিফিকেশন নম্বর)
৮.সংশ্লিষ্ট সমিতির সদস্যপদ সনদপত্র।
৯. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উদ্যোক্তা/পরিচালকবৃন্দের নাম, পদবী, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সাক্ষর ও ছবি সংযুক্ত।
১০. বয়লার সার্টিফিকেট
১১. জয়েন্ট স্টক কোম্পানির মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল এবং সার্টিফিকেট অব ইন-কর্পোরেশন এর মূল-কপি।
১২. মেশিনারি ক্রয়ের দলিল।
মেশিনারি আমদানির দলিল, স্থায়ী মেশিনারি ক্রয়ের চালানপত্র ও ক্যাশ ম্যামো।
ফ্যাক্টরী লে-আউট প্ল্যানের ২ কপি।
নোটারী পাবলিক কর্তৃক প্রত্যায়িত বাড়ি ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানার দলিল মালিক হিসেবে হলফনামা নোটারী পাবলিক কর্তৃক প্রত্যায়িত।
আবেদনকারীর জেনারেল বন্ড দাখিলের আর্থিক সামর্থ্য রয়েছে এই মর্মে লিয়েন ব্যাংক কর্তৃক প্রত্যয়ন-পত্র।
লাইসেন্স ফি: ২,০০০ টাকা।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে:
কাস্টমস বন্ড কমিশনারেট
৩৪২/১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০
ফোনঃ ৯৩৪৭০০০, ফ্যাক্স: ৯৩৪১০৭৬
ই-মেইল: bondcondhk@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন