সার্টিফিকেট অব অরিজিন সংগ্রহ পদ্ধতি
বর্তমান সময়ে যে দেশ রপ্তানীতে যত এগিয়ে সে দেশ সমৃদ্ধিতেও তত এগিয়ে। আমাদের দেশও এগিয়ে চলেছে সে পথে। রপ্তানীতে তৈরী পোশাক শিল্প আমাদের দেশের সবচেয়ে বড় খাত। কিন্তু আমাদের অনেকেরই জানা নাই রপ্তানী প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয়। আমরা ধারাবাহিক ভাবে আপনাদের এ সম্পর্কিত ধারনা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আর সে প্রচেষ্টাকে সামনে রেখে আজ আপনাদের জানাব সার্টিফিকেট অব আরিজিন সংগ্রহ পদ্ধতি সম্পর্কে।
ইসিভুক্ত দেশে আপনার পণ্য রপ্তানি করলে EPB থেকে সার্টিফিকেট অব অরিজিন (CO) সংগ্রহ করতে হবে মার্কিন যুক্তরাস্ট্রে রপ্তানির ক্ষেত্রে অনেক সময় এলসিতে উল্লেখ না থাকলে প্রয়োজন পড়ে না। সিও সংগ্রহ করার জন্য নিম্নে উল্লিখিত ডকুমেন্ট সংযুক্ত করতে হবেঃ
একঃ আবেদনকারী কর্তৃক পূরণকৃত সিও সেট
দুইঃ শিপিং বিল ( Shipping bill) শুল্ক কর্তৃক অনুমোদিত
তিনঃ নন নেগোশিয়েবল বিল অব লেডিং ( Non-negotiable Bill of Lading)
চারঃ রপ্তানি ঋণপত্র (Export LC) ব্যাংক কর্তৃক সত্যায়িত
পাঁচঃ ব্যাক টু ব্যাক ঋণপত্র ( Back to Back LC) ব্যাংক কর্তৃক সত্যায়িত হতে হবে।
ছয়ঃ ১০০ টাকার পে অর্ডার
সাতঃ বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত আই ডি কার্ড
আটঃ ইনরোলমেন্ট সার্টিফিকেট (বর্তমানে)
নয়ঃ সিও আবেদন ফরম (ইপিবি কর্তৃক সরবরাহকৃত)
দশঃ ভিসা উইং ফরম (ইপিবি কর্তৃক সরবরাহকৃত)
এগারোঃ কর্মাশিয়াল ইনভয়েস
বারোঃ প্যাকিং লিস্ট
বিস্তারিত তথ্যের জন্যঃ
রপ্তানী উন্নয়ন ব্যুরো
কাওরান বাজার, ঢাকা-১২১৫
ফোনঃ
৯১৪৪৮২১-৪, ৮১৫১৪৯৬, ৯১২৮৩৭৭, ৮১১২৪২৭, ৮১১৩২৪৭, ৮১৪৩২৪৭, ৮১৪৩২৪৮
৯১৪৪৮২১-৪, ৮১৫১৪৯৬, ৯১২৮৩৭৭, ৮১১২৪২৭, ৮১১৩২৪৭, ৮১৪৩২৪৭, ৮১৪৩২৪৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন