গার্মেন্টস টেক্সটাইলের জন্য বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সংগ্রহ পদ্ধতি | Textile Bond Licences - Textile Lab | Textile Learning Blog
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সংগ্রহ পদ্ধতি
 

বর্তমান সময়ে যে দেশ রপ্তানীতে যত এগিয়ে সে দেশ সমৃদ্ধিতেও তত এগিয়ে। আমাদের দেশও এগিয়ে চলেছে সে পথে। রপ্তানীতে তৈরী পোশাক শিল্প আমাদের দেশের সবচেয়ে বড় খাত। কিন্তু আমাদের অনেকেরই জানা নাই রপ্তানী প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয়। আমরা ধারাবাহিক ভাবে আপনাদের এ সম্পর্কিত ধারনা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আর সে প্রচেষ্টাকে সামনে রেখে আজ আপনাদের জানাব বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্স সংগ্রহ পদ্ধতি সম্পর্কে।

একশত ভাগ রপ্তানিমুখী হলে আপনি শুল্ক বিভাগ হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সুবিধা নিয়ে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে খরচ কমাতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আপনাকে পণ্য ১০০ ভাগ রপ্তানি করতে হবে। নতুবা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি না করে আপনি শুল্ক, কর ইত্যাদি প্রদান করে কাঁচামাল আমদানি বা স্থানীয়ভাবে ক্রয় করে পণ্য উৎপাদন করতে পারেন। সেই ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের প্রয়োজন হবে না। রপ্তানির পর আপনি ডিউটি ড্রব্যাক বা বর্তমান নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ ক্যাশ বেনিফিট পেতে পারেন। ডিউটি ড্র ব্যাক DEDO অফিস থেকে নিয়ম অনুযায়ী দাবি করতে হবে। আর ক্যাশ বেনিফিট ২৫ শতাংশ আপনার ব্যাংক -এর মাধ্যমে আবেদন করে সংগ্রহ করতে হবে।

শুল্ক কর্তৃপক্ষের নিকট হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স -এর আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি পেশ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

১.    নির্ধারিত ফরমে আবেদনপত্র

২.    ১০০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তিন কোটি টাকার বন্ড

৩.    ট্রেড লাইসেন্স

৪.    আমদানি নিবন্ধন প্রত্যয়নপত্র (আইআরসি) শিল্পখাতভূক্ত

৫.    রপ্তানি নিবন্ধন প্রত্যয়নপত্র (ইআরসি)

৬.    লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব এসোসিয়েশন এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন

৭.    টিআইএন (টিন)

৮.   ভ্যাট নিবন্ধনপত্র

৯.    ব্যাংক সচ্ছলতার সনদপত্র

১০.   বিজিএমইএ/বিএনটিএমইএ/বিসিসিএমএ/বিটিএমএ বা সংশ্লিষ্ট সমিতি -এর সদস্য সনদপত্র

১১.   বাড়ি ভাড়ার চুক্তি অথবা মালিকানার দলিল

১২.   পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র

১৩.   পিডিবি -এর ছাড়পত্র

১৪.   বিনিয়োগ বোর্ড কর্তৃক নিবন্ধনপত্র

১৫.   বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স জারির জন্য বিনিয়োগ বোর্ডের সুপারিশপত্র

১৬.   লাইসেন্স ফি ১০০০ টাকার ট্রেজারি চালান

১৭.   জাতীয়তার সনদপত্র

১৮.   পরিচালকবৃন্দ/মালিকের পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।

১৯.   মেশিনারিজ আমদানির দলিলাদি

২০.   কারখানার নীল-নকশা ২ সেট

২১.   ফায়ার সার্ভিসের সনদপত্র

২২.   ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র।

ইদানিং বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর, শুল্ক ও আবগারি বিভাগের ভ্যাট রেজিষ্ট্রেশন, ফায়ার বিভাগ থেকে লাইসেন্স, আমদানি-রপ্তানি অধিদপ্তর থেকে ERC, IRC সংগ্রহ করতে হয়।

বিস্তারিত তথ্যের জন্য:
কাস্টমস বন্ড কমিশনারেট
৩৪২/১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০







গার্মেন্টস টেক্সটাইলের জন্য বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সংগ্রহ পদ্ধতি | Textile Bond Licences

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সংগ্রহ পদ্ধতি
 

বর্তমান সময়ে যে দেশ রপ্তানীতে যত এগিয়ে সে দেশ সমৃদ্ধিতেও তত এগিয়ে। আমাদের দেশও এগিয়ে চলেছে সে পথে। রপ্তানীতে তৈরী পোশাক শিল্প আমাদের দেশের সবচেয়ে বড় খাত। কিন্তু আমাদের অনেকেরই জানা নাই রপ্তানী প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয়। আমরা ধারাবাহিক ভাবে আপনাদের এ সম্পর্কিত ধারনা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আর সে প্রচেষ্টাকে সামনে রেখে আজ আপনাদের জানাব বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্স সংগ্রহ পদ্ধতি সম্পর্কে।

একশত ভাগ রপ্তানিমুখী হলে আপনি শুল্ক বিভাগ হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সুবিধা নিয়ে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে খরচ কমাতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আপনাকে পণ্য ১০০ ভাগ রপ্তানি করতে হবে। নতুবা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি না করে আপনি শুল্ক, কর ইত্যাদি প্রদান করে কাঁচামাল আমদানি বা স্থানীয়ভাবে ক্রয় করে পণ্য উৎপাদন করতে পারেন। সেই ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের প্রয়োজন হবে না। রপ্তানির পর আপনি ডিউটি ড্রব্যাক বা বর্তমান নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ ক্যাশ বেনিফিট পেতে পারেন। ডিউটি ড্র ব্যাক DEDO অফিস থেকে নিয়ম অনুযায়ী দাবি করতে হবে। আর ক্যাশ বেনিফিট ২৫ শতাংশ আপনার ব্যাংক -এর মাধ্যমে আবেদন করে সংগ্রহ করতে হবে।

শুল্ক কর্তৃপক্ষের নিকট হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স -এর আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি পেশ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

১.    নির্ধারিত ফরমে আবেদনপত্র

২.    ১০০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তিন কোটি টাকার বন্ড

৩.    ট্রেড লাইসেন্স

৪.    আমদানি নিবন্ধন প্রত্যয়নপত্র (আইআরসি) শিল্পখাতভূক্ত

৫.    রপ্তানি নিবন্ধন প্রত্যয়নপত্র (ইআরসি)

৬.    লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব এসোসিয়েশন এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন

৭.    টিআইএন (টিন)

৮.   ভ্যাট নিবন্ধনপত্র

৯.    ব্যাংক সচ্ছলতার সনদপত্র

১০.   বিজিএমইএ/বিএনটিএমইএ/বিসিসিএমএ/বিটিএমএ বা সংশ্লিষ্ট সমিতি -এর সদস্য সনদপত্র

১১.   বাড়ি ভাড়ার চুক্তি অথবা মালিকানার দলিল

১২.   পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র

১৩.   পিডিবি -এর ছাড়পত্র

১৪.   বিনিয়োগ বোর্ড কর্তৃক নিবন্ধনপত্র

১৫.   বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স জারির জন্য বিনিয়োগ বোর্ডের সুপারিশপত্র

১৬.   লাইসেন্স ফি ১০০০ টাকার ট্রেজারি চালান

১৭.   জাতীয়তার সনদপত্র

১৮.   পরিচালকবৃন্দ/মালিকের পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।

১৯.   মেশিনারিজ আমদানির দলিলাদি

২০.   কারখানার নীল-নকশা ২ সেট

২১.   ফায়ার সার্ভিসের সনদপত্র

২২.   ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র।

ইদানিং বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর, শুল্ক ও আবগারি বিভাগের ভ্যাট রেজিষ্ট্রেশন, ফায়ার বিভাগ থেকে লাইসেন্স, আমদানি-রপ্তানি অধিদপ্তর থেকে ERC, IRC সংগ্রহ করতে হয়।

বিস্তারিত তথ্যের জন্য:
কাস্টমস বন্ড কমিশনারেট
৩৪২/১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০







কোন মন্তব্য নেই: