Fabric কেজি থেকে গজে বা মিটারে নেবার উপায় - Textile Lab | Textile Learning Blog
কেজি থেকে গজে বা মিটারে নেবার উপায়ঃ


ধরা যাক যে ফেব্রিকটিকে কেজিতে মিটারে বা গজে নেয়া হবে তার 

ফেব্রিক ওয়েট - 0.49181 কেজি

ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি
ফেব্রিক জিএসএম  - 145 gm/sq mt
বের করতে হবে লেন্থ কতো - meter / yds ?



ফেব্রিক  GSM =  145 গ্রাম 

GSM = 145÷1000 কেজি
GSM = 0.14 কেজি




ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি 

Fabric Width = (45×0.025) মিটার

Fabric Width = 1.125 মিটার 

Note:  [১ ইঞ্চি= ০.০২৫ মিটার]





ফেব্রিক লেন্থ= ফেব্রিক ওয়েট ÷ ( ডায়া ×  GSM )

= 0.49181 / (1.125 × 0.14) Meter

= 3.123 Meter 

= 3.123 ÷ 0.914 yds

= 3.41 yds


Note:

[ 1Mt = 1.09 yds ]

[ 1 yds = 0.914 m ]


নোটঃ
এখানে মিটার কে 0.914 দিয়ে ভাগ করে গজে নেয়া হয়েছে যদি গজে নেয়ার প্রয়োজন না হয় তবে মিটারে উত্তর চলে আসবে ।  সাধারণত নীট ফেব্রিকে কে কেজি থেকে লেন্থ মাপার জন্য এই সুত্রের সাহায্যে কেজি থেকে মিটার বা গজে নেয়া হয়।

How to convert Fabric kg to meter / yeards   

Fabric কেজি থেকে গজে বা মিটারে নেবার উপায়

কেজি থেকে গজে বা মিটারে নেবার উপায়ঃ


ধরা যাক যে ফেব্রিকটিকে কেজিতে মিটারে বা গজে নেয়া হবে তার 

ফেব্রিক ওয়েট - 0.49181 কেজি

ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি
ফেব্রিক জিএসএম  - 145 gm/sq mt
বের করতে হবে লেন্থ কতো - meter / yds ?



ফেব্রিক  GSM =  145 গ্রাম 

GSM = 145÷1000 কেজি
GSM = 0.14 কেজি




ফেব্রিক উইডথ / ডায়া - 45" ইঞ্চি 

Fabric Width = (45×0.025) মিটার

Fabric Width = 1.125 মিটার 

Note:  [১ ইঞ্চি= ০.০২৫ মিটার]





ফেব্রিক লেন্থ= ফেব্রিক ওয়েট ÷ ( ডায়া ×  GSM )

= 0.49181 / (1.125 × 0.14) Meter

= 3.123 Meter 

= 3.123 ÷ 0.914 yds

= 3.41 yds


Note:

[ 1Mt = 1.09 yds ]

[ 1 yds = 0.914 m ]


নোটঃ
এখানে মিটার কে 0.914 দিয়ে ভাগ করে গজে নেয়া হয়েছে যদি গজে নেয়ার প্রয়োজন না হয় তবে মিটারে উত্তর চলে আসবে ।  সাধারণত নীট ফেব্রিকে কে কেজি থেকে লেন্থ মাপার জন্য এই সুত্রের সাহায্যে কেজি থেকে মিটার বা গজে নেয়া হয়।

How to convert Fabric kg to meter / yeards   

কোন মন্তব্য নেই: