পিক-আপ% কি | Pick Up % ? - Textile Lab | Textile Learning Blog
পিক-আপ% কি?

কাপড়ে বহনকৃত পানি বা কেমিক্যালের শতকরা পরিমাণই হচ্ছে ঐ কাপড়ের পিক-আপ %।

সুত্র:-
                 Wet fab (wt) -- Dry fab(wt)
Pick-up =  ------------------------------------------ * 100
                           Dry fab (wt)

যদি কোন কাপড়ের পিক-আপ ৭০% হয়,

তাহলে ১০০ কেজি কাপড়ে পানি ও কেমিক্যালের পরিমাণ হবে ৭০ কেজি।
সাধারণত পেডার প্রেসার ২ বা ২.৫ হলে পিক-আপ ৬৫% বা ৭০% হয়।

এখানে একটি প্রশ্ন থেকে যায়,
আমরা কি ভাবে Dry fab এবং Wet fab পাবো।

আমরা সহজেই যে কাজটি করতে পারি তা হলো, প্রথমে স্টেনটার  করার আগে শুকনো কাপড়ে একটি GSM কেটে (Dry fab) তা মেপে রাখতে হবে।

তারপর কাপড় পানিতে বা কেমিক্যালে Bath হয়ে পেডার হওয়ার পর আরো একটি GSM কেটে (Wet fab) মাপতে হবে।

তাহলে আমরা সহজেই  Dry fab এবং Wet fab পেয়ে গেলাম।

এবার সুত্রে Dry fab এবং Wet fab এর জায়গায় এর পরিমাণ (Weight) গুলো বসিয়ে দিয়ে অংকটি কষলেই বেরিয়ে আসবে ঐ কাপড়ের পিক-আপ %।

লিখেছেন
মির শফিকুল ইসলাম হাফিজ
সিনিয়র অপারেটর স্টেনটার
রুপা ফেব্রিক্স লিমিটেড
বাংলাদেশ টেক্সটাইল গ্রুপ

পিক-আপ% কি | Pick Up % ?

পিক-আপ% কি?

কাপড়ে বহনকৃত পানি বা কেমিক্যালের শতকরা পরিমাণই হচ্ছে ঐ কাপড়ের পিক-আপ %।

সুত্র:-
                 Wet fab (wt) -- Dry fab(wt)
Pick-up =  ------------------------------------------ * 100
                           Dry fab (wt)

যদি কোন কাপড়ের পিক-আপ ৭০% হয়,

তাহলে ১০০ কেজি কাপড়ে পানি ও কেমিক্যালের পরিমাণ হবে ৭০ কেজি।
সাধারণত পেডার প্রেসার ২ বা ২.৫ হলে পিক-আপ ৬৫% বা ৭০% হয়।

এখানে একটি প্রশ্ন থেকে যায়,
আমরা কি ভাবে Dry fab এবং Wet fab পাবো।

আমরা সহজেই যে কাজটি করতে পারি তা হলো, প্রথমে স্টেনটার  করার আগে শুকনো কাপড়ে একটি GSM কেটে (Dry fab) তা মেপে রাখতে হবে।

তারপর কাপড় পানিতে বা কেমিক্যালে Bath হয়ে পেডার হওয়ার পর আরো একটি GSM কেটে (Wet fab) মাপতে হবে।

তাহলে আমরা সহজেই  Dry fab এবং Wet fab পেয়ে গেলাম।

এবার সুত্রে Dry fab এবং Wet fab এর জায়গায় এর পরিমাণ (Weight) গুলো বসিয়ে দিয়ে অংকটি কষলেই বেরিয়ে আসবে ঐ কাপড়ের পিক-আপ %।

লিখেছেন
মির শফিকুল ইসলাম হাফিজ
সিনিয়র অপারেটর স্টেনটার
রুপা ফেব্রিক্স লিমিটেড
বাংলাদেশ টেক্সটাইল গ্রুপ

কোন মন্তব্য নেই: