SGS কি টেস্ট নাকি টেস্টিং হাউস ? - Textile Lab | Textile Learning Blog

SGS কি টেস্ট নাকি টেস্টিং হাউস ????

ফেক্টরিতে  SGS কি টেস্ট নাকি টেস্টিং ল্যাব এটা নিয়ে অনেক ভালো ভালো লোক কনফিউজড থাকেন, অনেকেই মানতে নারাজ যে   SGS  যে একটা টেস্টিং ল্যাবরেটরি। এমন সমস্যা প্রায়শ হয়।  যারা জানেন ভালো কিন্ত যারা জানেন না তাদের কনফিউশন ক্লিয়ার করে দেই  SGS  এটি ইন্টারন্যাশনাল টেক্সটাইল, লেদার, ফুড টেস্টিং, সার্টিফিকেশন ল্যাব এটা 1878 সালে  Switzerland এ প্রতিস্টা হয় । এদের মুলত বায়ারগন ঠিক করে তারা থার্ড  পার্টি হয় টেক্সটাইল আইটেমের টেস্টিং তারা করে থাকে।  এদের মেশিনারি ইন্টারন্যাশনাল স্টেন্ডার্ডে ক্যালিব্রেট করা থাকে এরা প্রায় ১০০ প্রকারে  এর উপরে টেক্সটাইল টেস্টিং করে থাকে  স্রিংকেজ টেস্ট থেকে শুরু করে এজো, ফরমাল্ডিহাইড পর্যন্ত সব কিছু টেস্ট করে থেকে এদের রেজাল্ট ইন্টারন্যাশনালি গ্রহনযোগ্য । ফেক্টরির ল্যাব ফ্যাসিলিটি, মেশিন ক্যালিব্রেশন ঠিক নাও হতে পারে আর মেজ্র টেস্টিং গুলি ফেক্টরিতে করা জটিল, সময় সাপেক্ষ এবং ইনভেস্টমেন্ট বেশি লাগে যার দরুন ফেক্টরি গুলি বেছে নেয় বায়ার নমিনেটেড থার্ড পার্টি   টেস্টিং ল্যাব গুলি।  থার্ড পার্টিং এমন অনেক টেস্ট ল্যাব আছে যেমন  Interteck /ITS, BU, UTS, TUB SUD । 

ফেক্টরিতে  SGS  এ পাঠানোর জন্য রেডি SGS স্যাম্পল, SGS টেস্টিং, SGS টেস্ট হিসেবে জেনে থাকে অনেকেই মনে করেন SGS টেস্টিং হয়ত কোন টেস্ট এর নাম। এটা মোটেই ঠিক নয়।

টেক্সটাইল টেস্টিং ল্যাবটির এড্রেস জেনে রাখুন
              
SGS
Noor Tower 9th Floor 110
Bir Uttam C R Datta Road
Dhaka, 1205
Bangladesh                   
Phone  +88 02 9676500
Web : http://www.sgsgroup.com.

SGS কি টেস্ট নাকি টেস্টিং হাউস ?

SGS কি টেস্ট নাকি টেস্টিং হাউস ????

ফেক্টরিতে  SGS কি টেস্ট নাকি টেস্টিং ল্যাব এটা নিয়ে অনেক ভালো ভালো লোক কনফিউজড থাকেন, অনেকেই মানতে নারাজ যে   SGS  যে একটা টেস্টিং ল্যাবরেটরি। এমন সমস্যা প্রায়শ হয়।  যারা জানেন ভালো কিন্ত যারা জানেন না তাদের কনফিউশন ক্লিয়ার করে দেই  SGS  এটি ইন্টারন্যাশনাল টেক্সটাইল, লেদার, ফুড টেস্টিং, সার্টিফিকেশন ল্যাব এটা 1878 সালে  Switzerland এ প্রতিস্টা হয় । এদের মুলত বায়ারগন ঠিক করে তারা থার্ড  পার্টি হয় টেক্সটাইল আইটেমের টেস্টিং তারা করে থাকে।  এদের মেশিনারি ইন্টারন্যাশনাল স্টেন্ডার্ডে ক্যালিব্রেট করা থাকে এরা প্রায় ১০০ প্রকারে  এর উপরে টেক্সটাইল টেস্টিং করে থাকে  স্রিংকেজ টেস্ট থেকে শুরু করে এজো, ফরমাল্ডিহাইড পর্যন্ত সব কিছু টেস্ট করে থেকে এদের রেজাল্ট ইন্টারন্যাশনালি গ্রহনযোগ্য । ফেক্টরির ল্যাব ফ্যাসিলিটি, মেশিন ক্যালিব্রেশন ঠিক নাও হতে পারে আর মেজ্র টেস্টিং গুলি ফেক্টরিতে করা জটিল, সময় সাপেক্ষ এবং ইনভেস্টমেন্ট বেশি লাগে যার দরুন ফেক্টরি গুলি বেছে নেয় বায়ার নমিনেটেড থার্ড পার্টি   টেস্টিং ল্যাব গুলি।  থার্ড পার্টিং এমন অনেক টেস্ট ল্যাব আছে যেমন  Interteck /ITS, BU, UTS, TUB SUD । 

ফেক্টরিতে  SGS  এ পাঠানোর জন্য রেডি SGS স্যাম্পল, SGS টেস্টিং, SGS টেস্ট হিসেবে জেনে থাকে অনেকেই মনে করেন SGS টেস্টিং হয়ত কোন টেস্ট এর নাম। এটা মোটেই ঠিক নয়।

টেক্সটাইল টেস্টিং ল্যাবটির এড্রেস জেনে রাখুন
              
SGS
Noor Tower 9th Floor 110
Bir Uttam C R Datta Road
Dhaka, 1205
Bangladesh                   
Phone  +88 02 9676500
Web : http://www.sgsgroup.com.

কোন মন্তব্য নেই: