গার্মেন্টস ওয়াসে আমারা সাধারণত দুই ধরনের ড্রায়ার ইউজ করিঃ
গ্যাস ড্রায়ার
স্টিম ড্রায়ার
স্টিম ড্রায়ার
গ্যাস ড্রায়ারঃ
১. গ্যাস ড্রায়ারে লাইক্রা ডেমেজের চান্স থাকে অনেক।
২. প্রডাকশন অনেক হাই।
৩. ডিরেক্ট ডাইজ এর ডাইং করা ফেব্রিক ডাই করলে রেডিশ হয়ে যায়
৪. গার্মেন্টস ডাইং করা ফেব্রিক ড্রাই করা যাবে না
৫. বার্ন আউট ফেব্রিক ড্রাই করা যাবে
স্টিম ড্রায়ারঃ
১. গ্যাস ড্রায়ারে লাইক্রা ডেমেজের চান্স থাকে না তাই লাইক্রা আইটেমের জন্য স্টিম ড্রায়ার ইউজ করতে হবে।
২. প্রডাকশন অনেক গ্যাস ড্রায়ারের চেয়ে কম ।
৩. গার্মেন্টস ড্রাই করা সেডের কোন পরিবির্তন হয় না তাই গার্মেন্টস ডাইং করা ফেব্রিক ড্রাই করা যাবে।
1 টি মন্তব্য:
আমার মনে হয় গ্যাস এবং স্টিম উভয় ডায়ারেই ডাইং ও ডেনিম ওয়াশের গারমেন্টস ড্রাই করা যাবে যদি টেম্পারেসর কন্টোল করা হয় আমরা গারমেন্টস ড্রাই করার জন্য টাইমার দিয়ে টাইম কন্টোল করে থাকি এখানে টাইমারের পরিবরতে যদি হিউমিডিটি কন্টোলারের মাধ্যমে হিউমিডিটি কনটোল করা হয় তাহলে লাইক্রা ডেমেজ হবে না, সময় এবং এনারজি সেব হবে হিউমিডিটি কন্টোল করলে বায়ারের একটি চাহিদা পুরন হবে
একটি মন্তব্য পোস্ট করুন