TUV Rheinland ভাইবার ডেইট ছিলো কিছু দিন আগে , তো ইন্টারভিউ দেয়ার সময় আমাদের স্টুডেন্ট দের মাঝে কিছু কৌতুহল ছিলো , এই প্রসঙ্গে কিছু বলবো যদিও এটা প্রায় দেখা যায় কিন্ত যেহেতু রিসেন্ট একটা ভাইবা যাচ্ছে তাই TUV Rheinland কেন্দ্রিক কিছু বলে ফেলি
যেমন প্রথমত ইন্টারভিউতে যাবার আগে অনেকেই জানে এই অর্গানাইজেশন এর টাইপ কি যেমন এটা কি বাইং হাউস, নাকি থার্ড পার্টি টেস্ট ল্যাব , ডাইজ ক্যামিকেল কোম্পানি নাকি দেশী কোন কোম্পানি !!!!
এই সমস্যা তখনি হয় যখন আপনারা বিডি জবস থাকে সার্কুলার গুলি না দেখে এপ্লাই করে এক পর্যায়ে ভুলে যান কোন অর্গানাইজেশনে এপ্লাই করে ছিলেন। পরে যখন আপনাদের টেক্সট আসে ইন্টারভিউ দেয়ার জন্য আপনারা অনেকেই মনে করতে পারেন না কোথায় এপ্লাই করেছিলেন।
যাই হোক আপনাদের ভুল হতে পারে, যখন আপনার অর্গানাইজেশন সম্পর্কে খটকা লাগবে তার সসম্পর্কে জানতে আগে নেটে সার্চ দিন কোম্পানির সম্পর্কে তাদের লোকেশন, ব্রেন্ড, সার্ভিস, ম্যান পাওয়ার, মাল্টিন্যাশনাল নাকি লোকাল? এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ফেইসবুকে আমাদের অর্গানাইজেশন এর নামে চেক ইন দেয়া মোটামুটি সবার অভ্যাস আছে যেমন TUV Rheinland লিখে যদি সার্চ দেন তবে আপনি ম্যান, পিকচার, পোস্ট, লোকেশন ট্রেক করতে পারবেন মজার বিষয় আপনার ফ্রেন্ড লিস্টে থাকলে বা তাদের মিচুয়াল ফেন্ড লিস্টে যদি কেও থাকে তবে আপনার কাছে তাকে সাজেস্ট করবে ফেইসবুক । এভাবে আপনি কিছু আইডিয়া নিতে পারেন।
কি আসবে কি আসবে না এটা আপনার সিনিয়রদের প্রশ্ন করা খুব জরুরী না আপনাকে ৪ বছর ভার্সিটিতে সব সাবজেক্ট পড়ানো হয় ল্যাব করানো হয় আর জবের জন্য সব রিভিউ করে নেয়া জরুরী । আপনার সব থিউরিটিক্যাল নলেজ থাকা জরুরী কারো ভরসায় বসে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, যদি এমটাই হয় যে আপনাকে সাজেশন দেয়ার কেও নাই তখন কি করবেন ??
অর্গানাইজেশন যদি টেস্টিং ল্যাব হয় তবে অবশ্যই আপনার টেস্টিং নলেজ এবং আইকিউ আগে জাজ করা হয় আপনাকে পলিমার সাইন্স, টেক্সটাইল ম্যাটেরিয়াল, টেক্সটাইল টেস্টিং সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে।
বাকিটা হবে HR দের কমন প্রশ্ন আপনার সম্পর্কে বলেন, কেনো আসলেন, ৫ বছর পর কই দেখতে চান নিজেকে । এর জন্য সিনিয়রদের খুজতে হয় না আন্ডার গ্রেজুয়েট দের ৪র্থ বর্ষে এসব নিয়ে স্টাডি করা পড়ার চেয়ে জরুরী ।
একটা অর্গানাইজেশনে সিনিয়র না থাকলে যে আপনি তথ্য খুজে বের করতে পারবেন না এটা আপনাদের ভুল ধারনা । উপরের লেখা উপায় গুলি ফলো করতে পারেন আর যদি সিনিয়র থাকে সেটা তো প্লাস পয়েন্ট । ইন্টার্ভিউ আসলে কে আছেন এটা খোজা মানে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলা অন্যের ভরসায় বসে থাকা আমাদের এসব বেড কালচার থেকে বেরিয়ে আসা উচিৎ ।
যেকোন টেক্সটাইল অর্গানাইজেশনে ভাইবা দিতে যাবার আগে এই নিয়ম গুলি ফলো করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন