টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিছু Frequently Asked Questions FAQ - Textile Lab | Textile Learning Blog
এই গ্রুপে অনেকের অনেকরকম জিজ্ঞাসা থাকে। তবে কিছু সাধারণ জিজ্ঞাসা থাকে যা কয়দিন পর পরই গ্রুপে নতুন যুক্ত হওয়া অনেক নতুন সদস্যরা জানতে চান। তাদের জানতে চাওয়াটা অযৌক্তিক কিছু না। কিন্তু দেখা যায় একইরকম পোস্ট দেখতে দেখতে গ্রুপের পুরাতন সদস্যরা বিরক্ত হয়ে একটা সময় গ্রুপের প্রতিই আগ্রহ হারিয়ে ফেলেন। তাই গ্রুপে পোস্ট এপ্রোভালের সময় এই ব্যাপারগুলো একটু সিরিয়াসলি নেওয়া উচিত। পাশাপাশি গ্রুপে  FAQ (Frequently Asked Questions) নামে আলাদা একটি ডকস বা পোস্ট পিন করা যেতে পারে। তাহলে নতুন সদস্যরা যারা জানতে চান তাদের জানাটাও হবে আবার একইরকম পোস্টের ভীড়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলোও হারিয়ে যাবে না। আমি কিছু কমন জিজ্ঞাসা নোট করেছি এবং আমার ক্ষুদ্র মস্তিষ্কের বিবেচনা সাপেক্ষে সেগুলোর উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করেছি। অভিজ্ঞরা তাদের মতামতগুলো দিলে সবাই উপকৃত হবে। পাশাপাশি নতুন জিজ্ঞাসাগুলো এখানে কমেন্ট করলে সেগুলোর উত্তরও একটি পোস্টে পাওয়া যাবে।

★ একটা জব দেন।

এই গ্রুপটি টেক্সটাইল রিলেটেড নলেজ শেয়ারিংয়ের একটা কমন প্ল্যাটফর্ম যেখানে সবাই তাদের জিজ্ঞাসা কিংবা নলেজগুলো শেয়ার করে।এটি কোন জব ফোকাসড গ্রুপ না।  আমার জানামতে এখানে টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির HR ডিপার্টমেন্টের হয়তো উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নেই। আর থাকলেও Bdjobs এর যুগে এখন সবাই সেখানেই জব সার্কুলার পোস্ট করে। সুতরাং আপনার জবের জন্য সেখানেই এপ্লাই করুন। এখন পর্যন্ত যারাই জবের জন্য এখানে পোস্ট করেছে আমার দেখামতে তাদের কেউই তাদের পোস্টে তেমন কোন সাড়া পায়নি।কেননা মোটামুটি সব কোম্পানিতেই HR ডিপার্টমেন্টের মাধ্যমে জব সার্কুলার পাবলিশ করে। তাই জব চেয়ে অনুগ্রহপূর্বক কেউ গ্রুপে পোস্ট করবেন না।

★ টেক্সটাইলে ডিপ্লোমা করার পর কি করবো?

প্রথমেই চোখ বন্ধ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ডিপার্টমেন্টেরই জব পান না কেনো তাতে জয়েন করে ফেলুন এবং পাশাপাশি আপনার জবের পাশাপাশি বিএসসি করতে পারবেন এমন একটি মোটামুটিমানের প্রাইভেট ভার্সিটিতে বিএসসিতে ভর্তি হয়ে যান। এতে করে আপনার অভিজ্ঞতার ঝুলিও বাড়বে পাশাপাশি বিএসসি ও হয়ে যাবে। জব যদি একান্তই না পান আর আপনার সামর্থ্য থাকে তবে ভালোমানের প্রাইভেট ভার্সিটিতে বিএসসি করে ফেলুন। তবে আমার অনুরোধ থাকবে জবে ঢোকার পর বিএসসি করার জন্য কখনো জব ছাড়বেন না। দরকার হলে একটু নীচু সারির ভার্সিটিতে ভর্তি হোন,সমস্যা নাই।

★ পড়ালেখা শেষ করে অমুক ডিপার্টমেন্টে জব পাইছি। ওখানে করবো কিনা?

আপনি যদি ফ্রেশার হোন আর আমার মতো সোনার চামুচ মুখে না দিয়ে এই পৃথিবীতে এসে থাকেন তবে টেক্সটাইলের যে কোন ডিপার্টমেন্টে জব অফার পাওয়ার সাথে সাথেই নাক কান চোখ বন্ধ করে আগে জয়েন করুন। জয়েন করার পর অন্য কোন ভালো সুযোগের সন্ধান করুন। কেননা আগে ক্ষুধা মিটানোর জন্য ভাত লাগবে। ভাতের বন্দোবস্ত হওয়ার পর আপনি চিন্তা করুন ভাতের সাথে আলু ভর্তা খাবেন নাকি দুম্বার গোস্ত খাবেন। জব মার্কেট এখন অনেক বেশি কম্পিটিটিভ। তাই হেলায় হেলায় সুযোগ হারাবেন না।

★ ডিপ্লোমা করার পর কোথায় বিএসসি করবো?

অনেকেরই এটি একটি কমন কোয়েশ্চেন। প্রথমেই ট্রাই করবেন DUET এ ভর্তির জন্য। যদি সেখানে না হয় তবে সেক্ষেত্রে অন্যান্য প্রাইভেট ভার্সিটি যেখানে ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা বিএসসি করতে পারে সেখানে ভর্তি হতে পারেন। এক্ষেত্রে কোন ভার্সিটি ভালো হবে সেটা একটা বিতর্কিত আলোচনা। নিজ তাগিদে যারা আগে পরে যেই বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে ভর্তি হবেন। এক্ষেত্রে কখনোই শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না জেনে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে খোজ নিন। এখানে একটা ব্যাপার বলে নেই। যদিও ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। যারা জবের পাশাপাশি বিএসসি করবেন তাদের এতো বেশি ঘাটাঘাটির দরকার নাই। আপনার সবার আগে আপনার জব ঠিক রাখতে হবে। তাই আপনার অফিস লোকেশনের থেকে কাছাকাছি মোটামুটি মানের বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিন। কেননা ৪ টা বছর আপনাকে জবের পাশাপাশি ক্লাস করা লাগবে। দূরত্ব এবং ক্লাসের শিথিলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দূরত্বের কারণে ঠিকমতো ক্লাসই করতে না পারেন কিংবা ক্লাসে দুই একদিন না আসার কারণে শিথিলতা না পান তবে অহেতুক সেমিস্টার বাড়বে এবং আপনার টাকা নষ্ট হবে। মনে রাখবেন এই চার বছরে আপনি যদি জবের পাশাপাশি বিএসসি করতে পারেন তাহলে আপনার জব এক্সপেরিয়েন্স আপনার ভার্সিটির রেপুটেশন ঘাটতির ব্যাপারটা ঢেকে দিবে।

★ এসএসসি পাশের পর টেক্সটাইলে ডিপ্লোমা করবো কিনা?

যদিও টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি বাংলাদেশের সবচেয়ে বড় জব সেক্টর কিন্তু আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রি ও এখন অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গেছে। তাছাড়া এখন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়  মিলিয়ে প্রতি বছর প্রচুর পরিমান টেক্সটাইল গ্র্যাজুয়েট পাশ করে বের হচ্ছে যাদের মধ্যে অনেককেই জবের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। ক্ষেত্রবিশেষে নামকাওয়াস্তে স্যালারি চেয়েও অনেক বিএসসি ইঞ্জিনিয়ার জব পাচ্ছে না।সে জায়গায় শুধু ডিপ্লোমা করে কম্পিটিশন করাটা খুব দুরূহ ব্যাপার।  এমতাবস্থায় কেউ যদি এসএসসি পাশের পর নিতান্তই ডিপ্লোমা করতে চান তবে এমন কোন সাবজেক্টে করুন যাতে আপনাকে জবের জন্য বসে থাকতে না হয় কিংবা আপনার এই ডিগ্রিটা কাজে লাগিয়ে বিদেশে ভালো কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইলেক্ট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল এসব সাবজেক্টে পড়তে পারেন।

★ শুধুমাত্র টেক্সটাইলে ডিপ্লোমা পাশ করে মার্চেন্ডাইজিং জবে আসতে পারবো কিনা?

না,আগে হয়তোবা সে সুযোগ ছিলো। কিন্তু বর্তমানে সেই সুযোগ নাই বললেই চলে। মোটামুটি যেকোন কোম্পানিতেই মার্চেন্ডাইজিং জবের জন্য ন্যূনতম অনার্স পাশ চায়। সুতরাং আগে আপনার বিএসএসি কমপ্লিট করুন।

পরিশেষে বলবো,আমি কোন বোদ্ধা কিংবা খুব ঝানু লোক নই। পারিপার্শ্বিক অবস্থা এবং আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে ব্যাপারগুলো বলা।




আসিফ বিন আসগর
মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, হামীম গ্রুপ
এক্স টেক্সটাইল স্টুডেন্ট, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিছু Frequently Asked Questions FAQ

এই গ্রুপে অনেকের অনেকরকম জিজ্ঞাসা থাকে। তবে কিছু সাধারণ জিজ্ঞাসা থাকে যা কয়দিন পর পরই গ্রুপে নতুন যুক্ত হওয়া অনেক নতুন সদস্যরা জানতে চান। তাদের জানতে চাওয়াটা অযৌক্তিক কিছু না। কিন্তু দেখা যায় একইরকম পোস্ট দেখতে দেখতে গ্রুপের পুরাতন সদস্যরা বিরক্ত হয়ে একটা সময় গ্রুপের প্রতিই আগ্রহ হারিয়ে ফেলেন। তাই গ্রুপে পোস্ট এপ্রোভালের সময় এই ব্যাপারগুলো একটু সিরিয়াসলি নেওয়া উচিত। পাশাপাশি গ্রুপে  FAQ (Frequently Asked Questions) নামে আলাদা একটি ডকস বা পোস্ট পিন করা যেতে পারে। তাহলে নতুন সদস্যরা যারা জানতে চান তাদের জানাটাও হবে আবার একইরকম পোস্টের ভীড়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলোও হারিয়ে যাবে না। আমি কিছু কমন জিজ্ঞাসা নোট করেছি এবং আমার ক্ষুদ্র মস্তিষ্কের বিবেচনা সাপেক্ষে সেগুলোর উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করেছি। অভিজ্ঞরা তাদের মতামতগুলো দিলে সবাই উপকৃত হবে। পাশাপাশি নতুন জিজ্ঞাসাগুলো এখানে কমেন্ট করলে সেগুলোর উত্তরও একটি পোস্টে পাওয়া যাবে।

★ একটা জব দেন।

এই গ্রুপটি টেক্সটাইল রিলেটেড নলেজ শেয়ারিংয়ের একটা কমন প্ল্যাটফর্ম যেখানে সবাই তাদের জিজ্ঞাসা কিংবা নলেজগুলো শেয়ার করে।এটি কোন জব ফোকাসড গ্রুপ না।  আমার জানামতে এখানে টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির HR ডিপার্টমেন্টের হয়তো উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নেই। আর থাকলেও Bdjobs এর যুগে এখন সবাই সেখানেই জব সার্কুলার পোস্ট করে। সুতরাং আপনার জবের জন্য সেখানেই এপ্লাই করুন। এখন পর্যন্ত যারাই জবের জন্য এখানে পোস্ট করেছে আমার দেখামতে তাদের কেউই তাদের পোস্টে তেমন কোন সাড়া পায়নি।কেননা মোটামুটি সব কোম্পানিতেই HR ডিপার্টমেন্টের মাধ্যমে জব সার্কুলার পাবলিশ করে। তাই জব চেয়ে অনুগ্রহপূর্বক কেউ গ্রুপে পোস্ট করবেন না।

★ টেক্সটাইলে ডিপ্লোমা করার পর কি করবো?

প্রথমেই চোখ বন্ধ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ডিপার্টমেন্টেরই জব পান না কেনো তাতে জয়েন করে ফেলুন এবং পাশাপাশি আপনার জবের পাশাপাশি বিএসসি করতে পারবেন এমন একটি মোটামুটিমানের প্রাইভেট ভার্সিটিতে বিএসসিতে ভর্তি হয়ে যান। এতে করে আপনার অভিজ্ঞতার ঝুলিও বাড়বে পাশাপাশি বিএসসি ও হয়ে যাবে। জব যদি একান্তই না পান আর আপনার সামর্থ্য থাকে তবে ভালোমানের প্রাইভেট ভার্সিটিতে বিএসসি করে ফেলুন। তবে আমার অনুরোধ থাকবে জবে ঢোকার পর বিএসসি করার জন্য কখনো জব ছাড়বেন না। দরকার হলে একটু নীচু সারির ভার্সিটিতে ভর্তি হোন,সমস্যা নাই।

★ পড়ালেখা শেষ করে অমুক ডিপার্টমেন্টে জব পাইছি। ওখানে করবো কিনা?

আপনি যদি ফ্রেশার হোন আর আমার মতো সোনার চামুচ মুখে না দিয়ে এই পৃথিবীতে এসে থাকেন তবে টেক্সটাইলের যে কোন ডিপার্টমেন্টে জব অফার পাওয়ার সাথে সাথেই নাক কান চোখ বন্ধ করে আগে জয়েন করুন। জয়েন করার পর অন্য কোন ভালো সুযোগের সন্ধান করুন। কেননা আগে ক্ষুধা মিটানোর জন্য ভাত লাগবে। ভাতের বন্দোবস্ত হওয়ার পর আপনি চিন্তা করুন ভাতের সাথে আলু ভর্তা খাবেন নাকি দুম্বার গোস্ত খাবেন। জব মার্কেট এখন অনেক বেশি কম্পিটিটিভ। তাই হেলায় হেলায় সুযোগ হারাবেন না।

★ ডিপ্লোমা করার পর কোথায় বিএসসি করবো?

অনেকেরই এটি একটি কমন কোয়েশ্চেন। প্রথমেই ট্রাই করবেন DUET এ ভর্তির জন্য। যদি সেখানে না হয় তবে সেক্ষেত্রে অন্যান্য প্রাইভেট ভার্সিটি যেখানে ডিপ্লোমা ডিগ্রি হোল্ডাররা বিএসসি করতে পারে সেখানে ভর্তি হতে পারেন। এক্ষেত্রে কোন ভার্সিটি ভালো হবে সেটা একটা বিতর্কিত আলোচনা। নিজ তাগিদে যারা আগে পরে যেই বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে ভর্তি হবেন। এক্ষেত্রে কখনোই শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না জেনে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে খোজ নিন। এখানে একটা ব্যাপার বলে নেই। যদিও ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। যারা জবের পাশাপাশি বিএসসি করবেন তাদের এতো বেশি ঘাটাঘাটির দরকার নাই। আপনার সবার আগে আপনার জব ঠিক রাখতে হবে। তাই আপনার অফিস লোকেশনের থেকে কাছাকাছি মোটামুটি মানের বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিন। কেননা ৪ টা বছর আপনাকে জবের পাশাপাশি ক্লাস করা লাগবে। দূরত্ব এবং ক্লাসের শিথিলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দূরত্বের কারণে ঠিকমতো ক্লাসই করতে না পারেন কিংবা ক্লাসে দুই একদিন না আসার কারণে শিথিলতা না পান তবে অহেতুক সেমিস্টার বাড়বে এবং আপনার টাকা নষ্ট হবে। মনে রাখবেন এই চার বছরে আপনি যদি জবের পাশাপাশি বিএসসি করতে পারেন তাহলে আপনার জব এক্সপেরিয়েন্স আপনার ভার্সিটির রেপুটেশন ঘাটতির ব্যাপারটা ঢেকে দিবে।

★ এসএসসি পাশের পর টেক্সটাইলে ডিপ্লোমা করবো কিনা?

যদিও টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি বাংলাদেশের সবচেয়ে বড় জব সেক্টর কিন্তু আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রি ও এখন অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গেছে। তাছাড়া এখন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়  মিলিয়ে প্রতি বছর প্রচুর পরিমান টেক্সটাইল গ্র্যাজুয়েট পাশ করে বের হচ্ছে যাদের মধ্যে অনেককেই জবের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। ক্ষেত্রবিশেষে নামকাওয়াস্তে স্যালারি চেয়েও অনেক বিএসসি ইঞ্জিনিয়ার জব পাচ্ছে না।সে জায়গায় শুধু ডিপ্লোমা করে কম্পিটিশন করাটা খুব দুরূহ ব্যাপার।  এমতাবস্থায় কেউ যদি এসএসসি পাশের পর নিতান্তই ডিপ্লোমা করতে চান তবে এমন কোন সাবজেক্টে করুন যাতে আপনাকে জবের জন্য বসে থাকতে না হয় কিংবা আপনার এই ডিগ্রিটা কাজে লাগিয়ে বিদেশে ভালো কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইলেক্ট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল এসব সাবজেক্টে পড়তে পারেন।

★ শুধুমাত্র টেক্সটাইলে ডিপ্লোমা পাশ করে মার্চেন্ডাইজিং জবে আসতে পারবো কিনা?

না,আগে হয়তোবা সে সুযোগ ছিলো। কিন্তু বর্তমানে সেই সুযোগ নাই বললেই চলে। মোটামুটি যেকোন কোম্পানিতেই মার্চেন্ডাইজিং জবের জন্য ন্যূনতম অনার্স পাশ চায়। সুতরাং আগে আপনার বিএসএসি কমপ্লিট করুন।

পরিশেষে বলবো,আমি কোন বোদ্ধা কিংবা খুব ঝানু লোক নই। পারিপার্শ্বিক অবস্থা এবং আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে ব্যাপারগুলো বলা।




আসিফ বিন আসগর
মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, হামীম গ্রুপ
এক্স টেক্সটাইল স্টুডেন্ট, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

I want to know about shrinkage,Details p;ease.Knit Dyeing