লাইট সোর্স এর কারনে সেড এর ডিফারেন্সঃ
আমাদের ফেক্টরিতে প্রডাকশনে একটা কমন সমস্যা দেখি যে আমাদের সেড মিলে না সেড কারো চোখে ভালো কারো চোখে খারাপ, এটা আমাদের কমন সমস্যা এর তবে শেডে ৫০% সমস্যা কালার ক্যামিকেল এর যার দরুন সেড এমনি ডিপ লাইট দেখায় সেড । তার পরো সেড যখন ভিজুয়ালি ম্যাচিং বা আই ম্যাচ করে কম্পেয়ার করা হয় তখন চোখের ক্ষমতা, অভিজ্ঞতা আর লাইট সোর্স এর উপর সেড আইডিয়া একেক রকম হতে পারে ।
আজ আমরা আলোচনা করবো সেড এর সমস্যার জন্য লাইট সোর্স বা লাইট কি কি সমস্যা করে সে বিষয়েঃ
আমাদের ইন্ড্রাস্ট্রির কিছু কমন সমস্যা আছে যেমন যেখানে যেখানে আমাদের সেড চেক করা দরকার সেখানে আমাদের পর্যাপ্ত পরিমান লাইট সোর্স বা লাইট বক্স থাকে না, সাধারণত দামী হবার কারনে এট লাইট বক্স ডাইং টেবিল ল্যাব ব্যাতিত ইন্সপেকশন , মার্চেন্ডাইজিং, কাটিং, GPQ রুমে থাকে না যার ফলে ডাইং টেবিলে দেখার পর সেটা এক একজন এক এক প্রকারের মন্তব্য করে থাকেন ।
মুলত সেডের ক্ষত্রে মেজর ফেক্ট হলে সেডের জন্য সুনির্দিষ্ট ইলুমিনেন্ট বা লাইট সোর্স এর উপর সেডের কোয়ালিটি নির্ভির করে আর এর জন্য মুল ভুমিকা পালন করা উচিৎ মার্চেন্ডাইজারের তাকে লাইট সোর্স ভালো করে মেনশন করে দেয়া উচিৎ । এবং ল্যাব টু বাল্ক সব খানে যেনো বায়ার রিকমেন্ডেড লাইট সোর্স ফলো করে ম্যাচ করা হয়।
ডাইং এর চোখে তাদের নরমাল টিউব লাইটে ভালো সেড আপনার চোখে খারাপ হতে পারে কারন আপনি দেখেছেন D-65 লাইটে এর জন্য মুলত ডাইং কে দোষ দেয়া যায় না তাদের D-65 ম্যাচ করে দিলে তারা তাই করতো । আপনি যে লাইটে ম্যাচ করবেন সবাই যদি সেই লাইট ফলো করে তবে সেখানে আর সমস্যা থাকবার কথা নয় ।
এমনকি আপনি CMC টেস্ট করার সময় লাইট সোর্স বায়ার এর লাইট সোর্স টাই দিতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের স্পেপেকট্রোফটোমিটারের লাইট সোর্স সিলেকশনে সময় অন্য লাইট সোর্স সিলেক্ট করা।
আপনি যখন সেড কে বিভিন্ন লাইট সোর্সে দেখবেন তখন তাদের টোন ভিন্ন মনে যেমন
D-65 সেড কে ইয়োলিয়শ
TL-84/TL-83 সেড কে ব্লুয়িশ
Florocent লাইটে রেডিশ
এটা হয় মুলত লাইট এর ফ্রিকুয়েন্সির উপর এক ইলুমিনেন্ট এর কম্পানক এক এক রকম হবার কারনে এমন সমস্যা হয় । সেডে যদি কেও কমেন্টস করে আগে তাকে জিজ্ঞেস করতে হবে সে কোন লাইটে সেড দেখেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন