কেজি থেকে গজে বা মিটারে নেবার উপায়ঃ
ধরা যাক যে ফেব্রিকটিকে কেজিতে মিটারে বা গজে নেয়া হবে তার
ফেব্রিক ওয়েট - 0.49181 কেজি
ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি
ফেব্রিক জিএসএম - 145 gm/sq mt
বের করতে হবে লেন্থ কতো - meter / yds ?
ফেব্রিক GSM = 145 গ্রাম
GSM = 145÷1000 কেজি
GSM = 0.14 কেজি
ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি
Fabric Width = (45×0.025) মিটার
Fabric Width = 1.125 মিটার
Note: [১ ইঞ্চি= ০.০২৫ মিটার]
ফেব্রিক লেন্থ= ফেব্রিক ওয়েট ÷ ( ডায়া × GSM )
= 0.49181 / (1.125 × 0.14) Meter
= 3.123 Meter
= 3.123 ÷ 0.914 yds
= 3.41 yds
Note:
[ 1Mt = 1.09 yds ]
[ 1 yds = 0.914 m ]
নোটঃ
এখানে মিটার কে 0.914 দিয়ে ভাগ করে গজে নেয়া হয়েছে যদি গজে নেয়ার প্রয়োজন না হয় তবে মিটারে উত্তর চলে আসবে । সাধারণত নীট ফেব্রিকে কে কেজি থেকে লেন্থ মাপার জন্য এই সুত্রের সাহায্যে কেজি থেকে মিটার বা গজে নেয়া হয়।
এখানে মিটার কে 0.914 দিয়ে ভাগ করে গজে নেয়া হয়েছে যদি গজে নেয়ার প্রয়োজন না হয় তবে মিটারে উত্তর চলে আসবে । সাধারণত নীট ফেব্রিকে কে কেজি থেকে লেন্থ মাপার জন্য এই সুত্রের সাহায্যে কেজি থেকে মিটার বা গজে নেয়া হয়।
How to convert Fabric kg to meter / yeards
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন