টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মেজর সাব্জেক্টের ফিউচার প্রস্পেক্ট - Textile Lab | Textile Learning Blog
মেজর সাব্জেক্টের ফিউচার প্রস্পেক্ট

মেজর বিষয় নিয়ে যারা দ্বিধায় আছেন যে কোনটাকে বেছে নিবেন তাদের জন্য আমার একটি প্রশ্ন , “ আপনি কি সত্যিকার অর্থে একজন টেক্সটাইল ইন্জিনিয়ার হতে চান নাকি অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে চান?” যদি ভাবেন যে আপনি সত্যিকার অর্থে একজন টেক্সটাইল ইন্জিনিয়ার হবেন , তবে ফেব্রিক অথবা ডায়িং এর মধ্যে যে কোন একটি বেছে নিন । কারণ এই দুইটার মধ্যে আপনি টেক্সটাইলে এর যাবতীয় খুটিনাটি জানতে পারবেন । আর যদি অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে  চান তাহলে চোখ বন্ধ করে এ্যপারেল/ গার্মেন্টস কে বেছে নিন । কি ভাবছেন ? এতে নিশ্চয়তার সাথে কথাগুলো কেন বলছি ? আচ্ছা এবার এ ব্যাখ্যায় আসি ।

বাস্তবিক অর্থে ফেব্রিক এবং ডায়িং সেক্টর টা এখন বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের দখলে আছে । বিভিন্ন কোম্পানীর উচ্চ পদগুলোতে শুধু তাদেরই আনাগোনা । এবং কোম্পানীগুলো ও এই সেক্টর গুলোর জন্য বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপরই নির্ভরশীল । আর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই হিসেবে অবশ্যই নিজের ছোট ভাই-বোন দের প্রাধ্যান্য দিবেন তারা ( তাই অবশ্যই তারা শাধুবাদ পাবার যোগ্যতা রাখেন) । যার ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকাংশে বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রার্থীকে ওভারটেক করে জব পেলেও উপরের লেভেলে যাওয়াটা দূরহ এবং দূস্কর । 


তার চেয়ে বড় কথা হলো এই দুটি সেক্টর এ প্রাথমিক অবস্থায়  ৮/১২ ঘন্টার শিফটিং ডিউটি করতে হয় । দিনের বেলার ডিউটি তারা অনায়াসে করতে পারলেও রাতের শিফটগুলোর সময় তারা হাল ছেড়ে দেন ।  আর বাৎসরিক ছুটির পরিমাণও নাই বললেই চলে । যেমন ধরুন ১৫ আগষ্ট, ১৬ ডিসেম্বর এর ছুটি ।এসব ছুটিতে আপনার ডিউটি যদি দিনের সময় থাকে তবে আপনি ছুটি পাবেন । কিন্তু যদি ডিউটি হয় রাতের বেলায় তবে নিশ্চিতভাবে আপনি ছুটি পাচ্ছেন না । এই ঈদ এ এমনও দেখেছি যে নিটিং সেকশন বন্ধ পেয়েছে শুধু ঈদের দিন । তবুও সকাল ৬টা থেকে রাত আটটা পর্যছন্ত । রাত ৮টার পর যথারীতি তাদের কোম্পানী খোলা ছিল ।হ্যা বলতে পারেন যে এর জন্য কি আইনানুগ ব্যাবস্থা নাই ? উত্তর , না নাই । কারণ টেক্সটাইল তার নিজস্ব গতিতে চলে । এই সেক্টরে জব করতে হলে আপনাকে ধরে নিতে হবে যে অন্তত ২/৩ বছর আপনাকে এভাবেই জব করতে হবে ।এবার আসি গার্মেন্টস এর কথায় । এই সেক্টর এ বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের আধিপত্য নাই বললেই চলে । অর্থ্যাৎ এই সেক্টর টা সম্পূর্ণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দখলে । আর যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক সেহেতু নিতান্তই কপাল খারাপ না হলে আপনি অতি সহজেই জব পেয়ে যাবেন । 

যেহেতু দেশে প্রায় ৫০০০ গার্মেন্টস ফ্যাক্টরী আছে সেহেতু জব পরিবর্তন এর ক্ষেত্রেও কোন সমস্যা হয় না । আর যত জব পরিবর্তন করবেন তত স্যালারী বাড়বে । যেমন , আপনার রানিং স্যালারী ১৫০০০ হলে জব চেন্জ করে অনায়াসে ১৮০০০/২০০০০ বা তার অধিক স্যালারী পেতে পারেন ( যদি আপনি সেই যোগ্যতা অর্জন করতে পারেন । গার্মেন্টস এ ডিউটি টাইম সাধারনত ৮ টা থেকে ৫ টা/৭টা/৮টা হয়ে থাকে ( কোম্পানী আর ডিপার্টমেন্ট এর উপর নির্ভর করে ) । সরকারী ছুটিগুলো অবশ্যই পাবেন । ঈদের আগে জেনারেল ডিউটি হিসেবে কয়েকটা দিন কাজ করিয়ে নিয়ে ঈদের সময় ৭/৮ দিন বা তারও বেশি ছুটি পেতে পারেন । এবার আপনিই ভেবে দেখুন মেজর হিসেবে কোন বিষয়কে বেছে নিবেন । 

বিশেষ দ্রষ্টব্যঃ আমার এই লেখাটা কাউকে মোটিভেট বা ডিমোটিভেট করার জন্য না । আমি শুধু বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র । জীবন আপনার তাই সিদ্ধান্ত ও আপনার ।

ধন্যবাদান্তে
মোঃ ফরিদুল ইসলাম রুম্মান
এক্সিকিউটিভ
ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার
তুরাগ গার্মেন্টস এন্ড হুসিয়ারী মিলস লিমিটেড ।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মেজর সাব্জেক্টের ফিউচার প্রস্পেক্ট

মেজর সাব্জেক্টের ফিউচার প্রস্পেক্ট

মেজর বিষয় নিয়ে যারা দ্বিধায় আছেন যে কোনটাকে বেছে নিবেন তাদের জন্য আমার একটি প্রশ্ন , “ আপনি কি সত্যিকার অর্থে একজন টেক্সটাইল ইন্জিনিয়ার হতে চান নাকি অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে চান?” যদি ভাবেন যে আপনি সত্যিকার অর্থে একজন টেক্সটাইল ইন্জিনিয়ার হবেন , তবে ফেব্রিক অথবা ডায়িং এর মধ্যে যে কোন একটি বেছে নিন । কারণ এই দুইটার মধ্যে আপনি টেক্সটাইলে এর যাবতীয় খুটিনাটি জানতে পারবেন । আর যদি অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে  চান তাহলে চোখ বন্ধ করে এ্যপারেল/ গার্মেন্টস কে বেছে নিন । কি ভাবছেন ? এতে নিশ্চয়তার সাথে কথাগুলো কেন বলছি ? আচ্ছা এবার এ ব্যাখ্যায় আসি ।

বাস্তবিক অর্থে ফেব্রিক এবং ডায়িং সেক্টর টা এখন বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের দখলে আছে । বিভিন্ন কোম্পানীর উচ্চ পদগুলোতে শুধু তাদেরই আনাগোনা । এবং কোম্পানীগুলো ও এই সেক্টর গুলোর জন্য বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপরই নির্ভরশীল । আর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই হিসেবে অবশ্যই নিজের ছোট ভাই-বোন দের প্রাধ্যান্য দিবেন তারা ( তাই অবশ্যই তারা শাধুবাদ পাবার যোগ্যতা রাখেন) । যার ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকাংশে বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রার্থীকে ওভারটেক করে জব পেলেও উপরের লেভেলে যাওয়াটা দূরহ এবং দূস্কর । 


তার চেয়ে বড় কথা হলো এই দুটি সেক্টর এ প্রাথমিক অবস্থায়  ৮/১২ ঘন্টার শিফটিং ডিউটি করতে হয় । দিনের বেলার ডিউটি তারা অনায়াসে করতে পারলেও রাতের শিফটগুলোর সময় তারা হাল ছেড়ে দেন ।  আর বাৎসরিক ছুটির পরিমাণও নাই বললেই চলে । যেমন ধরুন ১৫ আগষ্ট, ১৬ ডিসেম্বর এর ছুটি ।এসব ছুটিতে আপনার ডিউটি যদি দিনের সময় থাকে তবে আপনি ছুটি পাবেন । কিন্তু যদি ডিউটি হয় রাতের বেলায় তবে নিশ্চিতভাবে আপনি ছুটি পাচ্ছেন না । এই ঈদ এ এমনও দেখেছি যে নিটিং সেকশন বন্ধ পেয়েছে শুধু ঈদের দিন । তবুও সকাল ৬টা থেকে রাত আটটা পর্যছন্ত । রাত ৮টার পর যথারীতি তাদের কোম্পানী খোলা ছিল ।হ্যা বলতে পারেন যে এর জন্য কি আইনানুগ ব্যাবস্থা নাই ? উত্তর , না নাই । কারণ টেক্সটাইল তার নিজস্ব গতিতে চলে । এই সেক্টরে জব করতে হলে আপনাকে ধরে নিতে হবে যে অন্তত ২/৩ বছর আপনাকে এভাবেই জব করতে হবে ।এবার আসি গার্মেন্টস এর কথায় । এই সেক্টর এ বুটেক্স এবং আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের আধিপত্য নাই বললেই চলে । অর্থ্যাৎ এই সেক্টর টা সম্পূর্ণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দখলে । আর যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক সেহেতু নিতান্তই কপাল খারাপ না হলে আপনি অতি সহজেই জব পেয়ে যাবেন । 

যেহেতু দেশে প্রায় ৫০০০ গার্মেন্টস ফ্যাক্টরী আছে সেহেতু জব পরিবর্তন এর ক্ষেত্রেও কোন সমস্যা হয় না । আর যত জব পরিবর্তন করবেন তত স্যালারী বাড়বে । যেমন , আপনার রানিং স্যালারী ১৫০০০ হলে জব চেন্জ করে অনায়াসে ১৮০০০/২০০০০ বা তার অধিক স্যালারী পেতে পারেন ( যদি আপনি সেই যোগ্যতা অর্জন করতে পারেন । গার্মেন্টস এ ডিউটি টাইম সাধারনত ৮ টা থেকে ৫ টা/৭টা/৮টা হয়ে থাকে ( কোম্পানী আর ডিপার্টমেন্ট এর উপর নির্ভর করে ) । সরকারী ছুটিগুলো অবশ্যই পাবেন । ঈদের আগে জেনারেল ডিউটি হিসেবে কয়েকটা দিন কাজ করিয়ে নিয়ে ঈদের সময় ৭/৮ দিন বা তারও বেশি ছুটি পেতে পারেন । এবার আপনিই ভেবে দেখুন মেজর হিসেবে কোন বিষয়কে বেছে নিবেন । 

বিশেষ দ্রষ্টব্যঃ আমার এই লেখাটা কাউকে মোটিভেট বা ডিমোটিভেট করার জন্য না । আমি শুধু বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র । জীবন আপনার তাই সিদ্ধান্ত ও আপনার ।

ধন্যবাদান্তে
মোঃ ফরিদুল ইসলাম রুম্মান
এক্সিকিউটিভ
ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার
তুরাগ গার্মেন্টস এন্ড হুসিয়ারী মিলস লিমিটেড ।

কোন মন্তব্য নেই: