Man Maid Fiber এর ইতিহাস - Textile Lab | Textile Learning Blog
কৃত্তিমভাবে তৈরি কিছু ফাইবারের বর্ননা

রেয়নঃ
মানুষের সৃষ্ট সর্বপ্রথম কৃত্তিম ফাইবার।১৯১০ সালে অ্যামেরিকার ভিজকস কোম্পানির উদ্যোগে এটি তৈরি হয়।দু ধরণের ক্যামিকাল ও তৈরি পদ্ধতি ব্যাবহার করে রেয়ন তৈরি করা হয়।একটি ভিজকস রেয়ন আরেকটি কুপ্রামোনিয়াম রেয়ন।


অ্যাসিটেডঃ
১৯২৪ সালে অ্যামেরিকার Celanse নামক   কোম্পানি অ্যাসিটেডের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে।


ট্রাই অ্যাসিটেডঃ
১৯৮৫ সালে Celanse কর্পোরেশন এর প্রোডাকশন শুরু করে। ১৯৯৪ তে আকস্মিক ভাবে তা বন্ধ হয়ে যায়।


পলিওলেফিন/ পলিপ্রোপাইলিনঃ
হারকেউলিস কর্পোরেশন এটির উৎপাদন শুরু করে।১৯৬৬ সালে বিশ্বের প্রথম কৃত্তিম ফাইবার হিসেবে এটি নোবেল পুরস্কার অর্জন করে।


এক্রিলিকঃ
কৃত্তিম ফাইবার আবিষ্কার ও বাজারজাতকরণে যে নামটি বারবার আসে তা হল E.I Du Pont De Nemours & Company । অনেক গুলো কৃত্তিম ফাইবার আবিস্কারের কৃতিত্ব এ কোম্পানিটির।এক অর্থে কোম্পানিটি পৃথিবী তথা মানব সভ্যতার ইতিহাসকে পাল্টে দিয়েছে।

এক্রিলিক ১৯৫০ সালে আবিষ্কৃত হয়। এর পরে যে কয়টি ফাইবার নিয়ে আলোচনা করা হবে তার সবগুলোর সৃষ্টিকর্তা এই ডিও পন্ট কোম্পানি।


নাইলনঃ
E.I Du Pont De Nemours & Company  করতিক নাইলনের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ব্যাবহারের দিক দিয়ে বর্তমানে পলিইয়েস্টারের পরই নাইলন।


পলিয়েস্টারঃ
১৯৫৩ সালে এর প্রোডাকশন শুরু হয় এবং সবচেয়ে বেশি ব্যাবহৃত কৃত্তিম ফাইবার।


স্পান্ডেক্সঃ
১৯৫৯ সালে এটি আবিষ্কৃত হয়। খুব বেশি পরিমাণে স্থিতিস্থাপক গুনসম্পন্ন ফাইবার। একে তার দৈর্ঘের ১০০ শতাংশ প্রসারিত/ বাকানো  যায়।


লাইওসেলঃ
পরিবেশবান্ধব লাইওসেল ফাইবার তৈরি হয় এর জন্য লাগানো বিশেষ একটি গাছের wood pulp থেকে। প্রথমে এর নাম ছিল tencel(টেনসিল) ।বিজারিত পরিবেশে দ্রবণ স্পিনিং পদ্ধতিতে Disolving agent এর সাহায্য নিয়ে লাইওসেল তৈরি করা হয়।


Man Maid Fiber এর ইতিহাস

কৃত্তিমভাবে তৈরি কিছু ফাইবারের বর্ননা

রেয়নঃ
মানুষের সৃষ্ট সর্বপ্রথম কৃত্তিম ফাইবার।১৯১০ সালে অ্যামেরিকার ভিজকস কোম্পানির উদ্যোগে এটি তৈরি হয়।দু ধরণের ক্যামিকাল ও তৈরি পদ্ধতি ব্যাবহার করে রেয়ন তৈরি করা হয়।একটি ভিজকস রেয়ন আরেকটি কুপ্রামোনিয়াম রেয়ন।


অ্যাসিটেডঃ
১৯২৪ সালে অ্যামেরিকার Celanse নামক   কোম্পানি অ্যাসিটেডের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে।


ট্রাই অ্যাসিটেডঃ
১৯৮৫ সালে Celanse কর্পোরেশন এর প্রোডাকশন শুরু করে। ১৯৯৪ তে আকস্মিক ভাবে তা বন্ধ হয়ে যায়।


পলিওলেফিন/ পলিপ্রোপাইলিনঃ
হারকেউলিস কর্পোরেশন এটির উৎপাদন শুরু করে।১৯৬৬ সালে বিশ্বের প্রথম কৃত্তিম ফাইবার হিসেবে এটি নোবেল পুরস্কার অর্জন করে।


এক্রিলিকঃ
কৃত্তিম ফাইবার আবিষ্কার ও বাজারজাতকরণে যে নামটি বারবার আসে তা হল E.I Du Pont De Nemours & Company । অনেক গুলো কৃত্তিম ফাইবার আবিস্কারের কৃতিত্ব এ কোম্পানিটির।এক অর্থে কোম্পানিটি পৃথিবী তথা মানব সভ্যতার ইতিহাসকে পাল্টে দিয়েছে।

এক্রিলিক ১৯৫০ সালে আবিষ্কৃত হয়। এর পরে যে কয়টি ফাইবার নিয়ে আলোচনা করা হবে তার সবগুলোর সৃষ্টিকর্তা এই ডিও পন্ট কোম্পানি।


নাইলনঃ
E.I Du Pont De Nemours & Company  করতিক নাইলনের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ব্যাবহারের দিক দিয়ে বর্তমানে পলিইয়েস্টারের পরই নাইলন।


পলিয়েস্টারঃ
১৯৫৩ সালে এর প্রোডাকশন শুরু হয় এবং সবচেয়ে বেশি ব্যাবহৃত কৃত্তিম ফাইবার।


স্পান্ডেক্সঃ
১৯৫৯ সালে এটি আবিষ্কৃত হয়। খুব বেশি পরিমাণে স্থিতিস্থাপক গুনসম্পন্ন ফাইবার। একে তার দৈর্ঘের ১০০ শতাংশ প্রসারিত/ বাকানো  যায়।


লাইওসেলঃ
পরিবেশবান্ধব লাইওসেল ফাইবার তৈরি হয় এর জন্য লাগানো বিশেষ একটি গাছের wood pulp থেকে। প্রথমে এর নাম ছিল tencel(টেনসিল) ।বিজারিত পরিবেশে দ্রবণ স্পিনিং পদ্ধতিতে Disolving agent এর সাহায্য নিয়ে লাইওসেল তৈরি করা হয়।


কোন মন্তব্য নেই: