ক্যাম্পাস রিভিউঃ- প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। PRIMEASIA UNIVERSITY TEXTILE DEPARTMENT
গতানুগতিক পড়াশোনা করতে সবার ভালো লাগে না। তা ছাড়া বর্তমান প্রজন্মের একটি বড় অংশই এখন সৃজনশীল ক্ষেত্রে নিজেদের জায়গা করে নিতে চায়। সরকারি বেসরকারি চাকরি কিংবা বহুজাতিক কম্পানির চিরায়ত চাকরির ধ্যান-ধারণা থেকে বেরিয়ে সৃজনশীল পড়াশোনার দিকে ঝুঁকছে অনেকেই। হতে চাইছে ফ্যাশন ডিজাইনার, টেক্সটাইল ম্যানুফেকচারার। ফ্যাশান ডিজাইনিং কিংবা গার্মেন্ট মেনুফ্যাকচারিং এক ধরনের সৃজনশীল ব্যবহারিক কলা যা একটি জিনিসের ব্যবহার ও নান্দনিকতা তুলে ধরবে।
এখন যারা এসব পেশায় সফল, তাঁরা প্রায় প্রত্যেকেই প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেছেন ভিন্ন বিষয়ে। পরে স্বল্পমেয়াদি কোনো কোর্স করে এ ধরনের পেশায় এসেছেন। কিন্তু এখন সময় বদলেছে। বেড়েছে বিষয়ভিত্তিক পড়াশোনার সুযোগ।
পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান বেশ শক্তপোক্ত। তাই বাংলাদেশে টেক্সটাইল মেনুফেকচারিংয়ে পড়ার সুযোগ করে দিয়েছে বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়। এর মধ্যে PRIMEASIA UNIVERSITY অন্যতম।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় দেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালের ২৬ আগস্ট ৩৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্নেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ,কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং ,ফার্মেসি এবং মাইক্রবাইলজির মত বিষয়ের উপর শিক্ষাক্রম চালু করে।পরবর্তী সময়ে দেশের চাহিদার কথা লক্ষ্য রেখে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ,বায়োকেমিস্ট্রি ,পাবলিকহেলথ এন্ড নিউট্রিশন ,আর্কিটেকচার ,ইন্টারন্যাশনাল টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট,ব্যবসা এবং আইন শাস্ত্রের উপর শিক্ষা কার্যক্রম চালু করে।
এখানে শিক্ষার পাশাপাশি গবেষণার সুযোগ ও রয়েছে।শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে এবং শিক্ষাদানকে অর্থবহ করতে ৫৮ টি আধুনিক সমৃদ্ধ ল্যাবরেটরি ও ২টি বিশাল গ্রন্থাগার রয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ২ টি ১৬ তলা এবং ১ টি ৬ তলা ভবন নিয়ে তাদের শিক্ষা-কার্যক্রম চালাচ্ছে, ইতোমধ্যেই ঢাকার পূর্বাচলে ৩০০ ফুট রাস্তার পাশে ১২ বিঘা জমির উপর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর ৪ টি অনুষদের ১৭ টি বিভাগে ৬৭০০ জন ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে।যাদের শিক্ষাদানের জন্য প্রবীণ ও নবীন সহ ১৮৫ জন পূর্ণকালীন ও ২০ জন খণ্ডকালীন শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী রয়েছে।
এই বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ২৬ টি ব্যাচের পাশ করা ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ পেশায় ইতোমধ্যেই তাদের কৃতিত্তের স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়টি কে পরিচিতি এনে দিয়েছে।এদের মাঝে অনেক ছাত্র-ছাত্রী বিদেশী সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,চীন,জার্মানিসহ আরও অনেক দেশে অধ্যয়নরত আছেন।এছাড়া আন্তর্জাতিক রিটেইলারস গুলোতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়টিতে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ মেধাবৃত্তি।বিশ্ববিদ্যালয়টিতে শীতাতপ নিয়ন্ত্রিত ও মালটিমিডিয়া যুক্ত শ্রেনিকক্ষ রয়েছে।এছাড়া নারীর উন্নয়ন ও ক্ষমতায়নকে বিবেচনায় রেখে ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি প্রদান করা হয়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিক থেকে এগিয়ে থাকার জন্য ইন্টারনেট ও Wi-Fi –এর সু-ব্যবস্থা রয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চার জন্য স্পোর্টস ক্লাব,ডিবেটিং ক্লাব,টেক্সটাইল ক্লাব,কালচারাল ক্লাব,ল্যাংগুয়েজ ক্লাব,ফটোগ্রাফি ক্লাব,সাইন্স ক্লাব,ইঞ্জিনিয়ারিং ক্লাব,আইন ক্লাব,মুভি ক্লাব রয়েছে।
বিশ্ববিদ্যালয়টি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডিবেটিং প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে।তাছাড়া,স্বেচ্ছায় রক্তদান,শীতবস্ত্র বিতরণ,দুর্যোগ পরবর্তী সময় সেবাদানমুলক কর্মসূচী ও আয়োজন করে থাকে।
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের ভিত গড়ে তোলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারগন।প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তোলার মহান দায়িত্ব জন্মলগ্ন থেকে করে আসছে।এখন পর্যন্ত তিন হাজারের ও বেশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন।যারা দেশের বিভিন্ন পোশাক কারখানায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে।এছাড়া আরও অনেকেই প্রতিষ্ঠা করেছেন নিজস্ব পোশাক কারখানা।বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্র-ছাত্রীরা নিজ ডিপার্টমেন্টে শিক্ষক হবার সুযোগ পেয়ে থাকেন।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ৪ বছর মেয়াদি বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে থাকেন।এছাড়া ও ডিপ্লোমা ডিগ্রীধারী ছাত্র-ছাত্রীরা ৩ বছর মেয়াদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারে।
টেক্সটাইল অধিভুক্ত বিষয়গুলো হলঃ
1. Yarn Manufacturing Engineering
2. Fabric Manufacturing Engineering
3. Wet Processing Engineering
4. Apparel Manufacturing Engineering
5. Industrial & Production Engineering
6. Textile Management (Proposed)
এছাড়া,আগামীবছর থেকে আরও নতুন বিভাগ খোলার পরিকল্পনা আছে।বিশ্ববিদ্যালয়টি সুসজ্জিত ভবন ও উন্নত ল্যাবরেটরি এবং গ্রন্থাগার নিয়ে মাথা উচু করে দাঁড়িয়েছে।
এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের পাট গবেষণা কেন্দ্রে গবেষণার সুযোগ পেয়ে থাকেন।
ল্যাবসমূহ হলঃ
১. স্পিনিং
২. উইভিং
৩. নিটিং
৪. ফেব্রিক্স সটরাকচার এন্ড ডিজাইন
৫. ওয়েট প্রসেসিং
৬. এপারেল (CAD & CAM)
৭. নন-ওভেন
৮. ইঞ্জিনিয়ারিং ড্রয়িং
৯. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কশপ প্র্যাকটিস
১০. টেস্টিং ল্যাব
১১. ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ল্যাব
১২. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ল্যাব
১৩. কম্পিউটার ল্যাব
১৪. ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
১৫. আইটি ল্যাব
বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টটি Institute Of Manchester United Kingdom এর কর্পোরেট সদস্য।
যোগাযোগঃ
Primeasia University
Star Tower, 12 Kamal Ataturk Avenue, Banani ,Dhaka-1213, Bangladesh
Phone: +88-02-9822133,982199501,01777676548
Fax: 02-9820686
E-mail: info@primeasia.edu.bd
Web: https//www.primeasia.edu.bd
পলাশ মুস্তাফিজ ভাই
প্রাইমএশিয়া ইউনিভার্সিটি
ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন